শিল্পাঞ্চলের প্রাক্তন ফুটবলার দেবব্রত সরকারের সম্মানার্থে এক সাংস্কৃতিক সান্ধ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় আসানসোলের রবীন্দ্রভবনে। সঙ্গীতে অংশ নেন শিল্পাঞ্চলের তরুণ তিন শিল্পী ঐন্দ্রিলা দাস, কৌস্তভ দাস ও গৌরভ সরকার। অনুষ্ঠানের শেষে আয়োজকদের পক্ষ থেকে ২৫ হাজার টাকার আর্থিক পুরস্কারও দেওয়া হফুটবলারকে সম্মাননা দেওয়া হয়। ইস্কোর ফুটবল দল বার্নপুর ইউনাইটেড ক্লাবের তরফেও পাঁচ হাজার টাকার আর্থিক সম্মাননা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এদিনের অনুষ্ঠান শ্রোতা দর্শকদের আনন্দ দিয়েছে। শিল্পাঞ্চল তথা ইস্টবেঙ্গলের প্রাক্তন প্রতিভাবান ফুটবল খেলোয়ার বিশ্বজিৎ দাস জানান, একসময় শিল্পাঞ্চলের খেলায় যেসব খেলোয়াড় উল্লেখযোগ্য কৃতিত্ব দেখিয়েছেন ভবিষ্যতে তাঁদেরও সম্মানিত করবেন তাঁরা।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনুর্ধ্ব ১৭ ক্রিকেটে লিগ চ্যাম্পিয়ন হল দুর্গাপুর ক্রিকেট ক্লাব। রবিবার এমএএমসি মাঠে তারা রূপালী শিবিরকে ৫৪ রানে হারায়। প্রথমে ব্যাট করে দুর্গাপুর ১৫৪ রান করে। ১০০ রানে শেষ হয়ে যায় রূপালী।
|
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ৮ নম্বর বস্তি নিউটাউন বড়দিঘারী। তারা আসাননসোল স্টেডিয়ামে হিমাংশু ফোজদার কাবাডি সিসিকে ৪৬-১১ পয়েন্টে হারায়।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ ক্রিকেটে লিগ চ্যাম্পিয়ন হল ক্লাব ঐক্যতান, উখড়া। রবিবার দুর্গাপুরের এমএএমসি মাঠে তারা শ্রমিকনগর স্পোর্টিংকে ২ রানে হারায়। প্রথমে ঐক্যতান ৩ উইকেটে ৭২ রান করে। ৭০ রানে শেষ হয়ে যায় শ্রমিকনগর। |