রোনাল্ডো, মোরিনহোকে লাল কার্ড |
আটলেটিকো খেতাব জিততেই মাদ্রিদে দাঙ্গা
নিজস্ব প্রতিবেদন |
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৫৫ তম গোল নয়। নিজেদের ঘরের মাঠে মাদ্রিদকে ২-১ হারিয়ে ১৪ বছর পর আটলেটিকো মাদ্রিদের ডার্বি জয়ও নয়। ২০১৩ ‘কোপা দেল রে’ ফাইনাল স্মরণীয় হয়ে থাকতে পারে চ্যাম্পিয়ন দলের সমর্থকদের দাঙ্গার জন্য। মাঠে রোনাল্ডো এবং মোরিনহোর লাল কার্ড দেখার নাটকীয় ঘটনা। আর মাঠের বাইরে তুমুল দাঙ্গা-হাঙ্গামা। ডার্বির অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলে উঠল গোটা মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধের শেষে চতুর্থ অফিসিয়ালের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ায় সোজা গ্যালারিতে পাঠিয়ে দেওয়া হয় মোরিনহোকে। কোচের মতো রোনাল্ডোর কপালেও জোটে একই শাস্তি। একস্ট্রা টাইমের শেষের দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় রিয়ালের সেরা তারকাকে। |
|
মিরান্ডার গোলে রিয়াল মাদ্রিদকে ২-১ হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন হল আটলোটিকো মাদ্রিদ। একস্ট্রা টাইমে দ্বিতীয়ার্ধের শেষে গোলটি করেন মিরান্ডা। রেফারির শেষ বাঁশি বাজার পর থেকেই রিয়ালের মাঠ হয়ে ওঠে রণক্ষেত্র। ম্যাচ শেষে আটলেটিকো সমর্থকদের একটি গোষ্ঠী ‘ফ্রেন্টে আটলেটিকো’। মশাল জ্বালাতে শুরু করে তারা। রিয়ালের স্কার্ফ এবং লোগো পুড়িয়ে দেয় তারা। আসলে এত বছর পর চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে জয় পেয়ে আটলেটিকো সমর্থকদের উল্লাস হিংস্র উন্মাদনায় পরিণত হয়। বের্নাবাউয়ের সামনে রাস্তা ঘেরাও করে সমর্থকরা ‘আটলেটিকো আটলেটিকো’ করে চিৎকার করতে থাকে। রিয়াল সমর্থকদের দিকে ইঙ্গিত করে পাথরও ছোড়ে তারা। পুলিশের হাতে কয়েক জন সমর্থক গ্রেফতার হলেও ঘটনা ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ব্যরিকেড থেকে গাড়ি — আগুন লাগানো হয় সব কিছুতেই। |
|
শহর জুড়ে যখন এই কাণ্ড চলছে, তখন বের্নাবাউয়ে সাংবাদিক সম্মেলনে মোরিনহো বলছিলেন, “ম্যাচ ১-১ থাকার সময় আমরা অনেক ভাল সুযোগ নষ্ট করেছি। আমরা এই ফল আশা করিনি। কিন্তু ইতিহাস সব সময় আটলেটিকোকে মনে রাখবে। কারণ, ওরা ট্রফি জিতেছে।” ১৪ বছর পর ডার্বি জেতায় উচ্ছ্বসিত চ্যাম্পিয়নদের কোচ দিয়েগো সিমিওনে বললেন, “চেষ্টা করলে তার ফল অবশ্যই পাওয়া যায়। চোদ্দো বছর পর অবশেষে আমাদের জয়ের মুহূর্ত এল।”
এ দিন আবার রিয়ালে রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা জন্ম নেয়। পর্তুগিজ তারকাকে সই করানোর দৌড়ে এ বার ঢুকে পড়ল চেলসিও। ব্রিটিশ মিডিয়ার খবর, রোনাল্ডোর জন্য রিয়ালকে ৮০ মিলিয়ান পাউন্ড দিতেও রাজি চেলসির সর্বেসর্বা রোমান আব্রামোভিচ। |
|