আইপিএলে স্পট-ফিক্সিং নিয়ে যখন তীব্র বিতর্ক দেশজুড়ে, তখন সেই প্রেক্ষাপটে প্রথম মুখ খুলল কেকেআর। জুহি চাওলার মনে হচ্ছে, শান্তাকুমারন শ্রীসন্তের ক্রিকেট কেরিয়ার শেষ। শুধু তাই নয়, সতর্ক না থাকলে ভবিষ্যতে ক্রিকেটারদের কেরিয়ার চরম সঙ্কটে পড়তে পারে বলেও মনে করছেন নাইট মালকিন। “শ্রীসন্ত খুবই ভাল ক্রিকেটার ছিল। লোভে পড়ে এই জিনিস করল। আমার মনে হয়, ওর কেরিয়ার শেষ,” এ দিন বলে দেন জুহি। সঙ্গে তাঁর সংযোজন, “ঘটনাটা দেখে আমি রীতিমতো চমকে গিয়েছিলাম। কেরিয়ারকে লম্বা করতে হলে ক্রিকেটারদের আরও সতর্ক, আরও সোজাসাপ্টা ভাবে চলা উচিত। ওদের জন্য সত্যি খুব খারাপ লাগছে। কিন্তু ঘটনাটা একটা শিক্ষা হয়ে থাকল।” |
হাল্কা মেজাজে। শুক্রবার টিম হোটেলে নাইটরা। ছবি: উৎপল সরকার |
এ দিন বিকেল নাগাদ আইপিএলে নিয়মরক্ষার শেষ ম্যাচের জন্য হায়দরাবাদ রওনা হয়ে গেল জুহির টিম। আগামী রবিবার সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে ম্যাচ। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া নিয়ে শোক আছে, কেউ কেউ বলেও ফেললেন, “ছ’টা ম্যাচের ছ’টাই জিততে হবে, এই অসহ্য চাপটা নিতে পারলাম না।” কিন্তু স্পট-ফিক্সিং কাণ্ডের তেমন প্রভাব পড়েছে বলে টিমের বহিরঙ্গ দেখে মনে হবে না। দুপুরের দিকে টিম হোটেলে ‘দ্য টেলিগ্রাফ’-এর অনুষ্ঠানে খোলামেলা মেজাজেই পাওয়া গেল কেকেআর টিমকে।
জাক কালিস যেখানে শাঁখ বাজানোর ব্যর্থ চেষ্টা করলেন! রায়ান টেন দুশখাতে এক ভক্তকে প্রশ্ন করে বসলেন, “আচ্ছা বলুন তো ২০১১ বিশ্বকাপে আমি দক্ষিণ আফ্রিকার কোন ক্রিকেটারকে আউট করেছিলাম?” ভক্ত শুনে একটু থতমত, আন্দাজও পাননি জলজ্যান্ত উত্তর রায়ান টেনের পাশেই বসে জাক কালিস!
কিন্তু অন্দরমহলের ছবিটা কিছুটা হলেও ভিন্ন। রায়ান ম্যাকলারেন যেমন রীতিমতো ক্ষুব্ধ শ্রীসন্তদের ন্যক্কারজনক কাণ্ডকারখানা দেখে। বলেও ফেললেন, “যারা এই জিনিস করতে পারে ক্রিকেটে তাদের কোনও জায়গা থাকাই উচিত নয়। এই সমস্ত ক্রিকেটারদের ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়া উচিত।”
সন্ধের দিকে একটি টিভি চ্যানেল আবার বিতর্কে পরোক্ষে ভাবে জড়িয়ে দেয় কেকেআরকে। দেখাতে থাকে, গত ৩ মে-র রাজস্থান বনাম কেকেআর ম্যাচও নাকি মাইক্রোস্কোপের তলায়। ইডেনে ম্যাচটা বিশ্রী হেরেছিল রাজস্থান। চ্যানেলের দাবি, যা নাকি দিল্লি পুলিশের কাছে বিশেষ সুবিধের ঠেকছে না। কেকেআর ম্যানেজমেন্ট যদিও ব্যাপারটাকে পাত্তা দিচ্ছে না। বরং টিমের কর্তারা বেশ বিরক্ত। এক শীর্ষ কর্তা রাতে বলছিলেন, “যা চলছে, তাতে রাজস্থান যে ম্যাচে হেরেছে বা হারবে, সব ক’টাকেই ফিক্সড বলা হবে। আর ইডেনের ম্যাচে আমার অন্তত অন্য রকম কিছু মনে হয়নি। কেকেআর ম্যাচটা জিতেছিল ভাল খেলে। সেই কৃতিত্বকে এ ভাবে ছোট করার কোনও মানে হয় না।” |