বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শ্রমিকের, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বাঁশবেড়িয়া |
জুটমিলের যন্ত্র চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে হুগলির বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস জুটমিলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নুর আলম (৩০)। তিনি বছর আটেক ধরে ওই জুটমিলের তাঁত বিভাগে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছিলেন। পুলিশ ও মিল সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ১০টা নাগাদ দুর্ঘটনার পরে গুরুতর জখম অবস্থায় মিল কর্তৃপক্ষ নুর আলমকে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরেই নুরের সহকর্মীরা কাজ বন্ধ করে দেন। মৃতের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করেন। কর্তৃপক্ষ দাবি পূরণের আশ্বাস দিলেও সন্ধ্যায় ময়না-তদন্তের পরে দেহ এলে বিক্ষোভ শুরু হয়। শ্রমিকেরা এ বার ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি তোলেন। রাত পর্যন্ত দেহ আটকে বিক্ষোভ চলে। ঘটনাস্থলে পুলিশ আসে। আলোচনা চলছে।
|
শিশু পাচারে গ্রেফতার তিন
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
শিশুকে নিয়ে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করায় গ্রেফতার হলেন তিন জন। শনিবার সন্ধ্যায় আরামবাগের গৌরহাটি মোড়ে সদ্যোজাতকে নিয়ে এক প্রৌঢ়া ঘোরাফেরা করায় সন্দেহ হয় স্থানীয় ব্যবসায়ীদের। ঘটনাস্থলে চলে আসেন এক দম্পতি। তাদের কথাবার্তায় সন্দেহ হওয়ায় তিনজনকেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানায়, ধৃতদের নাম জরিনা বিবি, সহদেব ধাড়া ও এবং সুন্দরী ধাড়া। জেরায় শিশু পাচারের কথা স্বীকার করেছে জরিনা। শিশুটিকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। রবিবার ধৃতদের আরামবাগ আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
|
বজ্রাঘাতে মৃত্যু, ক্ষয়ক্ষতি
নিজস্ব সংবাদদাতা • খানাকুল |
বজ্রাঘাতে মৃত্যু হল তিন জনের। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে খানাকুলের পাতুল গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম শেখ জয়নাল আবেদিন (৫৮), শেখ আবু আবদুল্লা (১৬) এবং শেখ মহম্মদ হিদয়াতুল্লা (১৪)। বাড়ি পাতুল গ্রামেই। রবিবার ভোরে স্থানীয় কাঁটাপুকুর গ্রাম সংলগ্ন রাস্তার ধারে পড়ে থাকা ওই দেহগুলি উদ্ধার করে পুলিশ। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অন্যদিকে, শনিবার রাতের ঝড়ে আরামবাগ মহকুমার খানাকুল, গোঘাট, পুরশুড়ার কয়েকটি জায়গায় ক্ষয়ক্ষতি হয়। রবিবার হুগলির ধনেখালিতে ঝড়বৃষ্টির কারণে তৃণমূলের জনসভা কিছুক্ষণ চলার পর পণ্ড হয়ে যায়।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুদীপ রুইদাস (৬০)। বাড়ি উলুবেড়িয়ার জোয়ারগড়িতে। শনিবার সকালে উলুবেড়িয়া শ্রীরামপুর মোড়ের কাছে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মারলে তিনি ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
|
খেলার সময় বোতলবোমা ফেটে গুরুতর জখম হল দু’টি বালক। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে হুগলির রিষড়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৈত্রিপথে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম শোয়েব আখতার এবং শা ফৈয়জ। শোয়েব রিষড়া অঞ্জুমান হাইস্কুলের ছাত্র। অপর জন রিষড়া স্বতন্ত্র হিন্দী হাইস্কুলে পড়ে। দু’জনকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। |