মানিব্যাগ ধরাল চোরকে
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
ছাদ থেকে ঝাঁপ দিয়ে পালানোর সময় পকেট থেকে পড়ে গিয়েছিল মানিব্যাগ। তাতে রাখা নাম-ঠিকানার কাগজ দেখেই চোর ধরল রানিগঞ্জ থানার পুলিশ। রানিগঞ্জের ইস্ট কলেজপাড়ায় বাড়ি করছেন কপিলদেব পাণ্ডে। এখনও জানলা, ছাদের দরজা বসেনি। তবে পরিবার নিয়ে থাকছেন তিনি। সোমবার রাতে ঘুম ভেঙে জানলা দিয়ে দেখেন, ছাদ থেকে লাফ দিয়ে কেউ পালাচ্ছে। বাইরে বেরিয়েই মেলে মানিব্যাগ। ঘরে আলমারির টাকা-গয়না উধাও। রানিগঞ্জ থানায় অভিযোগ করে মানিব্যাগটি জমা দেন কপিলবাবু। ওই ব্যাগেই মেলে শ্যাম রামানির নাম-ঠিকানা। মঙ্গলবার সন্ধ্যায় সেই ঠিকানায় গিয়ে পাকড়াও করা হয় শ্যামকে। পোড়া কয়লার ফেরি করা শ্যাম কেন চুরি করতে গেল, ধন্দে পড়শিরা। পুলিশের দাবি, জেরায় ধৃত জানিয়েছে, সামনে এক আত্মীয়ের বিয়ে। তাই সে এমন ঘটিয়ে ফেলেছে।
|
বেআইনি ভাবে অটো বিক্রির অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
রাজ্যে অটো রেজিস্ট্রেশন বন্ধ। অথচ ঝাড়খণ্ড থেকে রেজিস্ট্রেশন করিয়ে এনে অটো বিক্রি করার অভিযোগ উঠেছে একটি সংস্থার বিরুদ্ধে। এরই প্রতিবাদে মঙ্গলবার জামুড়িয়ায় নিঘায় ওই সংস্থার দোকানে বিক্ষোভ দেখাল তৃণমূল অনুমোদিত আসানসোল মহকুমা মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কাস ইউনিয়ন। ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজু অহলুওয়ালিয়ার দাবি, বছর পাঁচেক ধরেই এ রাজ্যে অটো রেজিস্ট্রেশন বন্ধ। অথচ নিঘার ওই শোরুম থেকে প্রায় ১৫০০টি অটো বিক্রি করা হয়েছে। ক্রেতাদের শোরুম কর্তৃপক্ষ জানিয়েছিল, ঝাড়খণ্ড থেকে রেজিস্ট্রেশন করানো হলেও আসানসোলে গাড়ি চালানো যাবে। কিন্তু এটা পুরোপুরি অবৈধ। ওই শোরুম কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কেন তাঁরা এই প্রতারণা করেছেন তিনদিনের মধ্যে তার সদুত্তর দিতে না পারলে সরকারি বিধি অমান্য করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। শোরুম কর্তৃপক্ষ জানান, আলোচনার মাধ্যমে বিষয়ি নিস্পত্তি করার চেষ্টা করছেন তাঁরা।
|
লরি আটক
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
অবৈধ কয়লা বোঝাই একটি লরি আটক করল পুলিশ। সোমবার রাতে কুলটির চৌরঙ্গী এলাকা থেকে লরিটি আটক করা হয়। গ্রেফতার করা হয়েছে লরির চালক বীরবল দে’কেও। তবে কয়লা পাচারে জড়িত আরও পাঁচজন লরি থেকে ঝাঁপ মেরে পালিয়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, লরিটিতে ১৭ মেট্রিক টন অবৈধ কয়লা ছিল। পলাতকদের খোঁজে তল্লাশি চলছে।
|
বাইক চুরি, ধৃত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বাইক চুরির অভিযোগে এক দুষ্কৃতীকে ধরেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ধৃতের নাম সামিম আলম। গত ১১ এপ্রিল আসানসোল স্টেশন চত্বর থেকে একটি মোটরবাইক চুরি হয়। সেই ঘটনার তদন্তে নেমেই ওই দুষ্কৃতীকে ধরা হয়েছে।
|
রাজীব স্মরণ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোলে পালিত হল রাজীর গাঁধীর মৃত্যুদিবস। |
যথাযথ মর্যাদায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর মৃত্যুদিন পালিত হল মঙ্গলবার। সকালে বারাবনির পাঁচগাছিয়া এলাকায় রাজীব গাঁধীর মূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধা জানান এলাকার বিশিষ্ট নেতৃবৃন্দ। কুলটি, বার্নপুর, সালানপুর ও আসানসোলেও দিনটি পালিত হয়। |