আগুনে ছাই হয়ে গেল নিউ টাউনের আটঘরা এলাকার পূর্বপাড়ার একটি বস্তি। ঘটনাটি ঘটেছে রবিবার বেলা ১২টা নাগাদ। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। দমকল জানিয়েছে, প্রায় ২৫০টি ঝুপড়ি পুড়ে গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন বস্তির পূর্ব দিকের কয়েকটি ঘরে হঠাৎই আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে সারা বস্তিতে। বাসিন্দারা কোনওরকমে বাইরে বেরিয়ে আসেন। ততক্ষণে কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে এলাকা। বাসিন্দারা জানান, আগুনের শিখা এতই তীব্র ছিল যে আশপাশের পাকা বাড়িতেও তা ছড়িয়ে পড়তে পারত। এমনকী, বৈদ্যুতিক লাইনেও আগুন ধরে যাওয়ার সম্ভাবনা ছিল। |
আগুনের সঙ্গে লড়াই। রবিবার, নিউ টাউনের আটঘরায়। ছবি: শৌভিক দে |
স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। কিন্তু পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাচ্ছে দেখে দমকলে খবর দেওয়া হয়। চারটি ইঞ্জিন আসে। তবে এলাকায় রাস্তা তৈরি হওয়ার কারণে দমকলের ঢুকতে প্রথমে একটু অসুবিধা হয়। এক বাসিন্দা সাবির আলির অভিযোগ, “দমকল এলেও তারা যান্ত্রিক গোলযোগের কারণে জল দিতে পারছিল না।” প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে। বস্তির এক বাসিন্দা মহম্মদ আলাদিন বলেন, “কাজে বেরিয়েছিলাম। এক জন এসে বলল বস্তিতে আগুন লেগেছে। ছুটে এসে দেখি, ঘর দাউদাউ করে জ্বলছে। টাকাপয়সা, জিনিসপত্র কিছুই বাঁচাতে পারলাম না।”
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় বিধায়ক সব্যসাচী দত্ত এবং রাজারহাট-গোপালপুর পুরসভার চেয়ারম্যান তাপস চট্টোপাধ্যায়। সব্যসাচীবাবু ও তাপসবাবু দু’জনেই পুড়ে যাওয়া বস্তির বাসিন্দাদের ত্রিপল ও খাবার দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন। দমকলের আধিকারিকেরা জানিয়েছেন, কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্য দিকে, এ দিনই সকালে বৌবাজার থানা এলাকার বিপিনবিহারী গাঙ্গুলি স্ট্রিটে একটি ক্যুরিয়ার সার্ভিসের দোকানে আগুন লাগে। দমকলের দু’টি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভায়। দোকানটি বন্ধ থাকায় কেউ হতাহত হননি। দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে। |