এখন ভরা গ্রীষ্ম। কাটোয়া শহর লাগোয়া অজয়ে এ সময়ে জল থাকে না। আধ কিলোমিটার দূরে
ভাগীরথীর
সঙ্গম, সেখান থেকেই কিছু দূর অবধি ঢুকে আসে জল। তাই পেরিয়েই যাতায়াত করে গাড়িঘোড়া।
যেমন চলেছে
এই ট্রাক্টরটি। বর্ষায় এই অজয়ই আবার চেহারা পাল্টে খরস্রোতা। তখন এ ভাবে পারাপার
করে, কার সাধ্য?
ও পারে কেতুগ্রামে যেতে তখন ভরসা শুধু নৌকা। ছবি: অসিত বন্দ্যোপাধ্যায়।
|
বৃহস্পতিবার বীরভানপুর ছিন্নমস্তা মন্দিরে পুজো দেন জঙ্গিপুরের কংগ্রেস সাংসদ তথা
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের
পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। তৃণমূলের সঙ্গে কংগ্রেসের নতুন করে জোট
হবে কি না, সেই প্রশ্নে তিনি বলেন, “এ ব্যাপারে সম্মিলিত ভাবে হাইকম্যান্ড সিদ্ধান্ত নেবে।” জোট না হলে
সব জায়গায় কংগ্রেস প্রার্থী দেওয়ার মতো পরিস্থিতিতে রয়েছে বলেও তাঁর দাবি। ছবি: বিশ্বনাথ মশান।
|
দুর্গাপুরে প্রতারণার অভিযোগে এক লগ্নি সংস্থার মালিক
উত্তম রুইদাসকে বৃহস্পতিবার গ্রেফতার করল পুলিশ। |