|
|
|
|
ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু পথচারীর |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হল বৃদ্ধ পথচারীর। ট্যাঙ্কারটি এরপর একটি পুলিশ গাড়িতে ধাক্কা মারায় জখম হয়েছেন দুই আধিকারিক সহ ৫ জন। শুক্রবার সকালে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার হাঁসগেড়িয়া গ্রামের কাছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের দুর্ঘটনাটি ঘটে।
মৃত পথচারীর নাম লুথা শাহ (৬৫)। বাড়ি হাঁসগেড়িয়া গ্রামে। আহতদের মধ্যে রয়েছেন পুলিশের এগরার সার্কেল ইনস্পেক্টর প্রদীপ সমাদ্দার, এগরা থানার সাব-ইনস্পেক্টর বিবেক বন্দ্যোপাধায়, এক মহিলা কনস্টেবল-সহ পাঁচ জন। প্রদীপবাবু, বিবেকবাবু-সহ গুরুতর আহত চার জনকে হাওড়ার ফুলেশ্বরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিলা কনস্টেবল তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
মামলা সংক্রান্ত কাজে হাইকোর্টে যাওয়ার জন্য শুক্রবার পুলিশের একটি গাড়ি এগরা থেকে কলকাতার দিকে যাচ্ছিল। পথে তমলুকের নিমতৌড়ি হোমে থাকা এক আবাসিক মহিলাকে গাড়িতে তোলার কথা ছিল। সেখানে পৌঁছনোর আগেই অবশ্য দুর্ঘটনা ঘটে। পুলিশের গাড়িটি জাতীয় সড়কে একটি তেল ট্যাঙ্কারকে ওভারটেক করতে যায়। সেই সময় ট্যাঙ্কারটি চেপে দিলে পুলিশ গাড়িটি সড়কের মাঝে থাকা ডিভাইডারে উঠে পড়ে। তেল ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়কের ধার দিয়ে হেঁটে যাওয়া বৃদ্ধ লুথা শাহকে ধাক্কা মারে এবং পরে পুলিশের গাড়িকেও ধাক্কা মারে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। ট্যাঙ্কার-সহ চালক পলাতক। নন্দকুমারের সার্কেল ইনস্পেক্টর পার্থ সান্যাল বলেন, “বেপরোয়া ভাবে ট্যাঙ্কার চালানোর জেরেই ওই দুর্ঘটনা ঘটেছে। ওই চালককে গ্রেফতার করতে তদন্ত শুরু হয়েছে।”
অন্য দিকে, বৃহস্পতিবার বিকেলে নন্দকুমারের মাধবপুরের কাছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে গ্যাস ট্যাঙ্কারের ধাক্কায় এক লরি চালকের মৃত্যু হয়েছে। মৃতের নাম পল্টন মণ্ডল (৩৫)। বাড়ি বর্ধমানের দুর্গাপুরের কাদাপাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে , হলদিয়া থেকে মেচেদায় আসার পথে নন্দকুমারের মাধবপুরের কাছে জাতীয় সড়কের উপর একটি লরি বিকল হয়ে যায়। বৃহস্পতিবার বিকেলে সেই লরির তলায় শুয়ে মেরামতির কাজ করছিলেন চালক পল্টন। বিকেল ৩টে নাগাদ হলদিয়া থেকে মেচেদাগামী একটি গ্যাস ট্যাঙ্কার সড়কের উপর দাঁড়িয়ে থাকা ওই বিকল লরির পিছনে ধাক্কা মারলে লরিটি কিছুটা গড়িয়ে যায়। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই চালকের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে , ট্যাঙ্কারটি বাজেয়াপ্ত করা হলেও চালক পলাতক। |
|
|
|
|
|