বিভাগীয় বৈঠকে এক প্রবীণ অধ্যাপককে অপমান করার অভিযোগ উঠল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক তরুণ অধ্যাপকের বিরুদ্ধে। এই ব্যাপারে লিখিত অভিযোগও জমা পড়েছে উপাচার্যের কাছে।
অভিযোগ, সম্প্রতি ওই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বৈঠকে এমেরিটাস অধ্যাপক রজতকান্ত রায়ের উদ্দেশে আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন ওই বিভাগেরই তরুণ অধ্যাপক বেঞ্জামিন জাকারিয়া। রজতবাবু নিজে কোনও অভিযোগ জানাননি। তবে ওই বৈঠকে উপস্থিত শিক্ষকদের একাংশ বিষয়টি লিখিত ভাবে উপাচার্যকে জানিয়েছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর। ওই শিক্ষকেরা উপাচার্যকে লিখেছেন, ওই তরুণ অধ্যাপক শুধু যে আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন তা-ই নয়, তিনি রজতবাবুর সামনে টেবিলের উপরে পা-ও তুলে দেন। বেঞ্জামিন ওই প্রবীণ অধ্যাপকের পুরনো ছাত্র।
ওই ঘটনায় রজতবাবু কিছু বলতে নারাজ। বৃহস্পতিবার রাতে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বেঞ্জামিন আমার ছাত্র। তার সম্পর্কে কোনও কথা বলতে আমার শুভবুদ্ধিতে বাধে।” তবে উপাচার্য মালবিকা সরকার জানান, অপ্রীতিকর ঘটনা যে ঘটেছে, ওই বিভাগের অন্য শিক্ষকদের কাছ থেকে তিনি তা জেনেছেন। তিনি বলেন, “বেঞ্জামিনও স্বীকার করেছেন।” উপাচার্য জানান, গত শনিবার বিশ্ববিদ্যালয়ের এগ্জিকিউটিভ কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে উপাচার্যকেই উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দিয়েছে কমিটি। মালবিকাদেবী বলেন, “বেঞ্জামিন এখন বিদেশে রয়েছেন। তিনি ফিরলে এই বিষয়ে তাঁর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” প্রেসিডেন্সি সূত্রের খবর, বেঞ্জামিন এখন জার্মানিতে আছেন। তাঁর মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেটি বন্ধ ছিল। |