গাড়ির ধাক্কায় এক শিশুর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কোচবিহারে। বুধবার কোতোয়ালি থানার কলাকাটা এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, উত্তেজিত জনতা গাড়িটি আগুন ধরিয়ে পুড়িয়ে সেটিকে লাগোয়া জলাশয়ে ফেলে দেন। গাড়ির চালককে মারধর করা হয়। উত্তেজিত বাসিন্দারা কোচবিহার-দিনহাটা রাস্তা বেলা সাড়ে ১১টা থেকে প্রায় দেড়ঘন্টা অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত হচ্ছে।” পুলিশ জানায়, মৃতের নাম বিপাশা কার্জি (৫)। তার বাড়ি কলাকাটা এলাকায়। স্থানীয় লটকারপাড় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর পড়ুয়া ছিল বিপাশা। তার দিদি বর্নালীকে স্কুলে পৌঁছে দিতে রওনা হলে ঠাকুমা সুষমা দেবীর পিছু নেয় বিপাশা। পরে বৃদ্ধা সুষমাদেবীর হাত ধরেই দুই নাতনিকে নিয়ে দিনহাটা-কোচবিহার রাস্তার কাছে পৌঁছান। সেই সময় আচমকা বিপাশা ঠাকুমার হাত ছেড়ে নিজেই রাস্তা পার হওয়ার চেষ্টা করে। সেই সময় একটি ট্যাক্সি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় শিশুটিকে জেলা হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সুষমাদেবী বলেন, “হাত ফস্কে মেয়েটা দৌঁড়াতেই সর্বনাশ হয়ে গেল। কিছুই করতে পারলাম না।” |
এরই মধ্যে কয়েকজন বাসিন্দা বাইক নিয়ে ট্যাক্সিটির পিছু নেন। পুলিশ তদন্তে জেনেছে, ভেটাগুড়িতে দুটি ট্যাক্সি আটকে তাঁরা জিজ্ঞাসাবাদ করতে থাকেন। আচমকা এক ট্যাক্সির চালক ফের গাড়ি ঘুরিয়ে কোচবিহার শহরের দিকে রওনা হন। কলাকাটার কাছে দুর্ঘটনার জেরে ভিড় থাকলেও বেপরোয়াভাবে ওই গাড়িটি পালিয়ে যাওয়ায় চেষ্টা করে বলে অভিযোগ। গাড়িটি দুই বাইক আরোহীকেও ধাক্কা মারে বলে অভিযোগ। বাইক আরোহীরা জখম হন। গাড়িটি ভেটাগুড়ির পালিয়ে এসেছে বলে বাসিন্দাদের মধ্যে চাউর হয়ে যায়। এর পরেই সেটিকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। শেষে উল্টে ফেলা হয় জলাশয়ে।
উত্তেজিত জনতা গাড়ির চালক জাহাঙ্গির মিঁয়াকে মারধর করেন বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে যান। ওই চালককে হাসপাতালে ভর্তি করানো হয়। গাড়িটি জেলা পরিষদে ভাড়ায় চলত। গাড়ির মালিক সমরেন্দ্র চৌধুরীর দাবি, “গাড়িটি নিয়ে চালক জেলা পরিষদের কর্মীকে আনতে যাচ্ছিলেন। সেটির ধাক্কায় দুর্ঘটনা হয়নি। ভুল করে গাড়িটি পুড়িয়ে দেওয়া হয়। পুলিশে অভিযোগ জানিয়েছি। গাড়ির চালক ভিড় দেখে ভয় পাওয়াতেই ঘটনাটি ঘটেছে।” কোচবিহারের সভাধিপতি দিলীপ বিশ্বাস বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন। |