প্রতিবেশীকে পিটিয়ে খুন, ধৃত ১
নিজস্ব সংবাদদাতা • উদয়নারায়ণপুর |
প্রতিবেশীকে পিটিয়ে খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে উদয়নারায়ণপুরের উত্তর মানশ্রী গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ চক্রবর্তীকে (৪৩) তাঁর বাড়িতেই রড ও লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। উদয়নারায়ণপুর হাসপাতালে ভর্তি করানো হলে শুক্রবার সকালে তিনি মারা যান। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে তাঁর ভাই অভিজিৎবাবু জানিয়েছেন, সম্প্রতি স্ত্রী মারা যাওয়ায় বিশ্বজিৎবাবু মানসিক অবসাদে ভুগছিলেন। পাড়ার কিছু ছেলে তাঁকে উত্যক্ত করত। প্রতিবেশী নবকুমার কাজির ছেলে দিন কয়েক আগে উত্যক্ত করায় বিশ্বজিৎবাবু তাকে চড় মারেন। সেই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার নবকুমার, তাঁর প্রতিবেশী প্রসেনজিৎ কাজি এবং নব কাজিকে নিয়ে বৃহস্পতিবার বিশ্বজিৎবাবুর উপরে চড়াও হয়ে তাঁকে মারধর করে। পুলিশ জানিয়েছে, ওই অভিযোগের ভিত্তিতে প্রসেনজিৎ কাজিকে গ্রেফতার করা হয়। বাকি দুই অভিযুক্ত পলাতক। তাদের খোঁজ চলছে।
|
হুগলিতে ঝড়ে মৃত্যু দু’জনের
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
ঝড়ে বাড়ি ফেরার পথে গাছের ডাল মাথায় ভেঙে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় তারকেশ্বরের তালপুর গ্রামে। পুলিশ জানায়, মৃত ব্যক্তির নাম অরবিন্দ দাস (৪০)। তিনি এদিন সন্ধ্যায় কালবৈশাখীর ঝড়ে দ্রুত পা চালিয়ে বাড়ির পথে রওনা দেন। কিন্তু শেষরক্ষা হয়নি। গাছের ডাল ভেঙে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অন্য আর একটি ঘটনায় পাণ্ডুয়ার জগন্নাথপুর গ্রামে নারকেল গাছ ভেঙে পড়ে আরও এক মহিলার মৃত্যু হয়। মৃতার নাম সুজাতা মিস্ত্রি (৩৭)। এদিন সন্ধ্যায় সরাই-তিন্না পঞ্চায়েত এলাকায় ওই গ্রামে ঘটনাটি ঘটে। দুটি ক্ষেত্রেই পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
|
গাড়ির ধাক্কায় প্রৌঢ়ের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
বাজার থেকে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে আরামবাগের নৈসরাইতে। পুলিশ জানায়, মৃতের নাম প্রণবকুমার গুপ্ত (৫৮)। তিনি ওই এলাকারই বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার পরে স্থানীয় লোকজন গুরুতর জখম অবস্থায় তাঁকে আরামবাগ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরের সময়ে পথেই তিনি মারা যান। ওই দুর্ঘটনার পরে স্থানীয় লোকজন পথ অবরোধ করেন। আধ ঘণ্টার মধ্যেই পুলিশ অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ গাড়িটি আটক করেছে। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।
|
শিক্ষাবিদ প্রয়াত
নিজস্ব সংবাদদাতা • খানাকুল |
প্রয়াত হলেন খানাকুলের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী খগেন্দ্রনাথ ভট্টাচার্য। বয়স হয়েছিল ৯৭ বছর। বুধবার খানাকুলের হেলানে নিজের বাড়িতেই বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। আশির দশকে তিনি স্থানীয় সেকেন্দারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে অবসর নেন। বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। |