বয়স নিয়ে বিতর্কে জড়ালেন প্রধানমন্ত্রী
ম্পত্তির তালিকা নিয়ে তাঁর দিকে কেউ আঙুল তুলতে পারেননি, কিন্তু শেষ অবধি তাঁর বয়স নিয়ে বিতর্ক তুলে বিরোধীরা প্রশ্ন তুলল তাঁর সততা নিয়ে। গত কাল, অসম থেকে রাজ্যসভার ভোটের জন্য মনোনয়নপত্র জমা দেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় তিনি নিজের বয়স ৮২ বলে উল্লেখ করেছেন। অথচ ছ’বছর আগে, ২০০৭ সালের রাজ্যসভা নির্বাচনে তিনি যে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সেখানে মনমোহন সিংহ বয়স লিখেছিলেন ৭৪। ছ’বছরের ব্যবধানে প্রধানমন্ত্রীর আট বছর বয়স বাড়া নিয়ে জলঘোলা করতে চাইছে অসমের বিরোধী দল অগপ।
সরকারি ওয়েবসাইটে প্রয়াত গুরুমুখ সিংহের সন্তানের জন্মের তারিখ লেখা রয়েছে ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর। সেই হিসাব প্রামাণ্য ধরলে গত কাল হলফনামা জমা দেওয়ার সময় প্রধানমন্ত্রীর বয়স ছিল ৮০ বছর ৮ মাস। কিন্তু হলফনামায় মনমোহন ‘হলফ’ করে বলেছেন তাঁর বয়স ৮২। এ বার বয়সের এই গণ্ডগোলকে সামনে রেখে প্রধানমন্ত্রীর সততা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছেন।
বিধানসভার সচিব গৌরাঙ্গপ্রসাদ দাস প্রধানমন্ত্রীর মনোনয়ন পত্র ও হলফনামা গ্রহণ করেছিলেন। এ দিন বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “এখন এ বিষয়ে কোনও মন্তব্য করব না। স্ক্রুটিনি হবে ২১ মে। তখনই সব মিলিয়ে দেখে নিয়ম মেনে সিদ্ধান্ত নেওয়া হবে।” তবে নির্বাচন কমিশনের এক কর্তার মতে, এই ভুলের কারণে মনোনয়ন বাতিল হয় না। বিধানসভার সচিবালয় সূত্রে খবর, বিতর্কের পরে ভোটার তালিকা ও ভোটার কার্ডের সঙ্গে এ বারের হলফনামার বয়স মিলিয়ে দেখা গিয়েছে তাতে ভুল নেই।
অগপ-র কার্যনির্বাহী সভাপতি অতুল বরা প্রধানমন্ত্রীর বয়স বিতর্ক প্রসঙ্গে বলেন, “প্রধানমন্ত্রীর বাড়ির ঠিক-ঠিকানা নেই। এ বার দেখা গেল নিজের বয়স নিয়েই মনমোহন নিশ্চিত নন। এমন লোকের হাতে দেশ চালাবার ভার থাকলে চিন্তার কথা।” এআইইউডিএফের হায়দর হুসেন বরা বলেন, “বিষয়টি থেকে প্রধানমন্ত্রীর কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। আমরা দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে বিষয়টি নিয়ে পদক্ষেপ নেব।” বিজেপির মুখপাত্র শান্তনু ভরালি বলেন, “প্রধানমন্ত্রী নিজের মনোনয়নপত্রটি পূরণ করার ব্যাপারেও মনোযোগী নন।”

পুরনো খবর:
আইএসসি ও আইসিএসই-র ফল আজ
এ বছরের আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফল আজ, শুক্রবার প্রকাশিত হচ্ছে। ৩টেয় সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করবেন কাউন্সিল-কর্তৃপক্ষ। যে-সব ওয়েবসাইটে ফল জানা যাবে, সেগুলি হল:
মোবাইল থেকে এসএমএস করে ফল জানার জন্য পরীক্ষার নাম ও পরীক্ষার্থীর রোল নম্বর লিখে পাঠাতে হবে। এসএমএস করা যাবে ৫১৮১৮, ৫৬২৬৩, ৫৮৮৮৮, ৫৬৭৬৭৫০, ৫৬৩৮৮, ৫৪২৪২ নম্বরে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.