ছাগলের টোপ দিয়ে খাঁচাবন্দি করা হয়েছে একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘকে। শনিবার রাতে শামুকতলা থানার কার্তিক চা বাগানে চিতাবাঘটি খাঁচাবন্দি করে বন দফতর। সম্প্রতি কার্তিক ও রায়ডাক, পাশাপাশি এই দুই চা বাগানে চিতাবাঘের হামলার একাধিক ঘটনা ঘটে বলে চা শ্রমিকদের অভিযোগ। অন্তত ৮ জন চা শ্রমিক চিতাবাঘের হামলায় জখমের ঘটনা ঘটেছিল বলে জানা গিয়েছে। এর পরেই গত শনিবার সন্ধ্যায় কার্তিক চা বাগানে খাঁচা রেখে তার সামনে একটি ছাগল বেঁধে রাখে বন দফতর। রবিবার সকালে খাঁচাবন্দি অবস্থায় চিতাবাঘটিকে দেখা যায়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপ ক্ষেত্র অধিকর্তা ভাস্কর জেভি বলেন, “গত কয়েকদিন ধরে রায়ডাক ও কার্তিক চা বাগানে চিতা বাঘের হানার ঘটনার অভিযোগ আসতে থাকায়, বাগানে খাঁচা পাতা হয়েছিল। এর আগেও দুটি চিতাবাঘকে ধরে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার রাতে আরও একটি চিতাকে খাঁচাবন্দি করা সম্ভব হয়েছে।” বন দফতর সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে ধরা পড়া চিতাবাঘটিকেও ময়নাবাড়ি জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বন দফতর সূত্রে জানানো হয়েছে, গত দু’সপ্তাহে তিনটি চিতাবাঘকে খাঁচায় বন্দি করা গিয়েছে। কার্তিক চা বাগানেই সবকটি ঘটনা ঘটেছে।
|
কাজিরাঙার জঙ্গলে দু’জন চোরাশিকারিকে ধরলেন বনকর্মীরা। পুলিশ জানায়, চোরাশিকারিদের গতিবিধির খবর পেয়ে বহিখোয়া গ্রামে হানা দেন বনকর্মীরা। ধরা পড়ে যায় নরেন দোলে এবং বিমল পেগু। তাদের কাছে একটি রাইফেল ও ‘সাইলেন্সার’ পাওয়া গিয়েছে। |