দুর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • নলহাটি ও বোলপুর |
পরীক্ষা দিয়ে ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই কলেজ ছাত্রের। সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে, নলহাটি থানার নগড়া মোড়ের কাছে। মৃতেরা হলেন ওই থানার ভদ্রপুরের শুভম প্রামাণিক (২২) ও নবগ্রামের শুভময় মুখোপাধ্যায় (২২)। সোমনাথ পাল নামে আর এক ছাত্র জখম অবস্থায় রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ওই তিন কলেজ ছাত্র একটি মোটরবাইকে করে মুরারই থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন। বাইক চালাচ্ছিলেন শুভময়। নগড়া মোড়ের কাছে একটি ট্রাককে তাঁরা পাশ কাটাতে যায়। সেই সময় উল্টো দিক থেকে আসা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। অন্য দিকে, সোমবার সন্ধ্যায় বোলপুর-নানুর রাস্তায়, লালপুলের কাছে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল প্রশান্ত হাজরা (২০) নামে এক মোটরবাইক আরোহীর। বাড়ি বোলপুর থানার সিংঙ্গিগ্রামে। ট্রাক চালক ও খালাসি পলাতক। এ দিন সন্ধ্যা ৬টা নাগাদ স্থানীয় যুবক প্রশান্ত, পেশায় বোলপুরের একটি মিষ্টি দোকানের কর্মী একটি বাইকে বোলপুর থেকে লালপুলের যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি চার চাকা গাড়িতে ধাক্কা মেরে রাস্তায় ছিঁটকে পড়ে যায় প্রশান্ত। ওই সময়ে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে পিষে দেয়। পুলিশ ট্রাকটিকে আটক করেছে।
|
রাস্তা কাটার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহের গ্রামের বাড়ি যাওয়ার একমাত্র রাস্তাটি সোমবার কে বা কারা কেটে দিয়েছে। ঘটনাটি মুরারই থানার কনকপুর গ্রামের। এলাকাবাসীর ক্ষোভ, রাস্তাটি প্রায় ২০০ বছরের। এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষজন এই রাস্তা দিয়ে ব্লক অফিসে যান। মন্ত্রীর কথায়, “রাস্তাটি দীর্ঘদিনের। আমার গ্রাম কলহপুরে যাওয়ার একমাত্র রাস্তা এটিই। এলাকার বাসিন্দাদের কাছ থেকে খবরটি পেয়েছি। কে বা কারা রাস্তাটি কাটল বুঝতে পারছি না। পুলিশ-প্রশাসনকে দেখতে বলেছি।” খবর পেয়ে এলাকা পুলিশও গিয়েছে। মুরারই ২ ব্লকের বিডিও সম্রাট মণ্ডল বলেন, “খতিয়ে দেখব।”
|
ছ’মাস বিকল টেলিফোন
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
দীর্ঘ ৬ মাস ধরে নলহাটি থানার কলিঠা গ্রামে অবস্থিত দক্ষিণচন্দ্র অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে টেলিফোন বেহাল হয়ে পড়ে রয়েছে। স্বভাবিক ভাবে সমস্যায় পড়েছেন ওই অফিসের কর্মীরা। বিদ্যালয় পরিদর্শক গোলাম কিবরিয়া বলেন, “দীর্ঘদিন ধরে বেহাল থাকার ফলে আমি যেমন কারও সঙ্গে যোগাযোগ করতে পারছি না, তেমনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না কেউই। গুরুত্বপূর্ণ নথিও পাঠাতে পারছি না।” তাঁর দাবি, “বিল বাকি নেই। অথচ টেলিফোন দফতরে জানিয়েও সুরাহা হয়নি।” ওই দফতরের নলহাটির বিভাগীয় বাস্তুকার কৌশিক ভকত বলেন, “এলাকায় একাধিক বার কেব্ল চুরির হয়েছে। নতুন কেব্ল পেলে দ্রুত সংযোগ দেওয়া হবে।”
|
স্কুল ভোটে জিতল সিপিএম
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
কুসুমী উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির ভোটে জিতল সিপিএম। রবিবার নির্বাচন ছিল। ৬টি আসনে সিপিএম এবং তৃণমূল-বিজেপি জোট প্রার্থী দিয়েছিল। কংগ্রেস ৩টি আসনে প্রার্থী দিয়েছিল। সব আসনে জয়ী হন সিপিএম মনোনিত প্রার্থীরা। |