মেয়ের স্মৃতিতে ক্লাবকে ৪ লক্ষ টাকা ও ১৪ কাঠা জমি দিয়েছিলেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের কর্মী অমিয়কুমার চৌধুরী। ভাতারের পুরনো বিডিও অফিসের কাছে সেই জমিতেই এ বার ইন্ডোর স্টেডিয়াম গড়তে চলেছে ভাতারের একাদশ ক্লাব। মঙ্গলবার এই প্রস্তাবিত স্টেডিয়ামের শিলান্যাল করলেন মন্ত্রী স্বপন সাহা। ছিলেন ভাতারের বিধায়ক বনমালি হাজরাও। স্বপনবাবু বলেন, “পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে গেলে আর কিছুই করা যাবে না। তাই ওই ক্লাব কর্তৃপক্ষের অনুরোধ পেতেই আমি শিলান্যাস করতে রাজি হয়ে গিয়েছি। ভোট ঘোষিত হবার আগেই এমন বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস সেরে ফেলতে হবে।”
|
শিলান্যাস করলেন মন্ত্রী। —নিজস্ব চিত্র। |
কিন্তু ভোটের আগে তো এমন অনেক শিলান্যাস হয়। অথচ ভোট চুকেবুকে যাওয়ার পরে দেখা যায়, কাজের কোনও অগ্রগতিই ঘটেনি। এক্ষেত্রেও তেমন হবে না তো? ক্লাবের সভাপতি পরেশ হাজরা, সম্পাদক শ্রীধর হাজরা জোর গলায় বলেন,“ কোনমতেই এই প্রকল্প ঝুলে থাকবে না। কারণ আমাদের হাতে দানের চার লক্ষ টাকা তো রয়েইছে। তার উপর রাজ্য সকারের দেওয়া ১৬ লক্ষ টাকার অনুদানও এসে পৌঁছেছে এ দিনই। ফলে দ্রুত ইন্ডোর স্টডিয়ামের কাজ শুরু হয়ে যাবে।” ক্লাবের সদস্য উজ্জ্বল যশের কথায়, “এই স্টেডিয়ামে যাতে রাজ্য স্তরের ভলিবল বা বাস্কেটবল প্রতিযোগিতার আসর বসানো যায়, তার জন্য আমরা ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের দ্বারস্থ হব। ভাতারের মানুষ যে ভাল খেলা যে দেখতে চান তার প্রমাণ, আমাদের উদ্যোগে আয়োজিত আন্তঃ রাজ্য ক্লাব ফুটবলের প্রতিটি ম্যাচে প্রচুর মানুষের উপস্থিতি।” |