দুঃখ হচ্ছে। খারাপ লাগছে। কিন্তু শ্রীসন্ত-কাণ্ডে মোটেও আশ্চর্য নন সৌরভ গঙ্গোপাধ্যায়। বরং শ্রীসন্তের প্রাক্তন অধিনায়কের মনে হচ্ছে শ্রীসন্ত যে রকম, তাতে এ রকম হওয়ারই ছিল।
“২০০৬ থেকে ওকে দেখছি। সব সময়ই মনে হয়েছে ওর টেম্পারামেন্ট নিয়ে সমস্যা আছে। আজকের ঘটনায় খারাপ লেগেছে। কিন্তু মোটেই অবাক হইনি। শ্রীসন্তের টেম্পারামেন্ট যা, তাতে এটা আশ্চর্যের নয়,” বৃহস্পতিবার বেহালার বাড়িতে বসে বলছিলেন সৌরভ। এ দিনের শ্রীসন্তকে দেখে তাঁর আরও মনে হচ্ছে, কেরলের পেসার শেষ পর্যন্ত নিজের প্রতিভাটা নষ্ট করে ফেললেন। “বোকামি ছাড়া কিছু বলতে পারছি না। শ্রীসন্তের যা প্রতিভা, অনায়াসে দেশের হয়ে ৭০-৮০টা টেস্ট খেলতে পারত।” ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের মনে হচ্ছে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত তিন ক্রিকেটারের আজীবন নির্বাসন হওয়া উচিত।
সৌরভ আশ্চর্য ভারতের তরুণ ক্রিকেটারদের মধ্যে টাকা নিয়ে এত মোহ দেখে। ঠিক ততটাই কষ্ট পাচ্ছেন রাজস্থান অধিনায়ক রাহুল দ্রাবিড়ের কথা ভেবে। “রাজস্থানকে যে উচ্চতায় এ বার নিয়ে গিয়েছে দ্রাবিড়, সেখানে ভেবে খারাপ লাগছে যে ওর টিমের সঙ্গেই এই জিনিসটা হল। তবে একটা কথা বলতে পারি, এক জন বা দু’জনের জন্য ক্রিকেট নষ্ট হবে না। ভারতীয় ক্রিকেট বলতে লোকে ধোনি, সচিন, রাহুলের কথা বোঝে। যারা চিরকাল পরিচ্ছন্ন ভাবে ক্রিকেট খেলেছে। আর আইপিএলও থাকবে। গড়াপেটা তো ফুটবল, সাইক্লিংয়েও ঘটেছে,” বলে দিচ্ছেন সৌরভ। সঙ্গে তাঁর সংযোজন, “আজকাল ক্রিকেটাররা এত টাকা পাচ্ছে। ভারতীয় বোর্ডের জন্যই তো পাচ্ছে। এর পরেও যদি বাড়তি টাকার লোভে কেউ এ সব করে, সেটাকে সাধারণ বোধবুদ্ধির অভাব ছাড়া আর কিছু বলতে পারছি না।” |
তাড়া করছে যে সব প্রশ্ন |
১) আইপিএলে বাকি টিমের আর কোনও ক্রিকেটার জড়িত কি না?
২) রাজস্থান রয়্যালস দলই কি বাতিল হয়ে যাবে? হলে প্রথম চারের বাইরে পঞ্চম দলটি কি প্লে অফে সুযোগ পাবে?
৩) আইপিএল ঘিরে আইসিসি, ভারতীয় বোর্ড, পুলিশ আর কী ভাবে নিরাপত্তা বাড়াতে পারে? |
তিন জবাব |
১) দিল্লি পুলিশ কমিশনার বলেছেন, তদন্ত চলছে। ভবিষ্যতে আরও ক্রিকেটার আর বুকি গ্রেফতার হবে।
২) সম্ভবত না। আইপিএল কমিটি শুধু ক্রিকেটারদের সাসপেন্ড করেছে। টিমের ক্ষেত্রে কিছু বলেনি। ফেয়ার প্লে পুরস্কারের তালিকায় রাজস্থান রয়্যালস এখনও দু’নম্বরে। তবে তাদের অবস্থান নামবে।
৩) বোর্ড প্রেসিডেন্ট শ্রীনিবাসন বলেছেন, আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। তবে সেটা কী, এখনও পরিষ্কার নয়। |
|