টুকরো খবর |
ব্যাঙ্কের ভোটে দ্বন্দ্ব ঠেকানো গেল না
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব থামানো গেল না। ৮টি আসনে মোট ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে তৃণমূল সমর্থিত ৮ জন ও সিপিএম সমর্থিত ৭ জন। সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে পরিষ্কার হয়েছে দু’টি আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে। সিপিএম ছাড়াও লড়াইয়ে রয়েছে তৃণমূলের দুই পক্ষ। এই নির্বাচনে প্রার্থী হয়েছেন সাংসদ শুভেন্দু অধিকারী। তিনিও লড়াইয়ের মুখে পড়তে চলেছেন। মোট ৪৩টি মনোনয়নপত্র তোলা হলেও জমা পড়ে ৩১টি। শনিবার মনোনয়নপত্র পরীক্ষার দিন ৯টি মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। অন্য দিকে, ৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। এর মধ্যে তৃণমূল সমর্থিত তিন জন ও সিপিএম সমর্থিত এক জন রয়েছেন। সোমবার ৩ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এদের মধ্যে ২ জন তৃণমূল ও এক জন সিপিএম সমর্থিত প্রার্থী।
|
রেশনে কারচুপি, উঠল তদন্তের দাবি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সোমবার মেদিনীপুর মহকুমা খাদ্য ও সরবরাহ দফতরে বিক্ষোভ দেখালেন কিছু মানুষ। অভিযুক্ত রেশন ডিলারের নাম পথিক মল্লিক। মেদিনীপুর সদর ব্লকের হাতিহলকাতে তাঁর রেশন দোকান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই রেশন ডিলার গ্রাহক সংখ্যা বেশি দেখিয়ে অতিরিক্ত বরাদ্দ নেন। আরও নানা কারচুপি করেন। কারচুপির নথি সংগ্রহ করে প্রশাসনে অভিযোগ জানানোর পরেও ওই ডিলারের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। তাই সোমবার স্থানীয় বাসিন্দারা মহকুমা খাদ্য নিয়ামকের অফিসে বিক্ষোভ দেখান। স্মারকলিপিও দেওয়া হয়। মহকুমা খাদ্য নিয়ামক (মেদিনীপুর সদর) হরিচাঁদ মুর্মু বলেন, “অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে।”
|
বিক্ষোভ বৈগাদের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে বিক্ষোভ-সভা করল মেদিনীপুর জেলা বৈগা সমাজ। সোমবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে এই সভায় জেলার নানা প্রান্ত থেকে পিছিয়ে পড়া বৈগা সম্প্রদায়ের লোকজন এসেছিলেন। ছিল স্কুলের পড়ুয়ারাও। বৈগা সমাজের পক্ষে ঝাড়েশ্বর রাউত বলেন, “গত ১৩ বছর ধরে আমাদের বঞ্চনা করা হচ্ছে। তফসিলি উপজাতি হিসেবে আমাদের প্রাপ্য অনেক সুযোগ-সুবিধা রয়েছে। কিন্তু তা পাচ্ছি না। আমাদের ছেলেমেয়েরা পড়ার জন্য অনুদান পাচ্ছে না।”
|
ডিলারদের অবরোধ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
খাদ্য সুরক্ষা বিল সংশোধন ও সকলের জন্য খাদ্য-সহ নানা দাবিতে সোমবার জাতীয় সড়ক অবরোধ করল এমআর রেশন ডিলার্স অ্যাসোসিয়েশন। ডেবরার অর্জুনিতে ৬ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়। নেতৃত্বে ছিলেন সংগঠনের জেলা সম্পাদক শেখ ফজলু আলম, সভাপতি শ্রীকান্ত জানা। ছিলেন জেলা তৃণমূলের নেতা বিবেক মুখোপাধ্যায়ও। আধঘণ্টার অবরোধে যানজট হয়। পৌঁছয় পুলিশ। আধঘণ্টা বাদে অবরোধ ওঠে। ডিলারদের সরকারি কর্মী হিসেবে গণ্য করারও দাবি জানিয়েছে এই সংগঠন।
|
|