রাস্তা অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া ও সিঙ্গুর |
রাস্তা অবরোধকে কেন্দ্র করে সোমবার দুপুরে উত্তেজনা ছড়াল উলুবেড়িয়ার খলিসানিতে মুম্বই রোডে। এ দিন খাদ্যসুরক্ষা বিলের বিরুদ্ধে মুম্বই রোড অবরোধের ডাক দিয়েছিল রেশন ডিলারদের সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশন’। অবরোধ শুরু হয় বেলা ১১টায়। কর্মসূচি ছিল এক ঘণ্টার। কিন্তু রাস্তায় যানজট হয়ে যাওয়ার ফলে আধ ঘণ্টা পড়ে পুলিশ আসে। র্যাফ এসে অবরোধ তুলে দেয়। ৫৬ জনকে গ্রেফতার করে পুলিশ। |
খলিসানিতে সুব্রত জানার ছবি। |
সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক খায়রুল আলম বলেন, “দেশজুড়ে আমাদের কর্মসূচি ছিল। পুলিশ বিনা প্ররোচনায় লাঠি চালায়। জোর করে অবরোধ তুলে দেয়।” উলুবেড়িয়ার এসডিপিও শ্যামলকুমার সামন্ত বলেন, “মুম্বই রোড অবরোধ বেআইনি। সেই কারণেই অবরোধ তুলে দেওয়া হয়েছে।” তবে লাঠি চালানোর অভিযোগ স্বীকার করেননি তিনি। হুগলির সিঙ্গুরের ঘনশ্যামপুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অবরোধ করেন রেশন ডিলারেরা।
|
ব্যবসায়ীকে মারধর, অভিযুক্ত তৃণমূল কর্মী
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
দলের মিছিলের জন্য মোটরবাইক চেয়েও না পাওয়ায় এক ব্যবসায়ীকে দলবল নিয়ে মারধরের অভিযোগ উঠল আরামবাগের নৈসরাইয়ের এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। সোমবার সকালে নৈসরাই বাজারের একটি সোনা-রুপোর দোকানের মালিক দেবপ্রসাদ চন্দ্র এ ব্যাপারে ইমরান খান নামে ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। তৃণমূল বিধায়ককেও ঘটনার কথা জানিয়েছেন। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেবপ্রসাদবাবুর অভিযোগ, এ দিন সকাল আটটা নাগাদ দোকান খোলা মাত্র ইমরান আরও পাঁচ জনকে নিয়ে এসে তাঁর মোটরবাইক চেয়ে হুমকি দিতে থাকে। তিনি দিতে রাজি না হওয়ায় তাঁকে চড়-ঘুষি মারে। অভিযোগ অস্বীকার করেছে ইমরান। তাঁর দাবি, “দলের দ্বিতীয় বর্ষপূর্তির জন্য মোটরবাইক মিছিলের কথা ছিল। সেই কারণে ওই ব্যবসায়ীর থেকে মোটরবাইক চেয়েছিলাম ঠিকই। কিন্তু মারধরের ঘটনা ঘটেনি।” আরামবাগের তৃণমূল বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা বলেন, “ঘটনাটি সম্পর্কে খোঁজ নিচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
|
পথ দুর্ঘটনায় মৃত্যু ৩ জনের
নিজস্ব সংবাদদাতা • বলাগড় |
অসম-লিঙ্ক রোডে সোমবার রাত ১০টা নাগাদ বলাগড়ের সোমরায় বনবাণী হলের কাছে দুর্ঘটনায় মৃত্যু তিন জনের। একটি মোটর বাইকে ওই তিন জন কালনার দিকে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে একটি খালি ট্রাক দ্রুতগতিতে এসে ধাক্কা মারে বাইকে। ছিটকে পড়ে তিন জন ঘটনাস্থলেই মারা যান। ট্রাক নিয়ে পালায় চালক। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। অন্য ঘটনায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল যুবকের। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ডায়মন্ড হারবারের চাঁদনগর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মোমরেজ শেখ (২৫)। পুলিশ জানায়, বাড়ির সামনের বিদ্যুতের খুঁটিতে একটি বাল্ব পাল্টানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।
|
ছাত্রাবাসের উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা • খানাকুল |
রবিবার খানাকুলের মাইনান নবারিয়া মিশনের একটি ছাত্রাবাসের উদ্বোধন করলেন রাজ্যের সংখ্যালঘু দফতরের মন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লা। মিশনটির পরিচালন সমিতির সম্পাদক শেখ সাহিদ আকবর জানান, ছাত্রাবাসটিতে ৪০০ ছাত্র থাকতে পারবে। ছাত্রাবাসটি তৈরিতে মোট খরচের ৫০ শতাংশ সাধারণ মানুষের দান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা দফতরের মন্ত্রী রচপাল সিংহ।
|
বাজ পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডুয়া |
খেত থেকে বাড়ি ফেরার পথে বাজ পড়ে মৃত্যু হল এক কিশোরীর। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে পাণ্ডুয়ার জামগ্রাম-মণ্ডলাই পঞ্চায়েতের মণ্ডলাই দক্ষিণপাড়ায়। পুলিশ জানায়, মৃতের নাম সুমিত্রা রায় (১৫)। বিকেল সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে মেয়েটিকে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। |