পরিষেবা নিয়ে ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
নিকাশির সমস্যা, পানীয় জলের সঙ্কট, বেআইনি ভাবে পুকুর ভরাট করে গৃহ নির্মাণ, মহিলাদের শৌচাগারের দাবি-সহ পরিষেবার নানান সমস্যা তুলে বৃহস্পতিবার কংগ্রেস পরিচালিত দুবরাজপুর পুরসভায় স্মারকলিপি দিল তৃণমূল। বিক্ষোভও দেখায় তারা। তবে জুলাই মাসে পুরসভার মেয়াদ শেষ। হওয়ার মুখে তৃণমূলের স্মারকলিপি দেওয়াকে পুর-ভোটের প্রস্তুতি হিসেবেই দেখছেন স্থানীয় বাসিন্দারা। তৃণমূল নেতা মলয় মুখোপাধ্যায় বলেন, “শুধু পুর-পরিষেবা নয়, দিনের পর দিন এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এলাকায় মধ্যে থাকা পুকুর বেআইনি ভাবে ভরাট করে বাড়ি তৈরি করাচ্ছে। কিন্তু পুরসভা ব্যবস্থা না নিয়ে চুপ করে রয়েছে।” পুরপ্রধান পীযূষ পাণ্ডের দাবি, “পাকা নর্দমা তৈরি হয়েছে গত দশ বছরে। পুকুর ভরাট করে নয়, পুকুর পাড় সমান করে বাড়ি বানানো হচ্ছে। যেমনটা অন্য শহরেও হয় দুবরাজপুরেও দীর্ঘদিন ধরে হচ্ছে।” মহিলাদের জন্য শৌচাগারের প্রশ্নে পুরপ্রধান বলেন, “দুবরাজপুর থানা, বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় জায়গার সমস্যার জন্য শৌচাগার বানানো যায়নি।”
|
গাড়ি চুরি, গ্রেফতার ২
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
চুরি যাওয়ার আট দিনের মধ্যেই একটি গাড়ি উদ্ধার করল সিউড়ি পুলিশ। গত ৮ মে রাতে সিউড়ি থানা এলাকা থেকে একটি গাড়ি চুরি যায়। পুলিশ জানতে পারে ওই চুরির সঙ্গে আমোদপুরের বাসিন্দা মনোরঞ্জন হেলা জড়িত রয়েছে। তবে অন্য গাড়ি চুরির অভিযোগে আগেই রামপুরহাট পুলিশ তাকে গ্রেফতার করেছে। রামপুরহাট আদালতে তোলা হলে তার দু’দিন পুলিশি হেফাজত হয়। তাকেই জিজ্ঞাসাবাদ করে বৃহস্পতিবার রাতে সিউড়ির বাসিন্দা দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাকে আদালতে তোলা হলে ১৪ দিন জেলহাজত হয়। আজ, শনিবার মনোরঞ্জনকে ফের আদালতে তোলা হবে।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
পাথর বোঝাই ট্রাকের চাকায় রাস্তার পাথর ছিটকে মৃত্যু হল এক শ্রমিকের। শুক্রবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে রামপুরহাটের সুরুচুয়া এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম পল্লব কর্মকার (২৮)। তাঁর বাড়ি বর্ধমানের কেতুগ্রাম থানা এলাকায়।
|
তালা ভেঙে চুরি
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
স্কুলের মূল প্রবেশদ্বারের তালা ভেঙে প্রধান শিক্ষকের ঘরে ঢুকে স্কুলের কম্পিউটার-সহ নানা আসবাবপত্র চুরি করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে মুরারইয়ের রতনপুর জেএন ইনস্টিটিউশনের ঘটনা।
|
দুবরাজপুরের ১৪ নম্বর ওয়ার্ডে থাকা ‘কালীপুকুর’ থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম শিবু গড়াই (৫০)। বাড়ি দুবরাজপুর থানা এলাকার হেতমপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুবরাজপুরের পাওয়ার হাউসমোড়ে একটি হোটেলের কর্মী ছিলেন তিনি। দুপুরে কাজের পর স্নান করতে গিয়ে আর ফেরেননি। |