|
|
|
|
|
|
খেলা |
কঠিন লড়াই |
চন্দন রুদ্র |
চাকরির সুযোগ আছে। কিন্তু চর্চার খরচ এত বেশি যে মাঝ পথে অনেকেই ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। এ কথা শোনা গেল সম্প্রতি হাওড়ায় অনুষ্ঠিত অল বেঙ্গল ওপেন সিনিয়র বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নের খেতাব জিতেলেন বর্ধমানের দেবব্রত দাস।
ওয়েস্ট বেঙ্গল বডি বিল্ডিং অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করেছিল কালিকাপ্রসাদ ব্যানার্জি লেনের ক্ষীরেরতলা বারোয়ারি ব্যায়াম সমিতি। ছ’টি ওজনভিত্তিক বিভাগে ১০০-এর বেশি প্রতিযোগী
অংশ নেন। |
|
দক্ষিণ কলকাতার যাদবপুরের কৃষ্ণা বডি বিল্ডিং সেন্টারের হয়ে প্রতিযোগিতায় নেমেছিলেন মুকুন্দপুরের তপন পোড়েল। ৫৫ কেজি বিভাগে প্রথম হয়ে তপনবাবু বললেন, “বৃদ্ধা মা’কে নিয়ে থাকি। কখনও রঙের, কখনও রাজমিস্ত্রির কাজ করি। রোজ কাজ মেলে না। তা ছাড়া ৩০০ টাকা মজুরি পেলে ১৫০ টাকা খেতেই চলে যায়।” ৬৫ কেজি বিভাগে প্রথম হলেন দেবরাজ। তিনি বললেন, “নিজেকে তৈরি করতে মাসে ৭ থেকে ৮ হাজার টাকা খরচ হয়। চাকরি না পেলে বেশি দিন চালানো মুশকিল হবে।”
সব বিভাগের সেরাদের নিয়ে ‘চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নস’ খেলা হয়। জেতেন বর্ধমানের দেবব্রত দাস। ওয়েস্ট বেঙ্গল বডি বিল্ডিং অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কানু মজুমদার বললেন, “জাতীয় স্তরে সফল হলে আর্থিক পুরস্কার ও চাকরির সুযোগ রয়েছে। তবে অনুশীলনের অনেক খরচ।” |
ছবি: দীপঙ্কর মজুমদার |
|
|
|
|
|