শেষ রক্ষা হয়নি। তবু ঘরের মেয়ের কৃতিত্বে গর্বিত বেগুনবাড়ি দত্তপাড়া। বেলডাঙা আমতলা রাজ্য সড়কের উপর বেগুনবাড়ি মোড় থেকে দু’কিলোমিটার এগোলেই বেগুনবাড়ি দত্তপাড়া। গ্রামের ঢালাই দেওয়া পথ ধরে এগোতেই রাস্তার পাশে মনিদীপা দত্তের বাড়ি। এই মণিদীপাই ৩১ মার্চ কলকাতা থেকে তার জামাইবাবু, শ্যামপুকুর থানার ওসি উজ্জ্বল রায়ের সঙ্গে এভারেস্টের উদ্দেশে রওনা হন। উজ্জ্বলবাবু এভারেস্টে উঠলেও মণিদীপা পৌছতে পারলেন না এভারেস্টের চূড়ায়। তাঁর দিদি জাহ্নবী রায়ের কথায়, “শনিবার ১৫০ মিটার রাস্তা ও পার হতে পারেনি। ৮০০০ মিটারের উপরে হঠাত্ অক্সিজেনের সমস্যা হয়। এতে ও কিছুটা ক্লান্ত হয়ে পড়ে। তার ফলেই আর ওঠা সম্ভব হয়নি। তবে কয়েক সপ্তাহের মধ্যেই ওরা ফিরে আসবে বলে জেনেছি।” বেলডাঙার বাড়িতে মা অঞ্জলি দত্ত বলেন, “গত দেড় মাস মেয়ে ও জামাইয়ের চিন্তায় আমাদের দু’চোখ এক হয়নি। ওরা যে সুস্থ ভাবে ফিরে আসছে, এটা ভেবেই ভাল লাগছে।”
|
বিদ্যুতের ট্রান্সপর্ণার বিকল হয়ে যাওয়ায় এলাকার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চল গত বুধবার থেকে বিদ্যুত্হীন। ওই এলাকাতেই রয়েছে বেলডাঙা রেল স্টেশন। তাই সন্ধ্যার পর সমস্যায় পড়ছেন যাত্রীরাও। সারা এলাকা অন্ধকারে ডুবে রয়েছে। একটানা লোডশেডিংয়ের ফলে সমস্যা হয়েছে পানীয় জল সরবরাহেও। বেলডাঙা বিদ্যুত্ সরবরাহ দফতরের স্টেশন সুপারিনটেন্ডেন্ট অশ্বিনী কুমার বলেন, “ট্রান্সফর্মার বিকল হওয়ায় এই সমস্যা। বিদ্যুতের অতিরিক্ত চাহিদার সময় ট্রান্সফর্মার যোগান কম। সোম-মঙ্গলবারের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।”ধৃত সরকারি আধিকারিক। সরকারি অতিথিশালায় অসামাজিক কাজে অভিযুক্ত হয়ে গ্রেফতার হলেন এক সরকারি কর্মী। জলঙ্গির পদ্মা ভবনে দুই মহিলা-সহ ব্লকের সহকারী বাস্তুকার ত্রিদিব গোস্বামী ও ওই অতিথিশালার ম্যানেজার আবু হোসেন সরকারকে গ্রেফতার করে জলঙ্গি থানার পুলিশ।
|
খুনের মামলা থেকে বেকসুর খালাস পাওয়ার পর জেলের সামনে থেকে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠল আইসি-র বিরুদ্ধে। মুরুটিয়ার দিঘলকান্দি গ্রামের ওই ব্যক্তির নাম মিনহাজ খান। তাঁর স্ত্রী সাজিনা বিবি শনিবার জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, “আমার স্বামী আইসি-র সোর্স ছিলেন। তাই নিয়ে দু’ জনে বিবাদ ছিল। সেই রাগে গত ১৬ মে জেল গেটের সামনে থেকে আমার স্বামীকে আইসি সত্যরঞ্জন চাকি তুলে নিয়ে গিয়েছে। তারপর থেকে স্বামীর কোনও খোঁজ নেই।” যদিও সত্যরঞ্জনবাবু বলেন, “অভিযোগ মিথ্যা।” পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
|
লরির ধাক্কায় মারা গেল হল কামিন শেখ (৫) এক শিশু। রবিবার রেজিনগরের ছেতিয়ানির ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। |