মাত্র ১০ মিনিটের ঝড়ে তছনছ হয়ে গেল রাজ্য সরকারের দু’বছরের পূর্তিতে আয়োজিত বালুরঘাটের সরকারি মেলা। শুক্রবার রাত আড়াইটা নাগাদ দক্ষিণ দিনাজপুরে প্রবল ঝড়বৃষ্টি হয়। ঝড়ে তপন, হিলি ও বালুরঘাট ব্লকের একাংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বালুরঘাটের মেলা প্রাঙ্গণের ৩৮টি সরকারি স্টল ভেঙে গিয়েছে। |
ভেঙে পড়েছে মঞ্চ।—নিজস্ব চিত্র। |
সরকারের দু’বছর পূর্তিতে বালুরঘাটের হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সাফল্য মেলা প্রাঙ্গণের স্টল ভেঙে পড়ার পাশাপাশি হেলে গিয়েছে মূল মঞ্চটিও। মেলাটি ২১ মে অবধি চলবে। তাই ঝড়ের পর রবীন্দ্রভবন মঞ্চে রাজ্য সরকারটি অনুষ্ঠানটি করা হবে প্রশাসনিক সূত্রের খবর, ওই তিনটি ব্লকের শতাধিক মাটির বাড়ি ভেঙে গিয়েছে। টিনের চাল উড়ে যাওয়া ছাড়াও বড় গাছ ভেঙে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে। রাত থেকে শনিবার বেলা অবধি নিষ্প্রদীপ ছিল বালুরঘাটের বিস্তীর্ণ এলাকা। এতে পানীয় জল সরবরাহও বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন অনেকে। পার পতিরাম এলাকায় মাটির দেওয়াল চাপা পড়ে এক ব্যক্তি গুরুতর জখম হন।অতিরিক্ত জেলাশাসক তাপস বাগচী বলেন, “তিনটি ব্লকে অন্তত ৮০টি কাঁচা বাড়ি বিধ্বস্ত হয়েছে। ত্রিপল-সহ ত্রাণ সামগ্রী বিলি করে বিডিওদের চূড়ান্ত ক্ষয়ক্ষতির রিপোর্ট পাঠাতে বলা হয়েছে।” |