সল্টলেকে পুড়ে মৃত্যু তরুণীর
নিজস্ব সংবাদদাতা |
এক প্রাক্তন পুলিশকর্তার মেয়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল সল্টলেকের ডিএল ব্লকে। মৃতার নাম কোয়েল রায় (৩৫)। শনিবার গভীর রাতে সল্টলেকের এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ওই তরুণীর পাঁচ বছরের একটি সন্তান আছে। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় ডিএল ব্লকের বাসিন্দা, প্রাক্তন পুলিশকর্তা নীতেশরঞ্জন রায় তাঁর নাতিকে নিয়ে বাজারে গিয়েছিলেন। বাড়িতে ছিলেন মেয়ে কোয়েল। বাড়ি ফিরে নীতেশবাবু দেখেন, জানলা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তিনি প্রতিবেশীদের ডাকেন। ঘরে ঢুকে দেখা যায়, রান্নাঘরে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছেন কোয়েল। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গভীর রাতে তিনি মারা যান। হাসপাতাল সূত্রে খবর, ওই তরুণীর শরীরের বেশির ভাগ অংশই পুড়ে গিয়েছিল। পুলিশ জানায়, কোয়েলের স্বামী কর্মসূত্রে বাইরে রয়েছেন। এই ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। প্রত্যক্ষদর্শীদের একাংশ পুলিশকে জানিয়েছেন, তাঁরা যখন ঘরে ঢুকেছিলেন, তখনও ওই তরুণীর শরীর জ্বলছিল। ঘরের দরজা ছিল খোলা। কী ভাবে তরুণীর শরীরে আগুন লাগল, না তিনি নিজে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রশ্ন উঠেছে, যিনি আত্মহত্যা করবেন, তিনি ঘরের দরজা খোলা রাখবেন কেন? পুলিশ ওই তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে। সূত্রের খবর, নীতেশবাবু পুলিশকে জানান, ঘটনার আগে তাঁর মেয়ের অস্বাভাবিক আচরণ তিনি লক্ষ করেননি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। |
সারদা-কাণ্ডের পরে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অশোক মিত্রের প্রকাশ্য বক্তৃতার প্রথম অবসর মিলতে পারে বুধবার। যাদবপুরের ইন্দুমতী প্রেক্ষাগৃহে ২২ মে ‘সঙ্কটগ্রস্ত ধনবাদ, বিধ্বস্ত মানবতা ও বামপন্থার ভবিষ্যৎ’ শীর্ষক একটি আলোচনাচক্রে মূল বক্তা অশোকবাবুই। বাকি বক্তারা হলেন আরএসপি-রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামী, সিপিআইয়ের নৃপেন বন্দ্যোপাধ্যায় এবং সিপিআই (এম-এল)-এর অরিন্দম সেন। উদ্যোক্তাদের অশোকবাবু জানিয়েছেন, তাঁর শরীর অপেক্ষাকৃত সুস্থ থাকলে তিনি ওই দিন বক্তৃতা করতে চান। প্রসঙ্গত, বেআইনি অর্থ লগ্নি সংস্থার প্রকোপ নিয়ন্ত্রণে বাম জমানার প্রথম অর্থমন্ত্রী হিসাবে অশোকবাবুর বিশেষ ভূমিকা ছিল। সারদা-কাণ্ডের পরে এখনও পর্যন্ত কোনও প্রকাশ্য মঞ্চে তাঁর বক্তব্য শোনা যায়নি। |