টুকরো খবর |
লিগের সূচি দেখে ক্ষুব্ধ মর্গ্যান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আলো কমার ‘নাটক’-এ ম্যাচ বাতিল। ইস্টবেঙ্গলকে তাই চব্বিশ ঘণ্টার ব্যবধানে দুটি ম্যাচ খেলতে হবে। কল্যাণীর শুক্রবারের ঘটনার পর আই এফ এ-র সিদ্ধান্তে তাই তিতিবিরক্ত লাল-হলুদ কোচ। হওয়ারই কথা। বাগান-প্রয়াগ ম্যাচ ভণ্ডুল হওয়ায়, ইস্টবেঙ্গলকে র্যান্টিদের বিরুদ্ধে নামতে হবে মঙ্গলবারই। অর্থাৎ ডার্বির আগে তাঁর টিম প্রস্তুতির জন্য পাচ্ছে মাত্র একটি দন। শনিবার সকালে যুবভারতীতে প্র্যাক্টিসের পর কার্যত ক্ষোভে ফেটে পড়লেন ট্রেভর জেমস মর্গ্যান। সাহেব কোচের সাফ কথা, “প্রয়াগ ম্যাচ খেলে চব্বিশ ঘণ্টার মধ্যে বড় ম্যাচের জন্য দলকে তৈরি করা খুব কঠিন। বুঝতে পারছি না এ সব কী হচ্ছে,” খুব সংক্ষিপ্ত প্রতিক্রিয়া। কিন্তু কোচের চোখ-মুখে যেন অসীম বিরক্তি...। সম্ভবত কোচের উদ্বেগের আরও কারণ তাঁর দলের মাঝমাঠের হৃৎপিণ্ড মেহতাবের চোট। চোটের জন্য এ দিন অনুশীলনও করতে পারলেন না মেহতাব। এ দিকে সূচি নিয়ে ডামাডোলের বাজারেই ক্লাবে এখন বিদেশিদের নিয়ে হাজারো গুঞ্জন। শোনা যাচ্ছে, চিডির সঙ্গে ক্লাবের নতুন চুক্তি হয়ে যাওয়ায় মারাত্মক চাপে পেন ও ওপারা। নতুন চুক্তিতে সই করতে বলা হলেও নাইজিরীয় ডিফেন্ডার ওপারা এখনও সই করেননি। পেন ওরজিও তাই। ক্লাব সূত্রের খবর, কর্তারা যা প্রস্তাব দিয়েছে তাতে খুশি নন দুই বিদেশিই। কোনও রাখঢাক না করেই শনিবার ওপারা বললেন, “আগের মরসুমে খুব ভাল খেলেছি। আশা করেছিলাম নতুন অঙ্কে চুক্তি হবে আমার সঙ্গে। কিন্তু সেটা এখনও হয়নি। তাই সইও করিনি।”
|
র্যান্টি নেই প্রয়াগে, ইচেকে পাচ্ছে না বাগান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতা লিগ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ, রবিবার ফের প্রয়াগ ইউনাইটেডের মুখোমুখি মোহনবাগান। প্রয়াগকে হারিয়ে ওডাফারা কি পারবেন ডার্বির ‘টিআরপি’ বাড়াতে? না কি লালকমলদের সামনেই ট্রেভর মর্গ্যানকে ট্রফি উপহার দেবেন করিম বেঞ্চারিফা? শুক্রবার আলো সমস্যায় ভেস্তে যাওয়া ম্যাচের রিপ্লে ঘিরে তাই তীব্র উত্তেজনা ময়দানে। আজ রবিবার ম্যাচের ফল যা-ই হোক না কেন, ঘরোয়া লিগের চব্বিশ ঘণ্টা আগে কিন্তু দু’দলই চরম সমস্যায়। প্রয়াগের প্রধান কোচ এলকো সাতোরি ইতিমধ্যেই দেশে ফিরে গিয়েছেন। এ বার কার্ড সমস্যায় খেলতে পারবেন না র্যান্টি মার্টিন্সও। আর মোহনবাগান? ইস্টবেঙ্গলের তুলনায় অনেক কম ম্যাচ খেলেও ওডাফা-টোলগেরা না কি ক্লান্ত। তার উপর প্রয়াগের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে খেলতে পারবেন না দলের বিদেশি স্টপার ইচে। চোটের জন্য। বাগান কোচ বলছিলেন, “দু’টো দলেই সমস্যা আছে। আমার ধারণা খুব হাড্ডাহাড্ডি হবে।” লিগের যা পরিস্থিতি, তাতে মোহনবাগানের ম্যাচ জেতা ছাড়া আর কোনও উপায় নেই। তবে কাজটা যে খুব সহজ হবে না, সেটা প্রয়াগ শিবিরও পরিষ্কার করে দিয়েছে। আইএফএ-ও প্রচণ্ড তৎপর ম্যাচ করা নিয়ে। আলো-বিভ্রাটের সমস্যায় আর যেন ম্যাচ বাতিল করতে না হয়, সে জন্য ৪৫ মিনিট খেলা এগিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে মোহনবাগান-প্রয়াগ ম্যাচ ঘিরে এখন বেশ সরগরম কলকাতা লিগ।
|
রবিবারে কলকাতা লিগ
মোহনবাগান: প্রয়াগ ইউনাইটেড (কল্যাণী ৩-০০)
|
কোভারম্যান্স ঘুরলেন দুই প্রধানের মাঠ |
লাল-হলুদ তাঁবুতে কোভারম্যান্স।
শনিবার। ছবি: শঙ্কর নাগ দাস |
আই লিগের ক্লাবগুলি আর্থিক সমস্যায় ধুঁকছে। এই অবস্থায় গোয়া, পুণে, মুম্বইয়ের ক্লাবগুলি ঘুরে দেখার পর কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের পরিকাঠামো ঘুরে দেখলেন জাতীয় কোচ উইম কোভারম্যান্স। দুই প্রধানের মাঠে গিয়েই সেখানকার জুনিয়র দলগুলির কোচ ও ফুটবলারদের সঙ্গে কথা বলেন ডাচ কোচ। দেখেন ক্লাব তাঁবু, মাঠ-সহ সবকিছু। মূলত এ এফ সি নির্ধারিত লাইসেন্সিং-এর নিয়মগুলি ক্লাবগুলো মানছে কি না তা নিয়েই ফেডারেশনের তরফে খোঁজ খবর নেন কোভারম্যান্স।
|
মহেশ-বোপান্না শেষ চারে |
রোম মাস্টার্সে কোর্টে না নেমেই কোয়ার্টার ফাইনালের হার্ডল টপকালেন মহেশ ভূপতি-রোহন বোপান্না জুটি। বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচকে শুক্রবার সিঙ্গলসে তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারানো টমাস বার্ডিচ ক্লান্তির কারণে ডাবলস ম্যাচ থেকে সরে দাঁড়ানোয় ওয়াকওভার পেয়ে যায় ভারতীয় জুটি। বার্ডিচ আর রাদেক স্টেপানেকের বিরুদ্ধে শেষ আটের যুদ্ধ লড়তে না হওয়ায় সেমিফাইনালের আগে বিশ্রাম পেয়ে গেলেন ভূপতিরা। শেষ চারে মেক্সিকোর সান্তিয়াগো গঞ্জালেস আর আমেরিকার স্কট লিপস্কি জুটির বিরুদ্ধে বোপান্নাদের লড়াই নিয়ে আশার পাশাপাশি হতাশাও রয়েছে। মেয়েদের ইভেন্টে সানিয়া মির্জা আর বেথানি মাটেক স্যান্ডসের লড়াই কোয়ার্টার ফাইনালেই শেষ। সানিয়ারা ৪-৬, ৩-৬ হারেন শীর্ষবাছাই স্থানীয় জুটি সারা ইরানি এবং রবার্তা ভিন্সির কাছে।
|
গোষ্ঠ পাল স্মরণে ম্যাচ |
প্রয়াত প্রবাদপ্রতিম ফুটবলার গোষ্ঠ পালের খেলোয়াড় জীবনের একশো বছর পূর্তিতে শনিবার মোহনবাগান মাঠে একটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রাক্তন ফুটবলাররা ম্যাচে অংশ নেন। উপস্থিত ছিলেন রাজ্যপাল এম কে নারায়ণন, চুনী গোস্বামী, পি কে বন্দ্যোপাধ্যায়রা। সুব্রত ভট্টাচার্যের সঙ্গে এ দিন আড্ডা দিতে দেখা যায় প্রেসিডেন্ট টুটু বসু-সহ অন্য কর্তাদের।
|
সুতীর্থা সুযোগ পেলেন |
পোল্যান্ড ও স্লোভাকিয়ায় ওয়ার্ল্ড র্যাঙ্কিং জুনিয়র ওপেন টেবল টেনিস টুর্নামেন্টের তিন জনের দলে সুযোগ পেলেন বাংলার সুতীর্থা মুখোপাধ্যায়। আজ রবিবার কোচ তপন চন্দর সঙ্গে রওনা দেবে দল।
|
অন্য খেলায় |
• সৃষ্টি ক্রিকেট অ্যাকাডেমির উদ্যোগে সামার ক্রিকেট ক্যাম্প চলবে ২১ থেকে ২৯ মে। সিএবি-র আম্পায়ার ও কোচ প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে।
• জাতীয় অ্যারোবিক জিমন্যাস্টিক্সের জাতীয় দল নির্বাচনের ট্রায়াল আজ রবিবার বড়িশা অ্যাথলেটিক্স ক্লাবের মাঠে। টুর্নামেন্ট ২৫-২৬ আন্ধেরিতে। |
|