ব্যাঙ্কে চুরির অভিযোগে ব্যাঙ্কেরই এক কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম বাপি নায়েক। শুক্রবার তাঁকে মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করানো হলে ২১ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ হয়। পুলিশ জানিয়েছে তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
মেদিনীপুর শহরের কোতয়ালি বাজার এলাকায় রয়েছে মেদিনীপুর কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। সামনেই কোতয়ালি থানা। গত ৮ মে এই ব্যাঙ্ক থেকেই চুরি যায় ২ লক্ষ ১৬ হাজার ৬৬৪ টাকা। ব্যাঙ্কের নৈশ্যপ্রহরী অন্যান্য দিনের মতো রাতের খাওয়ার খেতে বাইরে যান। ফিরে এসে দেখেন গেটের বাইরের চাবি খোলা, আলমারি ভাঙা। ব্যাঙ্ক ম্যানেজার অনুপকুমার মাইতির অভিযোগের পর তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তে পুলিশের মনে হয়েছিল, এ ক্ষেত্রে সর্ষের মধ্যে ভূত থাকতে পারে। না হলে এমন ঘটনা ঘটতে পারে না। বিশেষ করে, কোথায় আলমারি রয়েছে, তার ঠিক কোন বাক্সে টাকা আছে, তা দুষ্কৃতীদের পক্ষে জানা অসম্ভব। তবে ঘটনার এক সপ্তাহ পর কেন এক কর্মীকে গ্রেফতার করা হল, কেন এখনও কিনারা হল না সেই প্রশ্ন রয়েছে। ব্যাঙ্কেরই এক আধিকারিকের কথায়, “আমরা চাই, পুলিশ যেন প্রকৃত অপরাধীকে আড়াল না করে।”
|
ধর্ষনের অভিযোগে বাপি হেমব্রম নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ডেবরা থানা এলাকার সত্যপুর গ্রামে তার বাড়ি। গ্রামে মেলা চলছিল। অভিযোগ, বুধবার রাতে গ্রামেরই এক কিশোরীকে মেলা থেকে ডেকে স্বাস্থ্যকেন্দ্রের পিছন দিকে নিয়ে গিয়ে ধর্ষণ করে সে। বৃহস্পতিবার রাতে ধর্ষণের অভিযোগে পুলিশ বাপিকে গ্রেফতার করে।
|
ব্যাঙ্কে চুরির অভিযোগে ব্যাঙ্কেরই এক কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম বাপি নায়েক। শুক্রবার তাঁকে মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করানো হলে ২১ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ হয়। পুলিশ জানিয়েছে তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। |