এক কলেজছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম শুভদীপ দাস (১৯)। রহড়া রামকৃষ্ণ বিবেকানন্দ শতবার্ষিকী কলেজের প্রথম বর্ষের ছাত্র শুভদীপ তাঁর কলেজেরই এক শিক্ষক শ্যামাপ্রসাদ বিশ্বাসের মেস বাড়িতে থাকতেন। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। পুলিশ জানিয়েছে, শুভদীপ তাঁর দুই সহপাঠীর সঙ্গে ওই মেস বাড়িতে থাকতেন। তাঁরা ও মেস মালিক পুলিশকে জানান, বুধবার রাতে ঘুমন্ত অবস্থায় চৌকি থেকে পড়ে খিঁচুনি শুরু হয় শুভদীপের। তার পরেই তিনি নিস্তেজ হয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। শুভদীপের বাবা স্বপনবাবু ছেলের দুই সহপাঠী অর্ণব চিনি ও সঞ্জু দাসের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, “আমার ছেলেকে বিষ খাইয়ে খুন করা হয়েছে। অত নিচু বিছানা থেকে পড়ে কি কেউ মারা যেতে পারে? আর শুভদীপ সম্পূর্ণ সুস্থ ছিল।” বৃহস্পতিবার সকালে খড়দহের ওই মেসের সামনে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। মেস মালিক শ্যামাপ্রসাদবাবু বলেন, “আমার কথা বলার সময় নেই। পুলিশ যখন সব জানে, তারাই ব্যবস্থা নিক।” রামকৃষ্ণ মিশন কলেজ কর্তৃপক্ষ শুভদীপের মৃত্যু নিয়ে মন্তব্য করতে চাননি। বেলঘরিয়ার এডিসি বিশ্বজিৎ ঘোষ বলেন, “খুনের অভিযোগ পেয়ে আমরা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছি। ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ বোঝা যাবে।”
|
এক আদিবাসী নাবালিকার অস্বাভাবিক মৃত্যু হল সন্দেশখালির দায়ুদপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুলতা মাহাতো (১৭)। বুধবার সকালে নিজের বাড়িতে তার মৃত্যু হয়। অভিযোগ, দু’বছর আগে কাজের লোভ দেখিয়ে তাকে কলকাতায় নিয়ে যায় দুর্গামণ্ডপ পঞ্চায়েতের সিপিএম সদস্য লক্ষণ মাইতি। সেই থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা। মৃতার বাবা বাবুরাম মাহাতোর অভিযোগ, অত্যাচারের কারণে তাঁর মেয়ের মৃত্যু হয়েছে। অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনের আগে নারী নির্যাতনের মতো ঘটনায় সিপিএমের নাম জড়িয়ে যাওয়ায় বিরোধী দলগুলি সোচ্চার হয়েছে। ঘটনার প্রতিবাদে তৃণমূলের তরফে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় লক্ষণ মাইতির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, দু’বছর আগে কাজ দেওয়ার নাম করে সুলতাকে কলকাতায় নিয়ে যায় লক্ষণ। তারপর থেকেই নিখোঁজ ছিল সে। পুলিশকে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ বাবার। দু’মাস আগে সন্দেশখালির ধামাখালি বাসস্ট্যাণ্ডের কাছে অসুস্থ অবস্থায় উদ্ধার হয় সুলতা। প্রথমে তাকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হলেও পরে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। বুধবার বাড়িতেই সে মারা যায়। দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
|
পাঁচ বছরের এক বালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তার গৃহশিক্ষককে। বুধবার রাতে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পুলিশ স্থানীয় পাঁচপোতা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রিন্টু রায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উনিশ বছরের রিন্টু বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। গত ৭ মে বিকেলে ওই বালিকা রিন্টুর কাছে পড়তে গিয়েছিল। সেই সময়ে রিন্টু তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। বুধবার বালিকার পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। বুধবার রাতে ওই যুবককে গ্রেফতার করা হয়। যদি রিন্টুর দাবি, তাকে ফাঁসানো হয়েছে।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। আহত হয়েছেন কয়েকজন । তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বসিরহাটের পিফাঁর কাছে ওই দুর্ঘটনায় মারা যান মোহনলাল চট্টোপাধ্যায় (৫৫) নামে এক প্রৌঢ়। তাঁর বাড়ি হাসনাবাদের ভেবিয়ায়। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, এ দিন বিকেল তিনটে নাগাদ একটি অটোরিকশায় বাড়ি যাচ্ছিলেন মোহনলালবাবু। কাঠখালির কয়লামোড়ের কাছে একটি ম্যাটাডর নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান মোহনলালবাবু। আহতদের হাসপাতালে পাঠান বাসিন্দরা।
|
পুলিশ ও গ্রামবাসীর তৎপরতায় উদ্ধার হল দুই নাবালিকা। বুধবার রাতে হাসনাবাদের বাইলানি গ্রাম থেকে গোবিন্দ মুণ্ডা নামে এক নারীপাচার চক্রের পাণ্ডাকেও গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া দুই নাবালিকার বাড়ি যথাক্রমে সন্দেশখালির নলকোড়া গ্রামে ও দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। ধৃতকে বৃহস্পতিবার বসিরহাটের এসিজেএম আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ জানিয়েছে, পরিচারিকার কাজের লোভ দেখিয়ে ওই দুই নাবালিকাকে হাসনাবাদের বাইলানি গ্রামে নিয়ে এসে গোবিন্দ মুণ্ডার হাতে তুলে দেওয়া হয়। রাতের অন্ধকারে ওই দুই নাবালিকাকে দিল্লি পাচার করার কথা ছিল। দুষ্কৃতীদের উদ্দেশ্য বুঝতে পেরে গ্রামবাসীরা থানায় খবর দিলে পুলিশ গোবিন্দ মুণ্ডাকে গ্রেফতার করে। তার বাড়ি থেকে নাবালিকাদের উদ্ধার করা হয়।
|
তিন চোলাই কারবারিকে গ্রেফতার করল পুলিশ। বুধবার সন্ধ্যায় গাইঘাটার চাঁদপাড়া থেকে গাড়ি-সহ তারা ধরা পড়ে। পুলিশ জানিয়েছে, ধৃতেরা ঘোলা থানার সাজিরহাট থেকে চোলাই নিয়ে বনগাঁয় যাচ্ছিল। তাদের কাছ থেকে ৬০০ লিটার চোলাই উদ্ধার হয়েছে। গাড়িটি আটক করা হয়েছে। অন্যদিকে, বুধবার রাতে অশোকনগরের শবদলপুরে এক চোলাই কারবারিকে গ্রেফতার করে পুলিশ। |