|
|
|
|
শুভেন্দুর মনোনয়ন জমায় অন্য মাত্রা সমবায় ভোটে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দফায় দফায় বৈঠক হয়েছে। তবে কাটেনি জট। শেষমেশ তাই বিদ্যাসাগর ব্যাঙ্কের নির্বাচনে সম্মুখ সমরে তৃণমূলের দুই পক্ষ।
শুক্রবার ছিল মনোনয়নপত্র তোলা এবং জমা দেওয়ার শেষ দিন। ব্যাঙ্ক সূত্রে খবর, ১২টি আসনের জন্য সব মিলিয়ে ৩১টি মনোনয়নপত্র জমা পড়েছে। তোলা হয়েছিল ৪৩টি। জানা গিয়েছে, যে ৩১টি মনোনয়নপত্র জমা পড়েছে, তার মধ্যে ২২টিই তৃণমূল কর্মী-সমর্থকদের। এর মধ্যে সাংসদ শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্রও শুক্রবার জমা পড়ে। এর ফলে, বিদ্যাসাগর ব্যাঙ্কের নির্বাচন অন্য মাত্রা পেতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এ দিকে, তৃণমূল তাদের কর্মী-সমর্থকদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়েছে বলে অভিযোগ সিপিএমের। শুক্রবার শক্তিপদ ঘোষ নামে এক সিপিএম সমর্থক মনোনয়ন জমা দিতে এলে তাঁকে ভয় দেখানো হয় বলে অভিযোগ। সঙ্গে বৃহস্পতিবার তাঁদের দুই সমর্থকের মনোনয়নপত্র তৃণমূলের লোকেরা ছিঁড়ে দিয়েছে বলেও অভিযোগ। তৃণমূল অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। |
|
মনোনয়নপত্র জমা।—নিজস্ব চিত্র। |
বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচন আগামী ২ জুন। বৃহস্পতি এবং শুক্র, এই দু’দিন নির্দিষ্ট ছিল মনোনয়নপত্র তোলা এবং জমা দেওয়ার জন্য। এই নির্বাচন ঘিরেও তৃণমূলের দুই পক্ষ সম্মুখ সমরে। এক দিকে, শুভেন্দু অধিকারীর অনুগামীরা। অন্য দিকে, মুকুল রায়ের অনুগামীরা। জানা গিয়েছে, দ্বন্দ্ব এড়াতে শুক্রবার সকালে মেদিনীপুরে দফায় দফায় বৈঠক হয়। তার পরেও জট কাটেনি।
রফা সূত্র না মেলায় এ দিন দুপুরে মনোনয়নপত্র জমা দিতে ব্যাঙ্কে আসেন মুকুল অনুগামীরা। অন্য দিকে, শুভেন্দু অনুগামীরা বৃহস্পতিবারই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বিদ্যাসাগর ব্যাঙ্কের নির্বাচন দেখভাল করতে জেলা তৃণমূলের তরফে এক কমিটি গড়া হয়ে ছিল। কমিটির কনভেনর করা হয় জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষকে। একটি আসনের জন্য একাধিক মনোনয়ন জমা পড়ার প্রসঙ্গ নিয়ে অবশ্য মুখ খুলতে নারাজ প্রদ্যোৎবাবু। কোনও মন্তব্য করেননি তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারীও। আগামী সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য দিন নির্দিষ্ট রয়েছে। দলেরই এক সূত্রে খবর, তার আগে আরও একবার দ্বন্দ্ব মেটানোর চেষ্টা হবে। ফের বৈঠক হতে পারে। বৈঠক ফলপ্রসূ হলে ওই দিন কয়েকজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে পারেন। শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র জমা দেওয়ায় অন্য মাত্রা পেতে চলেছে এই নির্বাচন। দলের একাংশ মনে করছে, নির্বাচনে জিতলে চেয়ারম্যান হিসেবে এগিয়ে থাকবে শুভেন্দুই। এ নিয়ে বিশেষ জলঘোলা হবে না। জেলার অ্যাসিস্টেন্ট রেজিষ্ট্রার অফ কো- অপারেটিভ সোসাইটি (এআরসিএস) তথা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার মদনমোহন ঘোষের বক্তব্য, “দু’দিনে সব মিলিয়ে ৩১টি মনোনয়নপত্র জমা পড়েছে। সব কিছু সুষ্ঠু ভাবে হচ্ছে।” |
|
|
|
|
|