টুকরো খবর
জল না থাকায় বন্ধ মিড-ডে মিল, বিক্ষোভ
পানীয় জলের অভাবে বেশ কিছু দিন ধরে বন্ধ বার্নপুরের বার্ন স্ট্যান্ডার্ড ওয়াগন কলোনির উচ্চবিদ্যালয়ে মিড ডে মিল। তার জেরে বৃহস্পতিবার প্রায় শ’দুয়েক অভিভাবক স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালেন। প্রায় ঘণ্টা খানেক ধরে এই বিক্ষোভ চলে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। এ’প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক গণেশ তাঁতি জানান, প্রায় মাস খানেক ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে তাঁর স্কুল। ঝড়বৃষ্টির দাপটে জলের পাইপলাইন অকেজো হয়ে যাওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে। তিনি বিষয়টি মহকুমা প্রশাসন ও আসানসোল পুর কর্তৃপক্ষকেও জানিয়েছেন। পুরসভার তরফে প্রতি সাত দিন অন্তর এক ট্যাঙ্ক করে পানীয় জল এখানে পাঠানো হয়। কিন্তু প্রধান শিক্ষক দাবি করেন, প্রায় ১৪০০ পড়ুয়ার জন্য এই স্কুলে প্রতিদিন অন্তত দুই ট্যাঙ্ক জলের দরকার। প্রয়োজনের তুলনায় খুবই কম জল মেলায় মিড ডে মিলের রান্না ব্যহত হচ্ছে। পর্যাপ্ত পানীয় জলের আবেদন জানিয়ে পুর কর্তৃপক্ষকে ফের চিঠি লিখেছেন বলেও জানান তিনি। আসানসোল পুরসভার জল দফতরের মেয়র পারিষদ রবিউল ইসলাম জানান, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। পুরসভার আওতাধীন বহু স্কুলেই পানীয় জলের সমস্যা রয়েছে। প্রত্যেকটি স্কুলেই পুরসভার তরফে জলের ট্যাঙ্কার পাঠানো হচ্ছে। দু’দিন পরেই স্কুলগুলিতে গরমের ছুটি পড়বে। ছুটির শেষে স্কুল চালু হওয়ার পর আর যাতে আর জলের সমস্যা না থাকে, তার ব্যবস্থা করবে পুরসভা।

ভূগর্ভস্থ পথ গড়ার প্রস্তাব রেলমন্ত্রকের
আসানসোলে চাঁদমারি ও মহুয়াডাঙাল এলাকার একটি রেল টানেলকে চওড়া করে যাতায়াত ও গাড়ি চলাচলের উপযোগী একটি ভূগর্ভ পথ বানানোর পরিকল্পনা করেছে রেল দফতর। এ বিষয়ে আসানসোলের সাংসদকে চিঠি পাঠিয়েছেন রেল প্রতিমন্ত্রী অধীররঞ্জন চৌধুরী। প্রায় ১৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে। খসড়া প্রকল্প বানানো হয়েছে। অবিলম্বে কাজ শুরু হবে। আসানসোল শহরের দক্ষিণপ্রান্তের সঙ্গে উত্তরপ্রান্তের সংযোগ রক্ষার জন্য একাধিক রেল টানেল রয়েছে। এর মধ্যে চাঁদমারি ও মহুয়াডাঙাল টানেল অন্যতম। প্রতি দিন দু’প্রান্তের লক্ষাধিক বাসিন্দা যাতায়াত করেন। অত্যন্ত সরু টানেল, বর্ষায় এক কোমর জল দাঁড়িয়ে যায়। দু’প্রান্তের মানুষজনকে কয়েক কিলোমিটার রাস্তা ঘুরে সেনর্যালে রোড অথবা স্টেশন সংলগ্ন টানেলের রাস্তা ধরতে হয়। বহুদিন ধরে এলাকার বাসিন্দারা একটি উড়ালপুল বানানোর দাবি করছিলেন। গণস্বাক্ষর সংবলিত একটি চিঠিও তাঁরা তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠান। আসানসোলের সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী গত ১৮ জানুয়ারি ফের রেল প্রতিমন্ত্রকে চিঠি দেন। সম্প্রতি সেই চিঠির উত্তরে অধীরবাবু জানিয়েছেন, রেলের বিশেষজ্ঞরা ওই এলাকা ঘুরে বুঝেছেন, সেখানে উড়ালপুল বানানো সম্ভব নয়। তবে ওই টানেলটিকে চওড়া করে গাড়ি চলাচল ও লোকজনের যাতায়াতের উপযোগী ভূগর্ভস্থ পথ বানানোর সিদ্ধান্ত হয়েছে। এরফলে আসানসোল মূল শহরের সঙ্গে উত্তর প্রান্তের যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে বলে জানায় রেল দফতর।

পুকুর খুঁড়ে মিলল বালা ভরা কৌটো
একশো দিনের কাজে পুকুর সংস্কার করতে গিয়ে মিলল বেশ কিছু পুরনো জিনিস। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ পাণ্ডবেশ্বরের নবগ্রাম পঞ্চায়েতের কুমারডিহি গ্রামের ঘটনা। এ দিন গ্রামেরই চট্টরাজ পরিবারের পুকুরে স্থানীয় দিনমজুর মেঘনাদ বাউড়ি ও আরও চারজন সংস্কারের কাজে নামেন। মাটি কাটা শুরু হতেই পুরনো দিনের বাটির মতো দেখতে পিতলের একটি কৌটো মেলে। মেঘনাদবাবু জানান, কৌটতে হাত ঢোকাতেই বেশ কয়েকটি বালা ও একটি ভাঙা প্রদীপ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে সেটি তিনি তাঁর বাড়িতে নিয়ে যান। পরে দুপুর ১২টা নাগাদ পুলিশ তাঁর বাড়িতে এলে স্থানীয় বাসিন্দাদের সামনেই পুলিশের হাতে কৌটোটি তুলে দেন তিনি।
উদ্ধার হওয়া বালা। —নিজস্ব চিত্র।
নবগ্রাম পঞ্চায়েতের প্রধান জানান, পুলিশ বিষয়টি দেখছে। পাণ্ডবেশ্বরের ওসি অর্ঘ্য ঘোষ জানান, তিরিশটি বালা পাওয়া গিয়েছে। মনে হচ্ছে ওগুলি পিতল ও তামার। তিনি বলেন, “এর কোনও পুরাতাত্বিক মূল্য আছে কিনা তা বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানো হবে। সেইমতো উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” তবে ওগুলি শিকল না বালা সেই নিয়েও সন্দেহ রয়েছে পুলিশের।

ডাম্পার উল্টে মৃত খালাসি
ডাম্পার উল্টে মৃত্যু হল খালাসির। বৃহস্পতিবার সকালে দুর্গাপুরে ২ নম্বর জাতীয় সড়কের পুরসভা মোড়ে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম লক্ষ্মীকান্ত মাজি (২২)। বাড়ি বাঁকুড়ায়। জখম হয়েছেন চালকও। তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পড়ে ডাম্পার। —নিজস্ব চিত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ১০টা নাগাদ জাতীয় সড়কে ছাই বোঝাই এই ডাম্পারটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। হঠাৎ এক সাইকেল আরোহী ডাম্পারের সামনে চলে আসেন। তাঁকে বাঁচাতে জোর ব্রেক কষেন চালক। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যান খালাসি। খবর পেয়ে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। আসে পুলিশ। ডাম্পারের ভিতর থেকে চালক দেশবন্ধু মণ্ডলকে বের করে আনা হয়।

জয়ী অশোক সঙ্ঘ
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ ক্রিকেটে জয়ী হল রানিগঞ্জ অশোক সঙ্ঘ। বৃহস্পতিবার আসানসোল রেলমাঠে তারা ৬ উইকেটে শান্তিদেবী সিএ-কে হারায়। প্রথমে শান্তিদেবী ৭ উইকেটে ৮৬ রান করে। জবাবে ৪ উইকেটে রান তুলে নেয় অশোক সঙ্ঘ। সেল আইএসপি এ দিন আসানসোল স্টেডিয়ামে রানিগঞ্জ স্পোর্টস অ্যাকাডেমিকে ৩ উইকেটে হারায়। প্রথমে স্পোর্টস অ্যাকাডেমি ৭৮ রান করে। ৭ উইকেটে রান তুলে নেয় সেল আইএসপি।

জল চেয়ে বিক্ষোভ
নিয়মিত পানীয় জলের দাবিতে পিটের ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় মহিলারা। বৃহস্পতিবার জামুড়িয়ার লোয়ার কেন্দা কোলিয়ারির ৪ নম্বর পিটের ঘটনা। ওই মহিলাদের দাবি, সারাবছরই জল অনিয়মিত। বেশ কিছুদিন তাও মিলছে না। ম্যানেজার তপন কুমার মুখোপাধ্যায় জানান, মোটরের যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এই বিপত্তি।

পাল্টা ‘শহিদ দিবস’
আগামী ২১ জুলাই শহিদ দিবস পালন করবেন বলে জানালেন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি সৌমিক হোসেন। বৃহস্পতিবার আসানসোলে এ কথা জানান তিনি। তৃণমূল কংগ্রেস শহিদদের যথাযথ মর্যাদা দিয়ে শহিদ দিবস পালন করে না বলে তাঁর অভিযোগ। বলেন, “শহিদদের যথাযথ সম্মান জানিয়ে দিনটি পালন করব।” রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে রাজ্যব্যাপী যুব আন্দোলনের কর্মসূচি পালনের কথা জানান তিনি।

কোথায় কী

জামুড়িয়া


কুঞ্জভঙ্গ। জয়নগর, নিচুপাড়া। সকাল ১০টা।

আসানসোল

অনূর্ধ্ব ১৪ ক্রিকেট। আসানসোল স্টেডিয়াম। সকাল ৮টা। মহকুমা ক্রীড়া সংস্থা।

অনূর্ধ্ব ১৭ ক্রিকেট। আসানসোল স্টেডিয়াম। বিকাল ৪টা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.