|
|
|
|
|
|
|
পুস্তক পরিচয় ৩... |
|
মুন্সি না রায়, ‘ভুল গল্প’ |
বইপোকা |
কাহিনির নাম হসন্তিকা দেওয়া যাইতে পারে। দাশুর কাহিনি, কিন্তু ঠিক এই কাহিনিটি সুকুমার লিখিয়া যান নাই। ইহার স্রষ্টা সিগনেট প্রেস, পুরাতন সিগনেট প্রেস, যখন তাহা ‘একটি আনন্দ প্রকাশনা’ হইয়া উঠে নাই। কাহিনিটির কেন্দ্রে আছে একটি হস্-চিহ্ন। দাশু ‘পাগলা’ না ‘পাগ্লা’? এম সি সরকার অ্যান্ড সন্স হইতে গ্রন্থটির যখন প্রকাশ ঘটে তখন তাহার নাম পাগ্লাদাশু। যথোচিত নাম। দাশুর খ্যাপামি আর রবি ঠাকুরের বিশুর খ্যাপামি যে এক নহে, ‘পাগ্লা’ যে কোনওমতেই ‘পাগল’ নহে সে বিষয়ে চক্ষুষ্মান করিতেই হস্-চিহ্ন অপরিহার্য। তাহা ছিল সিগনেটের প্রথম সংস্করণে (সচিত্র নব সং, জ্যৈষ্ঠ ১৩৫৩)। পরে বর্জিত হয়। অষ্টম সিগনেট সং-এ (অগ্র ১৩৭৮) হস্-চিহ্নটি নাই। অথচ একটি আনন্দ প্রকাশনা নবপর্যায় সিগনেট প্রথম সংস্করণে (এপ্রিল ২০১৩) তাহা দিব্য বহাল। ইহা সিগনেট-এর কোন সংস্করণ অবলম্বনে নির্মিত সে তথ্য দেওয়া হয় নাই। তবে প্রচ্ছদলিপি, আখ্যাপত্র এবং চিত্রবিন্যাস দেখিয়া মনে হইতেছে ইহা সিগনেট প্রথম সংস্করণ হইতে নির্মিত। এ সম্পর্কে কোনও সম্পাদকীয় বিবৃতি নাই। নবপর্যায় সিগনেট সংস্করণে প্রচ্ছদপট অন্নদা মুন্সির (উপরের ছবি), অষ্টম সিগনেট সংস্করণে সত্যজিৎ রায়ের (নিচে)। অথচ দুইটির ফারাক কেবল হস্-চিহ্নে। তাই বলিতেছিলাম, এই ‘ভুল গল্প’-এর শিরোনাম হসন্তিকা...
|
|
|
|
|
|