তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন, কেশিয়াড়িতে তরজা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
তৃণমূলের পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটল কেশিয়াড়ি থানা এলাকার কালামাটিয়াতে। শুক্রবার সকালে স্থানীয় তৃণমূল নেতৃত্ব দেখেন রাস্তার ধারে থাকা পার্টি অফিসটি ভস্মীভূত। এই ঘটনায় সিপিএম জড়িত বলে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। যদিও সিপিএম অভিযোগ অস্বীকার করেছে। |
|
ভস্মীভূত তৃণমূলের দলীয় কার্যালয়। —নিজস্ব চিত্র। |
সিপিএমের কেশিয়াড়ি জোনাল কমিটির সম্পাদক ভবানীশঙ্কর গিরি বলেন, “কিছুদিন ধরেই আমাদের কর্মীদের উপর নানা ভাবে অত্যাচার চালাচ্ছিল তৃণমূল। আমাদের পার্টি অফিস খুলতে দেওয়া হচ্ছিল না। দু’দিন আগেই এলাকার কয়েকজন ছেলে দলীয় অফিস খুলে ঝান্ডা টাঙায়। তারপরই তৃণমূল ওই কর্মীদের উপর মিথ্যে মামলা দেওয়ার ছক কষছিল। এ বার ঘর পোড়ানোর মিথ্যে মামলার অভিযোগ আনতে নিজেরাই পার্টি অফিস জ্বালিয়ে দিয়ে আমাদের কর্মীদের নামে অভিযোগ করছে।” কেশিয়াড়ি ব্লক তৃণমূল সভাপতি জগদীশ দাস বলেন, “পার্টি অফিস পোড়ানোর ঘটনা ঘটেছে। কারা এই কাজে যুক্ত তা খতিয়ে দেখার জন্য পুলিশকে জানানো হয়েছে।” পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। |
|