|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
উপস্থাপনায় এসেছে একঘেয়েমি |
মৃণাল ঘোষ |
আইসিসিআর গ্যালারিতে সম্প্রতি অনুষ্ঠিত হল সাত পুলিশকর্মীর আঁকা ছবির প্রদর্শনী। প্রত্যেকের ছ’সাতটি করে ছবি ছিল। উপস্থাপনার একটি বৈশিষ্ট্য হল সব ছবিই ক্যানভাসের উপর অ্যাক্রিলিকে আঁকা। এই সৈনিকসুলভ নিয়মানুবর্তিতায় উপস্থাপনায় কিছু একঘেয়েমি এসেছে। সব ছবিই অবয়বী। |
|
স্বাভাবিকতা, প্রতিচ্ছায়াবাদ ও ভারতীয়তার আঙ্গিকে আঁকা। শিল্পীরা ছিলেন দেবপ্রসাদ রাউত, অভিজিৎ সাহা, প্রহ্লাদ মণ্ডল, শঙ্কর বসু পাণ্ডে, শঙ্কর রায় ও সুবীর হাজরা। দায়িত্বপূর্ণ কাজের মধ্যেও তাঁরা যে নিজেদের সৌন্দর্যসৃষ্টিতে মগ্ন রেখেছেন, তার অভিনবত্ব অনস্বীকার্য। |
প্রদর্শনী
চলছে
সিমা: ‘সামার শো’ ২১ জুলাই পর্যন্ত।
তাজ বেঙ্গল: প্রদীপ কাল শেষ।
গগনেন্দ্র প্রদর্শশালা: জয়দেব দে ২১ মে পর্যন্ত।
কেমোল্ড: গৌতম দাস ২১ মে পর্যন্ত।
অ্যাকাডেমি: হরিলাল ২২ মে পর্যন্ত। ছন্দা সিংহ ২২ মে পর্যন্ত।
অভিজিৎ, বরুণ ২২ মে পর্যন্ত। ‘২০১৩ রাগা’ ২২ মে পর্যন্ত।
মায়া আর্ট স্পেস: ‘সিন আনসিন’ ২৩ মে পর্যন্ত। |
|
|
|
|
|