টুকরো খবর
বাবা-মা খুন, যাবজ্জীবন ছেলের
সাজাপ্রাপ্ত রবি মুর্মু। —নিজস্ব চিত্র
ডাইনি সন্দেহে বাবা-মাকে কুপিয়ে খুন করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড হল ছেলের। বৃহস্পতিবার পুরুলিয়া আদালতের জেলা দায়রা বিচারক সুদীপ নিয়োগী এই রায় দেন। আসামি রবি মুর্মুর বাড়ি বান্দোয়ান থানার বুড়িঝোর গ্রামে। বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে ২০০০ টাকা জরিমানা ও অনাদায়ে আরও দু’মাস কারাদণ্ডের সাজা দিয়েছেন। সরকার পক্ষের আইনজীবী পঙ্কজ গোস্বামী জানান, রবির স্ত্রী বাসন্তী দীর্ঘদিন রোগে ভুগে মারা যান। এর পরে এক গুনিন রবিকে জানায়, তার মা ও বাবা ডাইনি। সেই সন্দেহে রবি তার বাবা শুকরাম মুর্মু ও মা নীলমণি মুর্মুকে খুন করে। পরে বান্দোয়ান থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশের কাছে রবি জানায় খুনের কাজে সে ধারালো কুড়ুল ও কাঁইত ব্যবহার করেছিল। তার কাছ থেকে খবর পেয়েই পুলিশ ওই গ্রামে গিয়ে দেহ দু’টি উদ্ধার করে। ঘটনাটি গত বছরের ১৬ মে ঘটেছিল। ওই গ্রামেরই এক পড়শির অভিযোগের ভিত্তিতে পুলিশ রবিকে গ্রেফতার করে। তদন্ত শেষে পুলিশ দু’মাস বাদে আদালতে চার্জশিট পেশ করে। মামলার বিচার শুরু হয় সেপ্টেম্বর মাসে। রবি এতদিন জেলেই ছিল।

পুরনো খবর:
ট্রেনে লুঠ, ৮ বছর জেল
ট্রেন যাত্রীদের মাদক মেশানো খাবার খাইয়ে বেহুঁশ করে লুঠপাট করার দায়ে ৮ বছর কারাদণ্ড হল চার যুবকের। বৃহস্পতিবার এই রায় দিয়েছেন পুরুলিয়ার ফাস্ট ট্র্যাক প্রথম কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক প্রসাদকুমার রায়। আসামিরা হল ভিখন মণ্ডল, পতি মণ্ডল, কারু মণ্ডল ও বিশু মণ্ডল। ঝাড়খণ্ডের জামতাড়ায় তাদের বাড়ি। পুলিশ সূত্রের খবর, ২০১০ সালের ১৩ মে টাটনগর-ছাপরা এক্সপ্রেসে টাটানগর থেকে আসানসোলের দিকে যাচ্ছিলেন ঝাড়খণ্ডের জোসিডির বাসিন্দা উত্তম রায় ও মুর্শিদাবাদের বাসিন্দা শেখ হাসিবুল। রাতে আসানসোল ষ্টেশনে ট্রেনের কামরা থেকে অচৈতন্য অবস্থায় তাঁদের উদ্ধার করে আসানসোল রেল পুলিশ। পরের দিন হাসপাতালে তাঁদের জ্ঞান ফেরে। তাঁরা পুলিশকে জানান, টাটানগরে চার ব্যক্তি ওই ট্রেনে তাঁদের সঙ্গে উঠেছিল। তাঁরা ঠান্ডা পানীয় খেতে অনুরোধ করেছিল। সেই পানীয় পান করার পরেই তাঁরা বেহুঁশ হয়ে পড়েন। পরে জানা যায়, তাঁদের টাকা খোয়া গিয়েছে। তাঁদের দেওয়া বিবরণ শুনে রেলপুলিশ বর্ধমানের সীতারামপুর রেল স্টেশন থেকে ওই চার জনকে গ্রেফতার করে। পুরুলিয়া রেলপুলিশের এলাকায় লুঠের ঘটনাটি ঘটায় তদন্ত করে পুরুলিয়ার রেল পুলিশ।

পুরনো খবর:

অবৈধ মদ বিক্রি বন্ধের আবেদন
পুলিশের কাছে এলাকায় অবৈধ মদ বিক্রি পুরোপুরি বন্ধ করার দাবি জানাল রঘুনাথপুর শহরের ‘মদ উচ্ছেদ ও নারী সুরক্ষা কমিটি’। বৃহস্পতিবার বিকালে সংগঠনের তরফে ওই দাবিতে রঘুনাথপুর থানায় স্মারকলিপি দেওয়া হয়। তার আগে শহরে মিছিল করেন কমিটির সদস্যরা। থানার সামনে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে কমিটির নেতৃত্বে মহিলারা আধঘণ্টা বিক্ষোভ দেখানোয় যানজটও হয়। গত মাসেই অবৈধ মদের দোকান ও ভাটি উচ্ছেদ করেছিলেন মহিলারা। সংগঠনের সম্পাদিকা নীলিমা ভদ্রের অভিযোগ, “অবৈধ দোকানগুলি ভাঙার পরেও শহরের কিছু স্থানে অবৈধ ভাবে মদ বিক্রি চলছে। কিছু লোক বাড়িতে চোলাই মজুত করে রেখেছে।” কোন কোন এলাকায় কে কে মদ বিক্রি করছে, এ দিন পুলিশের কাছে তার তালিকাও দিয়েছে ওই সংগঠনটি। পুলিশের দাবি, রঘুনাথপুর শহর-সহ পাশের এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ মদের দোকানগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে।

লাইনচ্যুত মালগাড়ি
মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ করে ফেরার পথে একটি খালি মালগাড়ির কয়েকটি চাকা লাইনচ্যুত হল। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে রানিগঞ্জ-বাঁকুড়া ৬০ নম্বর জাতীয় সড়কের দুর্লভপুর রেল ক্রসিংয়ে। ঘটনার জেরে কয়েক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয় জাতীয় সড়কে। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের চিফ ইঞ্জিনিয়ার দেবাশিস মিত্র বলেন, “দুপুরে কয়লা রেখে ফেরার পথে মালগাড়িটির কয়েকটি চাকা লাইনচ্যুত হয়। আসানসোল থেকে রেলের ক্রেন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।” এই লেভেল ক্রসিংটিতে ওভারব্রিজ গড়ার দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন স্থানীয় বাসিন্দারা। তৃণমূলের অন্যতম জেলা সম্পাদক নিমাই মাজি বলেন, “আমরা ক্ষমতায় আসার আগে ও পরে বহুবার এমটিপিএস কর্তৃপক্ষের কাছে এই ক্রসিংয়ে ওভারব্রিজ গড়ার দাবি জানিয়েছি। কিন্তু, কাজের কাজ হয়নি।” দেবাশিসবাবু বলেন, “এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার। আমার কিছু বলার নেই।”তাদেরকেই টাকা দেওয়া হয়। অনেকে ভুল বুঝে ঝামেলা পাকাচ্ছেন।

প্রতিবাদসভা
অর্থলগ্নি সংস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের নেতা-নেত্রীদের নামে সিপিএম কুৎসা ও অপপ্রচার চালাচ্ছে অভিযোগ তুলে বৃহস্পতিবার পাত্রসায়রে মোটরবাইক মিছিল ও প্রতিবাদসভা করল তৃণমূল। এ দিন বিকেলে কাঁকরডাঙা মোড়ের প্রতিবাদসভায় হাজির ছিলেন তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি অরূপ খাঁ, জেলা কো-চেয়ারম্যান অরূপ চক্রবর্তী, জেলা যুব তৃণমূল সভাপতি সুরজিৎ মুখোপাধ্যায়, পাত্রসায়র ব্লক সভাপতি স্নেহেশ মুখোপাধ্যায়। প্রতিবাদসভা থেকেই দলের কর্মী-সমর্থকদের পঞ্চায়েত ভোটের জন্য আগাম প্রচার শুরু করার নির্দেশ দেন জেলা সভাপতি। এ দিনই বিকেলে খাতড়া শহরে একটি প্রতিবাদ মিছিল করে মহকুমা তৃণমূল শিক্ষা সেল।

দু’দলে কাজিয়া
পরস্পরের বিরুদ্ধে দলীয় পোস্টার ছেঁড়া ও কর্মীদের উপরে হামলা চালানোর অভিযোগকে কেন্দ্র করে চাপানউতোর শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপি-র মধ্যে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ভাদুলগ্রামে। বিজেপির বাঁকুড়া জেলা সাধারণ সম্পাদক অজয় ঘটকের অভিযোগ, “জনা ১২ তৃণমূল কর্মী ভাদুল অঞ্চলে আমাদের কার্যালয়ে দলের পোস্টার ছিঁড়ে কর্মীদের উপরে হামলা চালায়। পার্টি অফিসও ভাঙচুর করে। এই ঘটনায় আমাদের জনা পাঁচেক কর্মী আহত হয়েছেন।” বাঁকুড়া জেলা তৃণমূলের কো-চেয়ারম্যান অরূপ চক্রবর্তীর পাল্টা দাবি, “আমরা কারও উপরে হামলা চালাইনি। বরং কিছু বিজেপি কর্মীই ওই এলাকায় আমাদের দলীয় পোস্টার ছিঁড়ে তৃণমূল কর্মীদের পিটিয়েছে।” পুলিশ জানিয়েছে, দু’দলই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত চলছে।

পরিবহণ অফিস
ব্যস্ততা তুঙ্গে।—নিজস্ব চিত্র।
অতিরিক্ত আঞ্চলিক পরিবহণ দফতর চালু হল বিষ্ণুপুরে। বৃহস্পতিবার বিষ্ণুপুর মহকুমা অফিসের এক তলায় ওই অফিসের উদ্বোধন করেন রাজ্যের শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন জেলাশাসক বিজয় ভারতী, বিষ্ণুপুরের মহকুমাশাসক অদীপকুমার রায় প্রমুখ। এক অতিরিক্ত পরিবহণ আধিকারিক ও চার জন কর্মীকে নিয়ে অফিসটি চালু হল। শ্যামবাবু জানান, এ বার থেকে বিষ্ণুপুর মহকুমার ৬টি থানার বাসিন্দারা পরিবহণ সংক্রান্ত পরিষেবা বাঁকুড়ার আরটিও অফিসের পরিবর্তে এখানেই পাবেন। প্রথম দিনেই অনেকে ভিড় জমিয়েছিলেন।

গাছ থেকে পড়ে মৃত
বাঁশঝাড়ে উঠে বাঁশ কাটার সময় নীচে পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম বাসুদেব মাহাতো(৪৫)। বাড়ি পাড়া থানার কেতলাপুর গ্রামে। বুধবারের ঘটনা। গাছ থেকে পড়ার সময় বাঁশের কাঁটায় আঘাত লেগেছিল বাসুদেববাবুর। তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় রঘুনাথপুর ২ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। পরে পাঠানো হয় রঘুনাথপুর হাসপাতালে। বুধবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।

ডাকাতিতে ধৃত ২
ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে দু’জনকে গ্রেফতার করল রাইপুর থানার। ধৃতেরা হল রাইপুরের মাঝিডাঙা গ্রামের বিবেকানন্দ সিংহ এবং বড়ঝরিয়া গ্রামের শ্রীনাথ সিংহ। বুধবার বাড়ি থেকে তাদের ধরা হয়। বৃহস্পতিবার ধৃতদের খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। সোমবার রাতে রাইপুরের ললিতপাল গ্রামে একটি নির্মীয়মাণ বাড়িতে ঢুকে নগদ টাকা, গয়না লুঠ করে পালায় জনা কয়েক দুষ্কৃতী। পুলিশের দাবি, ওই ঘটনায় ধৃত দু’জন জড়িত ছিল।

হার ছিনতাই
এক শিক্ষিকার গলা থেকে হার ছিনতাই করে মোটরবাইকে চম্পট দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে পুরুলিয়া শহরের শরৎ সেন কম্পাউন্ড এলাকায় স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষিকা শান্তা মাজি স্কুলে যাওয়ার সময় দুষ্কৃতীরা হানা দেয় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দেহ উদ্ধার
বৃহস্পতিবার বলরামপুর ও বিরামডি স্টেশনের মাঝে রেল লাইন থেকে এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ মেলে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.