বেশ কয়েক দিন ধরেই মাটির তলা থেকে গ্যাস ও আগুন বেরোচ্ছে। এই ঘটনায় আতঙ্কিত সালানপুরের সামডি গ্রামের বাসিন্দারা। মঙ্গলবার স্থানীয় ডাবোর ও রাঙা কোলিয়ারির খনি কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন তাঁরা।
বাসিন্দাদের অভিযোগ, খনি কর্তৃপক্ষ ও প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এ দিন বেশ কয়েকঘণ্টা কয়লা পরিবহণও আটকে দেন তাঁরা। খনি কর্তৃপক্ষের দাবি, এর ফলে বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পাঠানো যায়নি।
এলাকাবাসীদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই ক্রমাগত মাটির তলা থেকে গ্যাস ও আগুন বেরিয়ে আসছে। দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। পরিবেশও দূষিত হচ্ছে। অথচ খনি কর্তৃপক্ষের কোনও হুঁশ নেই। বাধ্য হয়েই এ দিন ডাবোর ও রাঙা কোলিয়ারি কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান বাসিন্দারা। স্থানীয় স্বপন মণ্ডলের অভিযোগ, খনি কর্তৃপক্ষকে বারবার বলেও লাভ না হওয়ায় তাঁদের আন্দোলনে নামতে হয়েছে। পরিবহণ আটকে দেওয়ায় বেশ কিছু কয়লা বোঝাই ডাম্পার খনি চত্বরেই আটকে থাকে।
সালানপুরের বিডিও প্রশান্ত মাইতি বলেন, “বিষয়টি আমি শুনেছি। যুগ্ম বিডিওকে ঘটনাস্থলে পাঠিয়ে সমস্ত দেখেশুনে রিপোর্ট দিতে বলেছি। রিপোর্ট পেলেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেব।” ইসিএল কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পাশাপাশি দাবি করেছেন, আচমকা কয়লা পরিবহণ আটকে দেওয়ায় কয়লা বোঝাই ডাম্পারগুলি বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা নিয়ে যেতে পারেনি। এই অবস্থা চললে রাজ্যের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
|