বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে সম্প্রতি বাঁকুড়া জেলা সংস্কৃতি সংসদ প্রদত্ত ‘রামানন্দ’ পুরস্কারে সম্মানিত হলেন প্রয়াত সাংবাদিক বরুণ সেনগুপ্ত (মরণোত্তর)। ‘যদুভট্ট’ পুরস্কার পেলেন পণ্ডিত সুজিত গঙ্গোপাধ্যায়। একই মঞ্চে ‘সোপান’ সাহিত্য পত্রিকার ৪০ বর্ষ পূর্তিতে গদ্য সাহিত্যের জন্য সম্মানিত করা হল জয়ন্ত দে ও মালবিকা নন্দীকে। সম্মান জানানো হয় কবি জয়ন্ত চট্টোপাধ্যায় ও সমিত চক্রবর্তী এবং সম্পাদনা কর্মের জন্য জাহিরুল হাসান, দীপেন ঢ্যাং ও ত্রিলোচন ভট্টাচার্যকে। উপস্থিত ছিলেন রাজ্যের শিশু কল্যাণ মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সাহিত্যিক ভগীরথ মিশ্র ও বাঁকুড়ার অতিরিক্ত জেলা শাসক সুশান্ত চক্রবর্তী।
|
পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিবস পালিত হল। এই উপলক্ষ্যে সম্প্রতি বিষ্ণুপুর ব্লকের বালিগুমা গ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিভিন্ন আদিবাসী লোকনৃত্য, লোকগানের সঙ্গে তির নিক্ষেপ ও ক্যুইজ প্রতিযোগিতা হয়। |