|
|
|
|
বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তারক্ষী প্রহৃত, ক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কর্মীদের উপর মারধরের অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। এ দিন বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে ভর্তির জন্য আবেদনপত্র দেওয়ার কাজ চলছিল। আবেদনপত্র দেওয়ার কাউন্টারে কিছুক্ষণ কোনও কর্মী ছিলেন না। তা জানার পরেই তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা সেখানে গিয়ে বিক্ষোভ শুরু করেন। সেই সময় নিতাই সামন্ত নামে এক নিরাপত্তারক্ষী বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে তাঁর সঙ্গে বচসা হয়। তখনই তাঁকে প্রচণ্ড মারধর করা হয় বলে অভিযোগ। আহত নিতাইবাবুকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ঘটনার পরেই অবিলম্বে অভিযুক্ত ছাত্র নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবিতে সরব হয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষাকর্মী সংগঠন। সংগঠনের সম্পাদক আলি হোসেন বলেন, “বহিরাগত ছাত্র নেতারা মাঝে মধ্যেই বিশ্ববিদ্যালয়ে ঢুকে কর্মীদের নানা ভাবে হেনস্থা করছে। কর্তৃপক্ষকে জানালেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে আমরা নিরাপত্তার অভাব বোধ করছি।”
বিশ্ববিদ্যালয়ের কর্মীরা ঘটনার প্রতিবাদে কাজ ছেড়ে বাইরে চলে আসেন। ঘেরাও করা হয় রেজিস্ট্রারকেও। অবিলম্বে অভিযুক্ত ছাত্র নেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ না করলে কেউ কাজে যাবেন না বলেও জানিয়ে দেন। তারপরই উপাচার্যের সঙ্গে যোগাযোগ করেন রেজিস্ট্রার। উপাচার্য ফিরে আসার পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে কর্মচারীরা কাজে ফেরেন। অন্য দিকে তৃণমূল ছাত্র পরিষদও কর্ম সংস্কৃতি ফেরানোর দাবিতে রেজিস্ট্রারের কাছে দাবি জানিয়েছেন। ছাত্র পরিষদের জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি বলেন, “বিশ্ববিদ্যালয়ে কর্ম সংস্কৃতি বলে কিছু নেই। তাই আবেদনপত্র তুলতে গিয়েও কাউন্টারে কর্মীদের দেখা মেলে না। তারই প্রতিবাদ জানাতে গিয়েছিল আমাদের সংগঠন। কাউকে মারধর করা হয়নি।” |
|
|
|
|
|