টুকরো খবর
অত্যাচার হোমে, ধৃত
শিলিগুড়ির একটি বেসরকারি হোমে মানসিক ভাবে অসুস্থ এক তরুণীর উপরে অত্যাচার চালানোর অভিযোগে দুই হোমকর্মীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার দুপুরে প্রধাননগরের বাঘা যতীন কলোনি রোড থেকে গ্রেফতার হওয়া ওই কর্মীরা হলেন, অসীম সামন্ত ও জিতেন রায়। পুলিশের দাবি, ঘটনায় প্রধান অভিযুক্ত, হোমের পরিচালক বাপ্পাদিত্য ঘোষ ও তাঁর স্ত্রী স্বর্ণালী ঘোষ পলাতক। দার্জিলিংয়ের জেলাশাসক সৌমিত্র মোহন বলেন, “হোমগুলিতে প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত নজরদারি চালানো হয়। তার পরেও ওই হোমে কেমন করে এমন ঘটনা ঘটল তা নিয়ে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

মদন তামাং খুনে জামিন ৪ অভিযুক্তের
মদন তামাং হত্যাকাণ্ডে চার অভিযুক্তের জামিন দিল দার্জিলিং আদালত। শনিবার মুখ্য বিচার বিভাগীয় আদালতের বিচারক অলককান্ত মণি থুলুঙ্গ, পূরণ থামি, কেশবরাজ পোখরেল এবং কিসমত ছেত্রীর জামিন মঞ্জুর করেন। দীনেশ গুরুঙ্গ নামে অন্য অভিযুক্ত অবশ্য জামিন পাননি। গত ১৫ মার্চ মোর্চার ওই পাঁচ নেতাকে দার্জিলিং থেকে ধরা হয়। অভিযুক্তদের আইনজীবী সেসমানি গুরুঙ্গ বলেন, “আরও কয়েকটি মামলায় শীঘ্রই জামিন হবে বলে আশা।” অভিযুক্তদের জামিন হওয়ায় হতাশ গোর্খা লিগের কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রতাপ খাতির বক্তব্য, “আমরা সুপ্রিম কোর্টে আবেদন করেছি।”

কিরণময়কে নিয়ে ক্ষোভ
পঞ্চায়েত নির্বাচনে উত্তর দিনাজপুরে সমাজবাদী পার্টি একা লড়বে বলে ঘোষণা করেছে। আর এতেই ক্ষুব্ধ বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। শনিবার রায়গঞ্জে কর্মিসভায় এসে বিমানবাবু সাংবাদিকদের বলেন, “প্রাক্তন মন্ত্রী কিরণময় নন্দ ও তাঁর দলের নেতারা একা লড়ার কথা ফ্রন্টকে জানাননি। আমরাও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি না।” কিরণময়বাবু মন্তব্য করতে চাননি। এ দিন বিমানবাবুর উপস্থিতিতে গঙ্গারামপুরে ফ্রন্টের সভাস্থল থেকে ফব-র পতাকা খোলা নিয়েও বিতর্ক হয়।

বোমা, বন্ধ কাজ
দুষ্কৃতীদের বোমাবাজিতে বন্ধ হয়ে গেল রাস্তার কাজ। শনিবার ইটাহার ব্লকের ঘৃততলার ঘটনা। এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তা তৈরি শুরু করে ঠিকাদার সংস্থা। এ দিন দুপুরে কাজ শুরু হতেই দুষ্কৃতীরা রাস্তার পাশে সাতটি বোমা ছুড়ে পালায় বলে অভিযোগ। তবে কেউ জখম হননি। স্থানীয় বাসিন্দা তথা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ হবিবুর রহমান জানান, রাস্তা তৈরির জন্য কয়েকজনের সামান্য জমি অধিগ্রহণ করা হয়েছে। সন্দেহ তার জেরেই এই ঘটনা।

গড়িমসির নালিশ
শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদে প্রায় ৫০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে মামলা শুরু হলেও অভিযুক্তদের ধরতে পুলিশ গড়িমসি করছে বলে এসজেডিএ-র অফিসার-কমজ্ঞীদের অভিযোগ। যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, নিয়মমাফিক তদন্ত চলছে। সম্প্রতি, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তে ঢিলেমি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পুলিশ কমিশনার কে জয়রমানকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেন। তারপর কিছু নথিপত্র বাজেয়াপ্ত হয়। শনিবারও বাজেয়াপ্ত হয় গুরুত্বপূর্ণ কিছু কাগজ।

ছাত্রীকে মার
ছড়া বলতে পারেনি দ্বিতীয় দ্বিতীয় শ্রেণির ছাত্রীটি। সেই অপরাধে গৃহশিক্ষক কঞ্চি দিয়ে মেরে রক্ত বের করে দিয়েছেন বলে অভিযোগ। শুক্রবার বিকেলে জংশন কালীবাড়ি কলোনির এই ঘটনায় জখম ছাত্রী রিয়া ভৌমিক আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে ভর্তি। হাসপাতালের সুপার সুজয় বিষ্ণু বলেন, “ওই শিশুর শরীরের বিভিন্ন অংশে কালশিটে পড়ে গিয়েছে। বাঁ হাতে ক্ষতও রয়েছে।” অভিযুক্ত গৃহশিক্ষক অমিত পণ্ডিতের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

অশান্তি দিনহাটায়
তৃণমূলের পতাকা পোড়ানোর অভিযোগ ঘিরে শনিবার উত্তপ্ত হল দিনহাটা। শুক্রবার রাতে শালমারায় রাস্তার পাশে ওই পতাকা পোড়ানোর ঘটনায় আঙুল ওঠে ফরওয়ার্ড ব্লক সমর্থকদের বিরুদ্ধে। তা নিয়েই এ দিন বচসা বাধে। ফব-র ৬ জনকে মারধর করা হয় বলেও অভিযোগ। তৃণমূল নেতৃত্ব অবশ্য মারধরের অভিযোগ মানেননি।

ধর্ষণে যাবজ্জীবন বৃদ্ধের
এক বালিকাকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড হল বৃদ্ধের। শনিবার মালদহ আদালতের জেলা ও দায়রা বিচারক সিদ্ধার্থ চট্টোপাধ্যায় এই সাজা শোনান অভিযুক্ত বিভূতি রায়কে। মালদহের বামনগোলার বিভূতি গত ২৪ এপ্রিল প্রতিবেশী এক বালিকাকে ধর্ষণ করে। মাত্র ২৩ দিনের মাথায় মামলার নিষ্পত্তি হল। শিশুদের উপর যৌন নিযার্তনের নতুন আইনে (২০১২) পঁয়ষট্টি বছরের ওই বৃদ্ধর যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা হয়েছে। জরিমানার অর্ধেক টাকা পাবে ধর্ষিতা। বিভূতিবাবুর দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে।

ধরা পড়ল দুষ্কৃতী
ব্যবসায়ীর টাকা ছিনতাই করে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ল তিন দুষ্কৃতী। পালিয়েছে আরও পাঁচজন। দুষ্কৃতীদের গাড়ির চালককেও পুলিশ ধরেছে। চাঁচলের মালতিপুর এলাকায় শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। গণপ্রহারে জখম তিনজনকে উদ্ধার করতে গিয়ে মার খায় পুলিশ। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। পুলিশকে ৩ রাউন্ড গুলি চালাতে হয়।

সংগ্রহশালা দিবস
আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস পালন করা হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অক্ষয়কুমার মৈত্রেয় সংগ্রহশালা এবং মাটিগাড়ার উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে। শনিবার তাঁরা আনুষ্ঠানিক ভাবে দিনটি পালন করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.