|
|
|
|
টুকরো খবর |
আরও ১০০ সুলভ শৌচালয় |
বড় রাস্তা, বাজার, বাসস্ট্যান্ড-সহ জনবহুল এলাকায় নিজেদের জমিতে ১০০টি সুলভ শৌচালয় তৈরি করছে রাজ্যের পূর্ত দফতর। খরচ হবে প্রায় সাত কোটি টাকা। পূর্ত ও পরিবেশ মন্ত্রী সুদর্শন ঘোষদস্তিদার সোমবার মহাকরণে বলেন, “মহিলা ও পুরুষদের জন্য রাস্তায় ৩০ কিলোমিটার অন্তর শৌচালয় তৈরির করার ইচ্ছা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর ইচ্ছাকে মর্যাদা দিতেই এই উদ্যোগ।” মন্ত্রী জানান, যত্রতত্র শৌচকর্মের ফলে পরিবেশ দূষণ হয়। দূষণ রুখতে ওই শৌচালয় তৈরির টাকা দিচ্ছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। পুজোর আগেই কয়েকটি শৌচালয় তৈরি হবে বলে মন্ত্রীর আশা। তার রক্ষণাবেক্ষণ করবে পুরসভা, পঞ্চায়েত ও জেলা পরিষদ। প্রয়োজনে সংখ্যা বাড়ানো হবে বলে জানান মন্ত্রী।
|
সর্পদষ্ট হয়ে দু’জনের মৃত্যু |
আরামবাগ মহকুমায় দু’টি পৃথক এলাকায় সর্পদষ্ট হয়ে দু’জনের মৃত্যু হল। সোমবার ভোরে খানাকুলের সেনহাট গ্রামের বাসিন্দা বরুণ পরামানিক (৩২) নিজের বিছানায় ঘুমন্ত অবস্থায় সর্পদষ্ট হন। পুলিশ জানায়, পরিবারের লোকজন তাঁকে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। রবিবার বিকেলে গোঘাটের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা হারাধন মাণ্ডি (২৯) খেতে কাজ করার সময়ে সর্পদষ্ট হন। আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। |
|
|
|
|
|