|
|
|
|
দ্বিতীয় বর্ষপূর্তিতে দিনভর সভা-মিছিল |
মেলার মাঠ ফাঁকা, তার পরেও উন্নয়নের প্রচার |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সরকারিভাবে গত দু’বছরের কাজের ঢাক পেটাতে করা হচ্ছে মেলা। একই সঙ্গে দলও বসে না থেকে নেমে পড়েছে মাঠে। কোথাও সমাবেশ, কোথাও বর্ণাঢ্য মিছিল আবার কোথাও পথসভার মাধ্যমে দ্বিতীয় বর্ষপূর্তিতে সরকারের উন্নয়নের খতিয়ানগুলি তুলে ধরার চেষ্টা হচ্ছে মানুষের কাছে। পঞ্চায়েত নির্বাচনের দামাম বেজে গিয়েছে। তার আগে প্রত্যন্ত এলাকাতে উন্নয়নের প্রচার পৌঁছে দিতে দল বদ্ধপরিকর। সোমবার মেদিনীপুর সদর, কেশপুর, খড়্গপুর, কেশিয়াড়ি-সহ একাধিক ব্লকে এ ভাবে প্রচারকে হাতিয়ার করেই এগোতে চাইছে তৃণমূল। তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি নিমর্ল ঘোষ বলেন, “সরকার গত দু’বছরে প্রচুর উন্নয়নের কাজ করেছে। পদযাত্রা ও সভায় সে কথাই মানুষের কাছে তুলে ধরছি।” |
|
তৃণমূলের মিছিল মেদিনীপুরে। ছবি: রামপ্রসাদ সাউ। |
গত দু’বছরে সরকারের কাজের খতিয়ান নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় মেলার আয়োজন করেছে প্রশাসন। সেখানে বিভিন্ন সরকারি দফতর স্টল দিলেও সেখানে উন্নয়নের কোনও বিবরণ নেই। স্টলগুলির বিশাল পর্দায় শুধু দেখানো হচ্ছে সংশ্লিষ্ট দফতর কী কাজ করে ও কী ভাবে করে। স্টলগুলির ফ্লেক্সে লেখা রয়েছে কোন দফতর থেকে কোন সুবিধা কী ভাবে পাওয়া যাবে। মেলা চত্বরে তেমন ভিড় লক্ষ করা যায়নি। প্রশাসন মেলার আয়োজন করলেও দর্শক আনার ভার ছিল শাসকদলের। গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল নেতা-কর্মীরা তা করে উঠতে পারেনি। এক তৃণমূল নেতার কথায়, প্রশাসন যদি সরাসরি নেতাদের সঙ্গে বৈঠক করে লোক আনার দায়িত্ব দিত তাহলে মেলার মাঠ ফাঁকা থাকত না।”
তবে মেলা ফাঁকা থাকলেও হাল ছাড়তে রাজি নন তৃণমূল নেতৃত্ব। এ বার তাই গ্রামে গ্রামে পদযাত্রা ও পথসভা করে উন্নয়নের কথা প্রচার করছে তারা। সোমবারই কেশপুরের পাঁচখুরিতে জেলা সভাপতি দীনেশ রায়, নির্মল ঘোষ, ইমদাদুল ইসলামরা পদযাত্রা করেন। কেশিয়াড়িতে তৃণমূল ব্লক সভাপতি জগদীশ দাসের নেতৃত্বে পদযাত্রা হয়। আগামী ক’দিন জেলা জুড়েই পদযাত্রা ও সভা করা হবে বলে জানান তৃণমূল নেতৃত্ব।
উন্নয়ন প্রচারের এই কৌশলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। কেশপুরের সিপিএম বিধায়ক রামেশ্বর দোলই বলেন, “গত দু’বছরে শুধু খেলা-মেলা আর উত্সবের মাধ্যমে মানুষের দৃষ্টিকে ঘোরানোর চেষ্টা হচ্ছে। শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য, সন্ত্রাস, অস্থিরতার সত্যিটা ঢাকতে ঢাকঢোল পিটিয়ে উন্নয়নের কথা প্রচার করতে হচ্ছে।” জেলা কংগ্রেস সভাপতি স্বপন দুবে বলেন, “ওদের স্লোগান ছিল ‘বদলা নয়, বদল চাই’। তার পরিবর্তে বদলা নিতে গিয়ে উন্নয়নের কথা ভাবার সময় নই। দু’বছরেই মানুষের মোহভঙ্গ হয়ে গিয়েছে। তাই মেলা করে উন্নয়নের কথা প্রচার করতে হচ্ছে।” |
|
|
|
|
|