|
|
|
|
|
দোষী হলে জেল খাটার পর বাড়ির উঠোনেও
যেন আর ক্রিকেট খেলতে না পারে
জাক কালিস |
|
সত্যিটা মেনে নিতেই হবে। এ বার দল হিসেবে আমরা ভাল খেলতে পারিনি। প্রথম কয়েকটা ম্যাচের পর থেকেই আমাদের উপর চাপ তৈরি হয়ে গেল। প্লে-অফে যাওয়ার সম্ভাবনা যত ক্ষীণ হচ্ছিল, ততই চাপ বাড়ছিল। তাও আশা ছিল যে শেষ চারটে ম্যাচ জিতলে একটা সম্ভাবনা থাকবে। কিন্তু সেই আশাটা নিভে গেল পুণে ম্যাচটা হারায়। সে দিন ইউসুফ যতক্ষণ ক্রিজে ছিল, আমি জেতার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ছিলাম। ও আউট হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু খেলাটা ঘুরে যায়। ম্যাচের পরেও সমস্ত আলোচনা ছিল ইউসুফের ওই আউট নিয়েই। যা ঘটেছিল সেটা পুরোপুরি দুর্ঘটনা। ওর পা বলে লেগে গিয়েছিল।
পেপসি আইপিএলে এখন একটাই আলোচনা। স্পট ফিক্সিং কেলেঙ্কারি। তিন ক্রিকেটারের জন্য কী ভাবে ভুগতে হচ্ছে রাজস্থানকে। সব থেকে খারাপ লাগছে রাহুল দ্রাবিড় আর প্যাডি আপটনের কথা ভেবে। রয়্যালস অধিনায়ক আর কোচের প্রতি আমার সমস্ত সমবেদনা রইল। খারাপ লাগছে দলটার বাকি ক্রিকেটারদের জন্যও। যারা গোটা মরসুম নিজেদের সেরাটা নিংড়ে দিয়ে এত ভাল খেলেছে।
ফিক্সিং কাণ্ডে অভিযুক্ত তিন জন যদি সত্যিই দোষী হয়, তা হলে ওদের জন্য কোনও রকম দয়ামায়া দেখানো উচিত নয়। এই অপরাধের জন্য আজীবন নির্বাসনও যথেষ্ট শাস্তি নয়। ফৌজদারি আইনে এদের বিরুদ্ধে মামলা চালিয়ে জেলে পাঠানো উচিত। আর জেল খেটে বেরোনোর পরে এদের নিজের বাড়ির উঠোনেও আর ক্রিকেট খেলতে দেওয়া উচিত নয়।
আমরা যারা ক্রিকেটার, ক্রিকেট খেলাটা তাদের বিশ্বের দরবারে একটা প্রতিষ্ঠা দিয়েছে। ক্রিকেটের জন্যই আমরা লক্ষ লক্ষ মানুষকে আনন্দ দিতে পারি। এটা আমাদের বিরাট সৌভাগ্য যে ক্রিকেটার হিসাবে আমরা সাধারণ মানুষের রোল মডেল হয়ে উঠতে পারি। কিন্তু একই সঙ্গে সেটা একটা বিরাট দায়িত্বও। যেটা বাড়তি গুরুত্ব দিয়ে পালন করা উচিত।
লম্বা টুর্নামেন্টের শেষে নিজের পরিবারের কাছে ফেরার চিন্তাটা আমার কাছে আনন্দের। বন্ধুদের সঙ্গে কত দিন পর আবার আড্ডা মারব। কিন্তু একই সঙ্গে মনটা এটা ভেবেও ভারী হয়ে যাচ্ছে যে, পরের মরসুমে আমি কেকেআরে না-ও থাকতে পারি। এই টিমে আমি তিনটে অসাধারণ বছর কাটালাম। যে তিন বছরে এত উষ্ণ ভালবাসা আর আতিথেয়তা পেয়েছি যা সাধারণত মানুষ সারা জীবনেও পায় না। কে জানে, পরের বছর আমার নিলাম-ভাগ্যে কী রয়েছে? ব্যক্তিগত ভাবে আমি নিজে আবার কেকেআর-এই খেলতে চাইব। কিন্তু কে জানে?
তবে আমাদের দলের জন্য এই মরসুম শেষ হওয়ার আগে শেষ ম্যাচটা এখনও বাকি। আজ নিজেদের সমস্ত আবেগ জড়ো করে একটা সম্মানের লড়াই লড়তে আমরা মাঠে নামব। দল প্রতিজ্ঞাবদ্ধ। টুর্নামেন্টটা আমরা জিতে শেষ করতে চাই। হায়দরাবাদও অবশ্য নিজেদের সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে। চাইবে ম্যাচটা জিতে প্লে অফ নিশ্চিত করতে। এই মরসুমে ওরা দুর্দান্ত ঘুরে দাঁড়িয়ে অসাধারণ ক্রিকেট খেলেছে। কোচ হিসাবে টম মুডি দারুণ সফল। ডেল স্টেইনও ওদের বোলিংকে নিজের সেই আকাশে মুঠো ছোড়া প্রত্যয় আর আবেগ দিয়ে নেতৃত্ব দিয়েছে, সাধারণত যে আবেগটা ও দক্ষিণ আফ্রিকার জন্য আলাদা করে সরিয়ে রাখে। তাই প্লে অফে যেতে মরিয়া সানরাইজার্স আজ মাঠে নিজেদের সেরাটা বের করে আনবে। আর মরিয়া বলেই ওরা বিপজ্জনকও হবে। কিন্তু আমরাও একই রকম জেতার জেদ নিয়ে নামছি। আশা করি বিস্ফোরক একটা পারফরম্যান্স দিয়েই শেষ করবে কেকেআর! |
|
|
|
|
|