|
|
|
|
কেলেঙ্কারির আটচল্লিশ ঘণ্টা বাদে |
• শুক্রবার গভীর রাতে মুম্বইয়ের পাঁচতারা হোটেল সোফিটেল-এ পুলিশের হানা। এই হোটেলে ১৩ থেকে ১৫ মে আলাদা আলাদা ঘর বুক করা হয়েছিল ছিলেন শ্রীসন্ত এবং জিজু জনার্দনের নামে। দু’জনে একসঙ্গে হোটেলে ছিলেন তিন দিন। টিম হোটেলের বাইরে নিজের নামে এই বুকিং শ্রীসন্তই করিয়েছিলেন বলে মুম্বই পুলিশের ধারণা।
• শনিবার বিকালে মুম্বই পুলিশের যুগ্ম কমিশনার হিমাংশু রায় সাংবাদিক বৈঠকে জানান, পাঁচতারা হেটেলে শ্রীসন্তের ঘর থেকে তাঁর মোবাইল, আই প্যাড, ল্যাপটপ, বাহাত্ত হাজার টাকা, একটি ডেটা কার্ড এবং একটি ডায়েরি আটক করে মুম্বই পুলিশ। ডায়েরিতে শ্রীসন্তের হাতের লেখায় ইংরেজি এবং মালায়লমে অনেক তথ্য রয়েছে।
|
ফরিদাবাদে চান্ডিলার বাড়িতে দিল্লি পুলিশের তল্লাশি। |
• জিজুর ঘর থেকে একটি আই প্যাড, মোবাইল এবং ব্যাক্তিগত কিছু জিনিসপত্র আটক করা হয়েছে।
• শ্রীসন্ত এবং জিজুর সঙ্গে কে কে দেখা করেছিল সেটা জানতে হোটেলের ক্লোজড সার্কিট টিভি-র ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।
• কিছুদিন আগে রমেশ ব্যাস নামে এক বুকিকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। তার কাছ থেকে ৯২টি মোবাইল এবং ১৮টি সামকার্ড, ল্যাপটপ এবং স্যাটেলাইট ডিশ পাওয়া গিয়েছিল। যা পরীক্ষা করে দুবাই, পাকিস্তানের বুকিদের সঙ্গে স্পট ফিক্সিং কাণ্ডে ধৃত বুকিদের যোগাযোগের হদিস মিলেছে। তদন্তের প্রয়োজনে মুম্বই পুলিশ শ্রীসন্তকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করতে পারে।
• পুলিশ সূত্রের দাবি মোবাইল ফোনের কল রেকর্ড বলছে, শ্রীসন্ত ক্রিকেটার থেকে বুকি হয়ে ওঠা অমিত সিংহের রীতিমতো ঘনিষ্ঠ।
• শ্রীসন্ত এবং চান্ডিলার আইনজীবীরা এ দিনও দাবি করেছেন দুই ক্রিকেটারই নির্দোষ। শ্রীসন্তের আইনজীবীর দাবি, তাঁর মক্কেল কোনও দোষ কবুল করেননি। অন্য দিকে চান্ডিলার আইনজীবী বলেছেন, যে সব অডিও ট্র্যান্সক্রিপ্ট দেখিয়ে পুলিশ অভিযোগ এনেছে সেগুলো সবই নকল। এমনকী চান্ডিলাকে আন্ডারওয়ার্ল্ড থেকে হুমকি দিয়ে ফোন করা হচ্ছে।
• চণ্ডীগড়ে বুকিদের সঙ্গে দেখা করেন চান্ডিলা। ক্লোজড সার্কিট টিভিতে সেই ছবি পেয়েছে পুলিশ।
|
পটনায় আইপিএল বিরোধী বিক্ষোভ। |
• চান্ডিলার ফরিদাবাদের বাড়িতে দিল্লি পুলিশের বিশেষ দল। চান্ডিলার পরিবারও জেরার মুখে।
• শুক্রবার আদালা আলাদা জেরার পর শনিবার তিন ক্রিকেটারকে মুখোমুখি বসিয়ে জেরা করে দিল্লি পুলিশ। ক্রিকেটারদের সঙ্গে চার বুকিকেও জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশের স্পেশ্যাল কমিশনার এস এন শ্রীবাস্তবের নেতৃত্বাধীন বিশেষ সেল। প্লেয়ারদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুঁটিয়ে দেখা হচ্ছে।
• এও শোনা যাচ্ছে, শ্রীসন্ত নাকি জেরার মুখে কবুল করেছেন যে, জিজু তাঁকে মধুচক্রের টোপ দিয়ে ফাঁসান। শ্রীসন্ত আরও বলেছেন, “টাকার জন্য জিজু যে কোনও কাজ করতে পারে। এমনকী একবার মুম্বইয়ের এক হোটেলে আমার আপত্তিকর এমএমএস তোলার চেষ্টাও করেছিল।”
• স্পট ফিক্সিংয়ের আরও হসিদ পেতে চার শহরে পাঠানো হয়েছে দিল্লি পুলিশের গোয়েন্দাদের। চার শহর হল, আমদাবাদ, কলকাতা, মুম্বই এবং হায়দরাবাদ।
• রাজস্থান রয়্যালসের তিনটি ম্যাচের ফুটেজ পরীক্ষা করছে পুলিশ। ব্রেকের সময় কী হয়েছিল সেটা দেখা হচ্ছে।
শনিবার মুম্বইয়ের মুলুঙ্গ এলাকা থেকে লোটাস ওরফে পঙ্কজ শাহ নামের আরও এক বুকি গ্রেফতার। তাঁর কাছ থেকে ১৫ টি মোবাইল ফোন উদ্ধার। ওই সব ফোনের সাহায্যে সমান্তরাল নেটওয়ার্ক চালানো হচ্ছিল দুবাই, মুম্বই এবং পাকিস্তানের বুকিদের মধ্যে।
|
ছবি: পিটিআই |
|
|
|
|
|