আইপিএলের টুকরো খবর |
তদন্তের মুখে ওয়ার্নার |
মাঠে তাঁর বিস্ফোরক ব্যাটিং দেখতে সবাই অভ্যস্ত ছিলেন এত দিন। কিন্তু দিল্লি ডেয়ারডেভিলসের ওপেনার ডেভিড ওয়ার্নার যে টুইটারেও এমন বিস্ফোরণ ঘটাতে পারেন সেটা কে জানত! ‘স্পট ফিক্সিং’ কেলেঙ্কারির পর আইপিএলের কড়া সমালোচনা করে প্রতিবেদন লিখেছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট-লিখিয়ে রবার্ট ক্র্যাডক। তাতেই প্রচণ্ড খেপে যান ওয়ার্নার। টুইটারে ক্র্যাডক তো বটেই, আর এক অস্ট্রেলীয় ক্রীড়া সাংবাদিক ম্যালকম কনকেও অশ্লীল ভাষায় টুইট করেন তিনি। ক্র্যাডককের উদ্দেশে ওয়ার্নারের বোমা, “কোনও স্মার্ট সাংবাদিক মনে করে সে কাউকে টেনে নামাতে পারবে। দারুণ কাজ করেছ চ্যাম্প!!” পাশাপাশি ম্যালকম কনকে ডেয়ারডেভিলস ক্রিকেটারের প্রশ্ন, “এখনও কি তুমি পুরনো সব ছাইপাশ লিখে যাচ্ছ। কেউ তোমাদের পেপার কিনবে না তাতে আর আশ্চর্য কী।” জল এত দূর গড়ায় যে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড তড়িঘড়ি বিবৃতি জারি করে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।
|
সচিন আসছেন ইডেনে |
আইপিএল সিক্সে ইডেনে আরও এক বার দেখা যাবে সচিন তেন্ডুলকরকে। হয় ফাইনাল খেলবেন, না হলে দ্বিতীয় কোয়ালিফায়ার। অঙ্কটা এ রকম: প্লে অফে এক এবং দু’নম্বর দল হয়ে উঠেছে যথাক্রমে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। ২১ তারিখ দিল্লিতে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে এই দুটো দল। যারা জিতবে তারা ২৬ তারিখ ফাইনাল খেলবে ইডেনে। যারা হারবে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে আসবে ইডেনেই। অর্থাৎ মুম্বই যদি কোটলার ম্যাচে চেন্নাইয়ের কাছে হেরে যায়, তা হলে তাদের শুক্রবার ইডেনে নামতে হবে তিন ও চার নম্বর দলের মধ্যে ম্যাচের জয়ীদের বিরুদ্ধে। সেই ম্যাচে জিতলে আবার রবিবার ফাইনালে। সানরাইজার্স রবিবার নাইটদের হারিয়ে দিতে পারলে নক আউটে পৌঁছে যাবে। তবে সঙ্গাকারারা হেরে গেলে নেট রান রেটের বিচারে ছিটকে যাবেন।
|
পোলার্ডের হ্যাটট্রিক |
আবার হ্যাটট্রিক কায়রন পোলার্ডের। এ বার ক্যাচ ফেলার নয়, নো বলে ক্যাচ দেওয়ার! কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ১৬তম ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান প্রথম ক্যাচ তুলে দেন সন্দীপ শর্মার পঞ্চম বলে। লং অফে ক্যাচ ধরা পড়লেও পোলার্ড বেঁচে যান সন্দীপের পা ‘সীমা অতিক্রম’ করায়। পরের বলে আবার লং অফে তাঁর ক্যাচ ধরা পড়লেও তিনি বাঁচেন একই ভাবে আম্পায়ার নো ‘ডাকায়’। তৃতীয় বলে পোলার্ড ওভার বাউন্ডারি হাঁকাতে গিয়ে টানা তৃতীয় ক্যাচ তোলেন। লং অনে এ বার ডেভিড মিলার ক্যাচ ধরার পর ডাগ আউটে ফেরৎ যান তিনি। যা দেখে পরে নভজোৎ সিধু মজা করে বলেন, ‘‘তিন বার ক্যাচ ফস্কানোর পর, তিন বার ক্যাচ দিয়ে ব্যাপারটা ব্যালান্স করে দিল পোলার্ড”।
|
শাহকে জিজ্ঞাসাবাদ |
আইপিএল স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে তাঁর নাম কোথাও নেই। তবু রাজস্থান রয়্যালসের ইংরেজ ক্রিকেটার ওয়েইস শাহকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। ইসিবির দুর্নীতি বিরোধী ও সুরক্ষা ইউনিটের প্রধান ক্রিস ওয়াটস আইপিএল সিক্সের পর ওয়েজকে প্রশ্ন করবেন। এসেক্সের ক্রিকেটারকে চাপে ফেলা নয়, ইসিবির এই পদক্ষেপ নাকি সতর্কতামূলক ব্যবস্থারই অঙ্গ। |
|