বিমা সার্টিফিকেট ডি-ম্যাটে রাখার পক্ষে আইআরডিএ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কাগজবিহীন ডিপজিটরিতে (ডি-ম্যাট) শেয়ার রাখার ব্যবস্থা অনেক আগেই চালু করেছে সেবি। এ বার ডি-ম্যাট ব্যবস্থায় বিমা সার্টিফিকেট রাখার কথা ভাবছে বিমা নিয়ন্ত্রক আইআরডিএ। সম্প্রতি বেঙ্গল চেম্বার আয়োজিত বিমা নিয়ে এক সভায় এ কথা জানান আইআরডিএ-র জীবন বিমা বিভাগের সদস্য সুধীন রায়চৌধুরী। জীবন বিমা নিগমের এমডি সুশোভন সরকার জানান, চলতি অর্থবর্ষে জীবন বিমা নিগমের নতুন ব্যবসা ১৫% বাড়বে বলে তিনি আশা করছেন। গত বার নতুন ব্যবসা বৃদ্ধির হার ছিল শূন্যের নীচে। ডি-ম্যাট ব্যবস্থায় বিমার সার্টিফিকেট রাখার জন্য নতুন একটি সংস্থা গড়ে তোলার কথা আইআরডিএ ভাবছে বলে জানান সুধীনবাবু। তবে এখনই বিষয়টি বাধ্যতামূলক ভাবে চালু করার ইচ্ছা তাঁদের নেই। যে সব পলিসিহোল্ডার স্বেচ্ছায় চাইবেন, তাঁদেরই এ ভাবে সার্টিফিকেট রাখার সুযোগ দেওয়া হবে। বিমা ব্যবসা নিয়ে একটি সমীক্ষা প্রকাশ করেছে কেপিএমজি। কেপিএমজি অ্যাডভাইজরি সার্ভিসেসের পার্টনার শাশ্বত শর্মা বলেন, “জীবন বিমা সংস্থাগুলির মূলধন বৃদ্ধির প্রয়োজন আছে। পলিসি নবীকরণের হার বাড়ানোর দিকেও নজর দিতে হবে। বর্তমানে পলিসি কেনার প্রথম বছরের পর প্রায় ৩০% গ্রাহক পরের বছর থেকে আর তা নবী -করণ করান না। এর অন্যতম কারণ সঠিক প্রকল্প গ্রাহকের কাছে বিক্রি না-করা।”
|
মুকেশ অম্বানীর নিরাপত্তা নিয়ে আর্জি সিআরপি-র
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
মুকেশ অম্বানীকে পুরোদস্তুর নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কয়েকটি সমস্যার কথা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিল সিআরপি। কিছু বিষয়ে স্থানীয় সহযোগিতা না পেলে মুকেশের নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে সমস্যা হবে বলে জানিয়েছে তারা। সম্প্রতি মুকেশের নিরাপত্তা প্রয়োজন বলে জানান কেন্দ্রীয় গোয়েন্দারা। তার পরে সিআরপিকে এই দায়িত্ব দেয় কেন্দ্র। ২৮ জন কম্যান্ডোকে মুকেশের নিরাপত্তার কাজে লাগায় সিআরপি। স্বরাষ্ট্র মন্ত্রককে লেখা চিঠিতে সিআরপি জানায়, তাদের কম্যান্ডোরা অন্য রাজ্যের মানুষ। তাঁদের পক্ষে মুম্বইয়ে হামলা হলে পালানোর রাস্তা বা স্থানীয় গোয়েন্দা-তথ্য জানা সম্ভব নয়। এই বিষয়ে তাঁদের সাহায্য করতে রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিতে স্বরাষ্ট্র মন্ত্রককে অনুরোধ করেছে সিআরপি। অন্য যে সব ভিআইপিকে সম্প্রতি জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তাঁদের ক্ষেত্রেও সংশ্লিষ্ট রাজ্যগুলিকে এই নির্দেশ দিতে অনুরোধ করেছে সিআরপি।
|
শহর থেকে উড়ান বাড়াচ্ছে ড্রাগন এয়ার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতা থেকে উড়ান বাড়ানোর সিদ্ধান্ত নিল ড্রাগন এয়ার। এখন সপ্তাহে চারটি উড়ান যাতায়াত করে কলকাতা-হংকং রুটে। সংস্থা জানিয়েছে, এ বছরের অক্টোবর থেকেই উড়ান সংখ্যা বাড়িয়ে ৫টি করা হচ্ছে। সংস্থার দাবি, ২০১২ সালের নভেম্বরে কলকাতা-হংকং রুটে উড়ান চালু হওয়ার পরে ড্রাগন আশানুরূপ যাত্রী পেয়েছে। শুধু হংকংয়ে বেড়াতে যাওয়া নয়, সেখান থেকে অন্য দেশে যাওয়ার জন্যও যাত্রীরা ড্রাগন এয়ারের উড়ান ব্যবহার করছেন।
|
এ বার বাড়ির নিরাপত্তা জোরদার করতে মোবাইল ফোনকে কাজে লাগাচ্ছে গোদরেজ সিকিউরিটিজ। চোর এলে, আগুন লাগলে, বা কোনও বিপদের আঁচ পেলেই বিপদঘণ্টির মাধ্যমে এস এম এস চলে আসবে আটটি নির্দিষ্ট নথিভুক্ত ফোন নম্বরে। এই নয়া পণ্য নিয়ে গৃহ নিরাপত্তার বাজারে ব্যবসা বাড়াতে নামছে গোদরেজ। সংস্থা-কর্তা মেহেরোশ পিঠাওয়ালা জানান, এখন মোট ব্যবসার ২০% গৃহ নিরাপত্তা ব্যবসা থেকে আসে। চলতি অর্থবর্ষে তা প্রায় দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা রেখেছে সংস্থা।
|
বছর কয়েক আগে আইসক্রিম নিয়ে এ রাজ্যে পা রেখেছিল ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের সংস্থা মাদার ডেয়ারি। এ বার কলকাতার ক্রেতাদের কাছে আরও বেশি দুগ্ধজাত পণ্যের পসরা নিয়ে এসেছে তারা। সেই তালিকায় রয়েছে টক দই, মিষ্টি দই, লস্যি, পনির, মাখন, ফ্রোজেন ইয়োগাট, চিজ। আগামী তিন বছরে পূর্বাঞ্চল থেকে ১০০ কোটি টাকার ব্যবসার লক্ষ্যমাত্রা রয়েছে সংস্থাটির।
|
দেশের বাজারে স্মার্ট ফোনের সম্ভার আনল চিনা মোবাইল নির্মাতা জিওনি। অ্যান্ড্রয়েড প্রযুক্তি চালিত ‘জি-প্যাড জি১’ ফোনটিতে রয়েছে ৮ মেগা পিক্সেল ক্যামেরা। রাখা যাবে ৩২ জিবি পর্যন্ত তথ্য। সাধারণ মোবাইল এবং অন্যান্য মডেলের স্মার্ট ফোনও এনেছে তারা।
|
রাঘবেন্দ্র গুপ্ত চলতি অর্থবর্ষের জন্য ইন্ডিয়ান জুট মিল্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। |