বাস্কেটবল ক্যাম্প
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
প্রায় দেড়শো খুদে বাস্কেটবলারের মধ্যে থেকে ৩৫ জনকে বেছে নিয়ে ‘সামার কোচিং ক্যাম্পে’র আয়োজন করেছে জেলা ভলিবল ও বাস্কেটবল সংস্থা। রবিবার থেকে অরবিন্দ স্টেডিয়ামে এই ক্যাম্প হবে। বাস্কেটবলারদের প্রশিক্ষণ দেবেন স্থানীয় প্রশিক্ষকেরা। সংস্থার সাধারণ সম্পাদক বনবিহারী যশ বলেন, “ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে আমরা জেলা ও রাজ্যস্তরে প্রতিযোগিতায় দল তৈরি করব। টানা প্রশিক্ষণ পেয়ে উন্নত মানের বাস্কেটবলার তৈরি হবে।”
|
বেটোকে হারাতে পারে চার্চিল |
আই লিগ চ্যাম্পিয়ন হয়েও আর্থিক সমস্যায় চার্চিল ব্রাদার্স। পরিস্থিতি এমনই যে, আগামী মরসুমে বেটোকে রাখতে চাইছে না গোয়ার ক্লাবটি। ক্লাবের তরফে বলা হয়েছে, চলতি মরসুমের এক-চতুর্থাংশ অর্থে রাজি হলে তবেই বেটোর সঙ্গে চুক্তি হবে। বেটোর পাশাপাশি তিন মাসের বেতন বকেয়া সন্দীপ নন্দী, হেনরি-সহ বেশ কয়েকজনের। বৃহস্পতিবার ছিল চার্চিল কর্ণধার চার্চিল আলেমাওয়ের জন্মদিন। সেই পার্টিতে টিডি সুভাষ ভৌমিক ও ফুটবলারদের বকেয়া মিটিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু সেখানে হাজার পনেরো লোক আমন্ত্রিত হলেও বকেয়া মেটানো হয়নি। আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য স্মারক দিয়েই বিদায় করা হয় প্লেয়ারদের। আর্থিক ডামাডোলের এই পরিস্থিতিতে বেকায়দায় সুভাষও। ক্লাবের আর্থিক টানাটানির দিনে তিনিও সে ভাবে উদ্যোগ নিয়ে দল গড়তে পারছেন না। গোটা দল নিয়ে এ দিন গোয়ার রাজ্যপালের আমন্ত্রণে রাজভবনে মধ্যাহ্নভোজে যান সুভাষ। ফোনে বললেন, “স্বপ্ন ছিল এএফসি-র জন্য মজবুত দল গড়া। কিন্তু আর্থিক জটিলতার কারণে বুঝতে পারছি না কী হবে। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসলে সেখানেই আগামী মরসুমের দল কী হবে তা জানতে চাইব।” রবিবার চার্চিল ভাইদের সঙ্গে আলোচনায় বসতে পারেন সুভাষ। এ দিকে, এ দিন আগামী মরসুমে ইস্টবেঙ্গলে খেলার জন্য চুক্তিবদ্ধ হলেন চিডি। বাকি বিদেশিদের সঙ্গেও কথা চলছে।
|
২৭ বছরের ম্যানেজার জীবনে তাঁর সাফল্যের পিছনে রহস্য আর জল্পনার শেষ নেই। ওয়েস্ট ব্রমউইচের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে একে একে রহস্য ফাঁস করছেন অ্যালেক্স ফার্গুসন স্বয়ং। যার সাম্প্রতিকতম সংযোজন ‘ফার্গি টাইম’। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিদায়ী ম্যানেজার এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন রেফারি আর ম্যাচ অফিসিয়ালদের বরাবর চাপ দিয়ে এসেছেন তিনি। রেফারিকে ‘অতিরিক্ত সময়’ নিয়েও চাপে রেখেছেন। টিমের স্বার্থে সময় (ফার্গি টাইম) আদায় করে নিয়েছেন। বিপক্ষের ম্যানেজারের সঙ্গে মস্তিষ্কের লড়াইও দারুণ উপভোগ করেছেন এই চাপে রাখার কৌশলেই। রবিবার সোয়ানসি সিটির ম্যাচেও চতুর্থ রেফারি ‘আট মিনিট’ বোর্ড দেখালে ফার্গি বলেছেন, ‘আবার ভেবে দেখুন’। যা শুনে মোরিনহোর প্রতিক্রিয়া, ইস আমারও যদি ফার্গির মতো রেফারিদের ভয় দেখানোর ক্ষমতা থাকত!
|
বুয়েনস আইরেসে প্রাক্তন বান্ধবী ভেরোনিকা ওজেদা ও তাঁর তিন মাসের শিশুপুত্রকে দেখতে এসে আবার ঝামেলায় জড়ালেন দিয়েগো মারাদোনা। প্রচণ্ড বৃষ্টির মধ্যে আর্জেন্তিনার কিংবদন্তি ফুটবলার সাংবাদিকদের দিকে পাথর ছুড়ে মারেন, ফটোগ্রাফারদের লাথিও মারেন। শুধু তাই নয়, বিমানে আসার সময় এক যাত্রীর সঙ্গে মারামারি করেন বলেও অভিযোগ মারাদোনার বিরুদ্ধে। গত বছর ৫২ বছর বয়সি মারাদোনাকে আল ওয়াসল ক্লাবের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হলেও এখন তিনি ২২ বছর বয়সি বান্ধবীকে নিয়ে দুবাইতেই থাকেন।
|
আইসিসিতে ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে শিবরামকৃষ্ণনের নিয়োগ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এশিয়ার অন্য ক্রিকেট বোর্ড এই বিষয়ে ভারতীয় বোর্ডের বিপক্ষে, এই ধারণা থাকলেও পাক বোর্ড কিন্তু শিবরামকৃষ্ণনকেই সমর্থন করছে বলে জানিয়েছেন পিসিবির এক কর্তা। পাকিস্তানে পুনরায় ক্রিকেট চালুর যাবতীয় প্রয়াসের বিরোধিতা করার কারণেই শিবরামকৃষ্ণনের প্রতিদ্বন্দ্বী টিম মে-কে সমর্থন করেনি পাক বোর্ড।
|
বিশ্ব টেবল টেনিস চ্যাম্পিয়নশিপের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন ভারতের অচান্ত শরথ কমল। তিনি ১-৪ হারেন জার্মানির টিমো বোলের কাছে। এর আগে ভারতের মিক্সড ডাবলস জুটি সৌম্যজিৎ ঘোষ এবং মৌমা দাস ২-৪ হারেন হংকংয়ের পেং ট্যাং ও উইং নামের বিরুদ্ধে। এই হারের ফলে বিশ্ব টিটিতে ভারতীয়দের চ্যালেঞ্জ এ বারের মতো শেষ। |