তথ্যপ্রযুক্তি তালুক
মহিলাদের নিরাপত্তায় নয়া বাস রুট
সেক্টর ফাইভ তথ্যপ্রযুক্তি শিল্পে কাজ করেন প্রায় লক্ষাধিক কর্মী। যার মধ্যে মহিলাদের সংখ্যা কম নয়। কিন্তু কাজ শেষে বাড়ি ফেরার পথে অধিকাংশ দিনই নাকানি-চোবানি খেতে হয় পুরুষ ও মহিলা কর্মী সবাইকেই। তথ্যপ্রযুক্তি শিল্প মহলের বহুদিনের দাবি মেনে রাজ্য সরকার এ বার রাজারহাট-নিউ টাউন এবং সেক্টর ফাইভে নতুন বেশ কিছু বাসের রুট চালু করার সিদ্ধান্ত নিল। শুক্রবার মহাকরণে সেক্টর ফাইভের নবদিগন্ত শিল্পাঞ্চলের কর্তাদের সঙ্গে পরিবহণমন্ত্রী মদন মিত্র এবং পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়। ওই বৈঠকেই সেক্টর ফাইভের জন্য দিনের বিভিন্ন সময়ে এসি ভলভো বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিবহণমন্ত্রী মদন মিত্র বলেন, “তথ্যপ্রযুক্তি কর্মীরা ২৪ ঘণ্টা কাজ করেন। ওঁদের পরিবহণের খুব সমস্যা ছিল। তার সমাধানে এবং এই শিল্পের উন্নয়নে এটা আমাদের বিশেষ প্রয়াস।”
পরিবহণ দফতরের এক কর্তা জানাচ্ছেন, তথ্যপ্রযুক্তিসংস্থাগুলি বহুদিন থেকেই তাঁদের কাছে সেক্টর ফাইভ এবং রাজারহাটে অতিরিক্ত বাস চালানোর দাবি জানাচ্ছিল। সংস্থাগুলির দাবি, ভোরে এবং রাতের দিকে সেক্টর ফাইভ এবং রাজারহাট-নিউ টাউনে বাস পরিষেবা কার্যত নেই। দিনের অন্যান্য সময়েও বাসের আকাল রয়েছে। ফলে তথ্যপ্রযুক্তি কর্মীদের অফিস আসা-যাওয়া করতে নানা অসুবিধা হয়। বিশেষত মহিলাদের মাঝেমধ্যেই বাসের অভাবে দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। এমন নানা সমস্যা ও সংস্থাগুলির দাবির কথা মেনে নিয়েই নতুন বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই কর্তা জানান।
রাজ্যের পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী মঙ্গলবার তিনটি রুটের বাস উদ্বোধন করা হবে। পরিবহণমন্ত্রী মদন মিত্র ছাড়াও পরিবহণ মন্ত্রিগোষ্ঠীর প্রধান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ওই অনুষ্ঠানে থাকবেন।
দিল্লির গণধর্ষণের ঘটনার পরে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক প্রতিটি রাজ্যকে মহিলাদের জন্য আরও বেশি করে পৃথক বাস চালানোর পরামর্শ দিয়েছে। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মন্ত্রকের পরামর্শও বিশেষ কারণ বলে জানাচ্ছেন রাজ্য পরিবহণ দফতরের কর্তারা। এক কর্তার কথায়, “তথ্যপ্রযুক্তি শিল্পে কাজের শেষে মহিলাদের বাড়ি ফেরার সময়ে নিরাপত্তার দিকটি বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। সে কারণেই সেক্টর ফাইভ থেকে আমরা আলাদা করে বাস পরিষেবার ব্যবস্থা করছি।”
সাধারণত সেক্টর ফাইভের কল সেন্টার বা বিপিও সংস্থাগুলি মহিলা কর্মীদের গাড়িতে ‘পিক-আপ ও ড্রপ’ দিয়ে থাকে। কিন্তু তার বাইরেও বিভিন্ন সময়ে বহু মহিলা কর্মীর ভরসা শাটল গাড়ি বা বেসরকারি বাস। ইদানীং কিছু এসি বাসও সেক্টর ফাইভ রুটে চলাচল করে। কিন্তু চাহিদার সঙ্গে পরিষেবার বিরাট ফারাক রয়েছে বলে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিই জানাচ্ছে।পরিবহণ দফতর সূত্রের খবর, সকাল ছ’টা থেকে দুপুর বারোটা ও সন্ধ্যা ছ’টা থেকে রাত বারোটা অবধি সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ এবং উল্টোডাঙা পর্যন্ত এসি মার্কোপোলো এবং ভলভো বাস চলবে পশ্চিমবঙ্গ ভূতল পরিবহণ নিগমের অধীনে। ঠিক হয়েছে, সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ অবধি ভাড়া হবে ৩০ টাকা এবং উল্টোডাঙা রুটে ২০ টাকা। এ ছাড়া, রাজারহাট-নিউ টাউন থেকে সেক্টর ফাইভ এবং কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রুট ঘুরে জোকা অবধিও একটি এসি বাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। ওই বাসটি একটু বেশি রাত পর্যন্ত চালানোর কথা ভাবা হচ্ছে বলে দফতর সূত্রে জানা গিয়েছে।
বেঙ্গালুরু, হায়দরাবাদে গত এক-দেড় বছরে বিপিও-র মহিলা কর্মীকে ধর্ষণ-সহ নানা ধরনের ঘটনা ঘটেছে। এর মধ্যে দুই মহিলা কর্মীকে ধর্ষণ করেছিল অফিসের গাড়ির চালকই। এক জনকে ধর্ষণের পর খুনও করা হয়। এই ধরনের কিছু ঘটনার পর থেকে তথ্যপ্রযুক্তি শিল্পে মহিলা কর্মীদের নিরাপত্তার বিষয়টি অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.