টুকরো খবর
ব্যাঙ্কের বিরুদ্ধে ঢিলেমির নালিশ
সেভিংস অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ব্যাঙ্ক গড়িমসি করায় বাঁকুড়ায় মহিলা স্বনির্ভর গোষ্ঠী গড়ার কাজের গতি শ্লথ হচ্ছে বলে অভিযোগ তুলল গাঁধীবিচার পরিষদ। শুক্রবার পরিষদের সম্পাদক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, “ব্যাঙ্কগুলির পরিকাঠামোর অভাবে গোষ্ঠীগুলিকে অ্যাকাউন্ট খুলতে বার বার ব্যাঙ্কে যেতে হচ্ছে। তাতেও কাজ হচ্ছে না। প্রকল্পের গতিও শ্লথ হয়ে পড়ছে।” প্রসঙ্গত, ২০১২ সাল থেকে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মালদহ, জলপাইগুড়ি, ও পশ্চিম মেদিনীপুর জেলা-সহ দেশের পিছিয়ে পড়া জেলাগুলিতে মহিলাদের অর্থনৈতিক ও সামাজিক ভাবে উন্নতির জন্য স্বনির্ভর গোষ্ঠী গড়ার প্রকল্প নেয় কেন্দ্রীয় অর্থমন্ত্রক। শরদিন্দুবাবু জানান, বাঁকুড়া জেলার ২২টি ব্লকে তাঁরা কাজ করছেন। তাঁর দাবি, জেলায় ১০৫৬টি স্বনির্ভর গোষ্ঠী গড়া হয়েছে, যাদের মধ্যে প্রায় ৩৪২টি গোষ্ঠী বিভিন্ন ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারছে না। পরিষদের প্রকল্পের কো-অর্ডিনেটার রীনা মুখোপাধ্যায় জানান, এসডিওদের মধ্যস্থতায় ব্যাঙ্কগুলির কর্মকর্তাদের নিয়ে একাধিকবার বৈঠক করা হলেও লাভ হয়নি।” এসডিও (বাঁকুড়া সদর) অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, “ব্যাঙ্কগুলির পরিকাঠামোগত সমস্যা রয়েছে ঠিকই কিন্তু গোষ্ঠীগুলির কাজে দ্রুততা আনতে তাঁদের নির্দেশ দিয়েছি।”

খুনের চেষ্টা, গ্রেফতার
মদ্যপ অবস্থায় মাকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টার অভিযোগে ছেলেকে গ্রেফতার করল রঘুনাথপুর থানার পুলিশ। সুপ্রিয় নাথ নামে ওই ব্যক্তিকে বৃহস্পতিবার রাতে তাঁর বাড়ি থেকে পুলিশ ধরে। শুক্রবার তাঁকে রঘুনাথপুর আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হাজত হয়েছে। অভিযোগ, রঘুনাথপুরের নন্দুয়াড়া মোড়ের বাসিন্দা সুপ্রিয় বুধবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে বৃদ্ধ মা বেলাদেবীকে অস্ত্র দিয়ে আঘাত করেন। রঘুনাথপুর হাসপাতালে তিনি ভর্তি। রাতে তিনি ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

প্রধান শিক্ষক ধৃত
মিড-ডে মিল-সহ সর্বশিক্ষা মিশনের কাজে হিসেবের গরমিলের অভিযোগে বাঁকুড়া জেলা স্কুলের প্রধান শিক্ষককে শুক্রবার রাতে গ্রেফতার করল পুলিশ। তাঁর নাম সোমনাথ গঙ্গোপাধ্যায়। জেলাশাসক বিজয় ভারতী বলেন, “মিড-ডে মিল-সহ কিছু সরকারি প্রকল্পের হিসেব চেয়ে তাঁর কাছে পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলাম।” জেলা পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, “জেলাশাসকের অভিযোগের তদন্ত করে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।”

মন্দির উদ্বোধন
মন্দির উদ্বোধন উপলক্ষে দিনভর বিভিন্ন অনুষ্ঠান হল সাঁতুড়ির পছন্দপুর গ্রামে। বৃহস্পতিবার ওই গ্রামের তিনশো বছরের কালী মন্দিরের সংস্কার করে উদ্বোধন হয়। গ্রামের বাসিন্দা বংশীধর চক্রবর্তী জানান, কলস নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেন গ্রামের মেয়েরা। পরে হয় নরনারায়ণ সেবা। বিকেল থেকে রাত পর্যন্ত চলে জাদু প্রদর্শনী, স্থানীয় শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রা।

তরুণীর দেহ
মাটিতে পুঁতে রাখা এক তরুণীর দেহ মিলল বোরো থানার আগুইবিল হাইস্কুলের কাছে একটি গর্তে। শুক্রবার গর্তের মাটি কোনও ভাবে সরে যাওয়ায় তা বাসিন্দাদের নজরে আসে। পুলিশ জানিয়েছে, মৃতার বয়েস ২০ বছর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.