‘ভাংনাম’ নেচে আইপিএলকে বিদায় জানালেন গিলক্রিস্ট
কেরিয়ারের শেষ ডেলিভারিতে উইকেট নিয়েই ছ’বছরের আইপিএল অভিযান থামল ‘বোলার’ অ্যাডাম গিলক্রিস্টের। তা-ও আবার হরভজন সিংহকে আউট করে। গোটা কেরিয়ারে যাঁকে উইকেটকিপারের প্রান্তেই দেখে এসেছে বিশ্ব, মুম্বইয়ের বিরুদ্ধে শেষ ওভারে সেই হাত দুটোই গ্লাভস থেকে বেরিয়ে এসে অফস্পিনার হয়ে যাওয়ায় চমক ছিল। নিজের ভূমিকায় আনকোরা বোলারকে দেখে ভাজ্জিও মাথা ঠিক রাখতে পারেননি বোধহয়। তাই গিলির বলে সোজা ছক্কা হাঁকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু দিনটা যে মুম্বইয়ের অফস্পিনারের নয়, লেখা ছিল ক্রিকেটের অসাধারণ ‘এন্টারটেনার’এর নামে। তাই গুরকিরত সিংহের হাতে বলটা জমা পড়তেই ভাজ্জিকে নকল করে শুরু হয়ে যায় ‘গিলি-নৃত্য’। মোটামুটি ভাংড়া আর গ্যাংনামকে মিলিয়ে দিলে যা দাঁড়ায়, তাই।

আইপিএলে নিজের শেষ ম্যাচে অ্যাডাম গিলক্রিস্ট।
ছবি বিসিসিআইয়ের সৌজন্যে।
এত কিছু থাকতে ‘ভাংনামই’ কেন? ম্যাচের পর গিলক্রিস্ট ফাঁস করেন সেই রহস্য। বলে দেন, “হরভজন আমার উইকেট বহু বার নিয়েছে। কেউ আবার আমায় আউট করার পর মুখে চুষিকাঠি পুরে নেচেছে। আমি শুধু ভাজ্জির উৎসবটাই নকল করতে চেয়েছি। এখানকার দর্শকরাও ব্যাপারটা দারুণ উপভোগ করেছে।” তবে প্রাক্তন অসি উইকেটকিপার রোহিতদের বিরুদ্ধেই প্রথম বোলারের ভূমিকার নামলেন ভাবলে ভুল হবে। এর আগেও সিনিয়র পর্যায়ে ১২টি বল করেছেন তিনি। ‘লাকি থার্টিন’বলটা অবশ্য ধরমশালার মাঠেই।
আইপিএল ফাইভেও এমন একটা দিন ছিল গিলির কেরিয়ারে। অস্ট্রেলিয়ার অন্যতম ‘ভয়ঙ্কর’ বাঁ হাতি ওপেনারের অবসর ঘোষণাও ছিল। কিন্তু আইপিএলের বাইরে বসে থাকতে পারেননি গিলক্রিস্ট। ফিরে এসেছেন আবার কিংস ইলেভেন পঞ্জাবের নেতার ভূমিকায়। আইপিএল সেভেনই বা কী দোষ করল? প্রশ্নটা ম্যাচের আগের দিনই উঠেছিল। সোজা ব্যাটে ছক্কা মারার বিখ্যাত ভঙ্গিতেই গিলির উত্তর, “আমাকে দেখে কী বাইশ বছরের ছোকরা মনে হচ্ছে? আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। বেঙ্গালুরু ম্যাচে প্রথম ৫০ রান করার পরই মনে হচ্ছিল আমার বয়স ৫২ বছরের কম কিছুতেই নয়। তবুও দারুণ কাটল এই মরসুমটা। গত বছরও আমি বলেছিলাম, আমি শেষ হয়ে গিয়েছি। সম্ভবত আর মাঠে ফিরব না। তবু ফিরে এসেছি। তবে আর নয়। আমি বিশ্বের এই প্রান্তটা দারুণ পছন্দ করি। আমার ক্রিকেট কেরিয়ারের দুর্দান্ত একটা অভিজ্ঞতা হল আইপিএলে। আর আগামী বছর খেলছি না এখানে। আর হ্যাঁ, বিরাট জমকালো করে সেটা ঘোষণাও করছি না।” আইপিএলে হয়তো এ বারই শেষ। তবে ৪১ বছর বয়সি গিলক্রিস্ট ক্যারিবিয়ান টি টোয়েন্টি লিগে খেলবেন।

ধরমশালায় মুম্বই ইন্ডিয়ান্স চিয়ারগার্লদের নাচ। শনিবার। ছবি: পিটিআই
এমন দিনে ম্যাচের ফল নিয়ে কে আর মাথা ঘামায়? তাও আবার প্লে-অফে চার দলের দৌড়ে শুক্রবারই ছিটকে গিয়েছে গিলির দল। তবু দিনটা স্মরণীয় করে রাখতেই বোধহয় ক্রিকেট দেবতার আর্শীবাদ ছিল পঞ্জাবের উপর। না হলে এ মরসুমের সবথেকে ধারাবাহিক দল মুম্বই ধরমশালার মাঠে এমন খাবি খাবে কেন? আজহার মেহমুদের দুর্দান্ত ৪৪ বলে ৮০ রানের সাহায্যে ১৮৩ রান তোলা পঞ্জাবের বিরুদ্ধে ব্যাট করতে নেমে পাঁচ বল বাকি থাকতেই ১৩৩ রানে শেষ মুম্বই। ৫০ রানে জিতল প্রীতি জিন্টার দল। পঞ্জাবের ‘রাজাদের’ দলে অবশ্য এ দিনের সম্রাটের বোলিং পরিসংখ্যানটাই সবথেকে চমকপ্রদ — ০.১ ওভারে শূন্য রানে ১ উইকেট।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.