|
|
|
|
টুকরো খবর |
ইউনিনরের আশা
সংবাদসংস্থা • আমদাবাদ |
এ বছরের শেষেই ব্যবসায় ‘না-লাভ-না-ক্ষতি’র জায়গায় পৌঁছনোর লক্ষ্যমাত্রা অর্জনের ব্যাপারে আশাবাদী ইউনিনর। আজ এখানে সংস্থাটির সিইও যোগেশ মালিক জানান, গুজরাত সার্কেলে তাঁরা ইতিমধ্যেই না-লাভ-না-ক্ষতির জায়গায় পৌঁছে গিয়েছেন। তিনি বলেন, “আশা করছি, এ বছরের শেষে আমরা অন্য সার্কেলেও ওই লক্ষ্যমাত্রা অর্জন করব।” মহারাষ্ট্র, গুজরাত, উত্তরপ্রদেশ (পূর্ব) উত্তরপ্রদেশ (পশ্চিম), বিহার (ঝাড়খণ্ড- সহ) অন্ধ্রপ্রদেশ, এই ছ’টি সার্কেলে এখন পরিষেবা দেয় সংস্থা।
|
ফের বাণিজ্য বন্ধ
সংবাদসংস্থা • ঢাকা |
ফের বন্ধ হয়ে গেল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য। রবিবার বন্দর কর্তৃপক্ষের দেওয়া পরিচয়পত্র ছাড়া বন্দরে ঢোকায় ক্লিয়ারিং এজেন্ট-সহ ৬ জনকে আটক করা হয়েছিল। তার প্রতিবাদে বেনাপোল বন্দর-সহ কাস্টমস হাউসের কর্মীদের এই সিদ্ধান্ত।
|
|
|
|
|
|