|
|
|
|
চিকিৎসক হতে চায় কৃতী রামিজ |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
হাই মাদ্রাসায় ৯১.৫ শতাংশ নম্বর পেয়ে কৃতীদের তালিকায় প্রথম সারিতে এল কাঁথির আল-ফাকিহা আবাসিক অ্যাকাডেমির ছাত্র সৈয়দ রামিজ আলি। শুক্রবার দুপুরে ফল প্রকাশের পর রামিজকে নিয়ে আনন্দে মাতে পরিজন, স্কুলের সহপাঠী থেকে শিক্ষক-শিক্ষিকা সকলেই।
সৈয়দ রামিজ আলি। |
রামিজ পেয়েছে মোট ৭৩২ নম্বর। অঙ্কে ৯৪, ভৌতবিজ্ঞানে ৯৭, জীবনবিজ্ঞানে ৯৫, ইংরাজিতে ৯১, ভূগোলে ৯২, ইতিহাসে ৮৫, বাংলায় ৮৫ ও ইসলাম পরিচয়ে ৯৩ পেয়েছে সে। ভগবানপুর থানার হিঞ্চাগেড়িয়া গ্রামে রামিজের বাবা সামাদ আলি এক দর্জি দোকানে কাজ করেন। রামিজের মধ্যে সম্ভাবনা আছে তা বুঝে আল-ফাকিহা অ্যাকাডেমির প্রধান শিক্ষক আহমেদ হোসেন তাঁকে নিখরচায় আবাসিক স্কুলে ভর্তি করে নেন। নবম শ্রেণি থেকেই সেখানে পড়ছে সে।
রামিজ চায় ভবিষ্যতে ডাক্তার হতে। ওর কথায়, “টেস্টের আগে ১০ ঘণ্টা আর টেস্টের পর প্রতি দিন ১৩ ঘণ্টা করে পড়েছি। কোনও টিউটর ছিল না। আবাসিক স্কুলের শিক্ষকরাই আমাকে পড়াশোনায় সাহায্য করেছেন।” প্রিয় সাহিত্যিক শরৎচন্দ্র আর ফুটলার মেসি। রামিজ নিজেও ভালো ফুটবল খেলে। রামিজ ইতিমধ্যেই আল আমিন মিশনের বজবজ শাখায় একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে। প্রধান শিক্ষক আহমেদ হোসেনের কথায়, “রামিজ লেখাপড়া থেকে খেলা সবেতেই চৌখস। ওর সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে।” |
|
|
|
|
|