স্কুল পরিচালন কমিটির সঙ্গে সহযোগিতা করেন না, স্কুলের নানা উন্নয়নমূলক কাজকর্মে পরিচালন কমিটিকে গুরুত্ব দেন না তিনি। এই অভিযোগে প্রধান শিক্ষককে প্রায় তিন ঘণ্টা ঘেরাও করে রাখলেন পরিচালন কমিটির সদস্য ও অভিভাবকদের একাংশ। শনিবার ঘটনাটি ঘটে নলহাটি থানার মেহেগ্রাম হাইস্কুলে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং প্রধান শিক্ষককে উদ্ধার করে। এর জেরে পঠনপাঠন ব্যাহত হয়। কংগ্রেস পরিচালিত পরিচালন কমিটির সম্পাদক পার্থ লেটের অভিযোগ, “স্কুলে বসে প্রধান শিক্ষক রাজনীতি করছেন। স্কুলের উন্নয়নমূলক কাজকর্মে তিনি পরিচালন কমিটিকে গুরুত্ব দেন না। ছাত্রছাত্রীদের নানা রকম ভাবে হয়রান করেন। আদিবাসী ও তফসিলি পড়ুয়াদের হস্টেল বন্ধ করে দিয়েছেন। এতেই ক্ষুব্ধ হয়ে অভিভাবকদের একাংশ তাঁকে ঘেরাও করে রাখেন।” প্রধান শিক্ষক বিধানচন্দ্র সাহা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পাল্টা দাবি, “অভিযোগ ঠিক নয়। বরং পরিচালন কমিটি নানা উন্নয়নমূলক কাজে বাধা দিচ্ছে।” হস্টেল বন্ধ হওয়া প্রসঙ্গে বিধানবাবু বলেন, “স্কুলের নতুন পরিচালন কমিটি হস্টেল যাঁরা দেখভাল করত তাঁদের বাদ দিয়ে নতুন লোক নিয়োগ করে। তাঁরা ঠিক মতো পরিচালনা করতে পারেনি। এতেই সমস্যা দেখা দেয়। তাই আবাসিক পড়ুয়ারা এখান থেকে অন্যত্র চলে গিয়েছে।”
|
রাস্তা সংস্কারকে নিম্ন মানের কাজের অভিযোগ উঠল রামপুরহাট থানার নারায়ণপুর গ্রামে। শনিবার দুপুরে গ্রামবাসীদের একাংশ হাটতলায় কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। পূর্ত দফতরের রামপুরহাট মহকুমা সহকারী বাস্তুকার প্রিয়ঙ্কর মাজি বলেন, “কেন্দ্রীয় সরকারের টাকায় রামপুরহাট থানার বড়পাহাড়ি থেকে নারায়ণপুর পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তা সংস্কার হচ্ছে। কাজ দেখভালও করা হচ্ছে। কোথাও ভুল হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”
|
বোমা ফেটে জখম হল চারজন যুবক। রামপুরহাটের কামাখ্যা গ্রামের ঘটনা। তাঁদের মধ্যে এক জনকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় বাউড়ি পাড়ায় একটি পুকুরপাড়ে চারজন যুবক একটি বোমা নিয়ে কাড়াকাড়ি করছিল। আচমকা ফেটে যায়। পুলিশ তদন্ত শুরু করেছে।
|
মা’কে মারধর ও দিনের পর দিন না খেতে দেওয়ার অভিযোগ উঠল ছেলে ও বউমার বিরুদ্ধে। শান্তিনিকেতন তদন্তকেন্দ্রে রবিবার লিখিত অভিযোগ জানিয়েছেন শান্তিনিকেতনের শ্যামবাটীর বাসিন্দা, বৃদ্ধা উমা ভট্টাচার্য। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ছেলে রাজকুমার ভট্টাচার্য ও বউমা আরতি ভট্টাচার্যকে বাড়িতে পাওয়া যাইনি।
|
গাছ থেকে পড়ে মৃত্যু হল রাজু শেখ (১২) নামে এক কিশোরের। রামপুরহাট ২ নম্বর ওয়ার্ডে তার বাড়ি। জখম অবস্থায় শনিবার তাকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বিকেলে তার মৃত্যু হয়।
|
মালদহ থেকে দুর্গাপুরগামী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি ধাক্কায় বেশ কয়েকজন যাত্রী জখম হয়েছেন। রবিবার বেলা ১১টা নাগাদ ইলামবাজার থানা এলাকার শুনবুনি বাসস্ট্যান্ডের কাছে দুর্ঘটনাটি ঘটে। এর জেরে ওই রাস্তায় কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। |