|
|
|
|
লেভি কমে অর্ধেক, চাল সংগ্রহে রাজ্য আতান্তরে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ছিল ৫০ শতাংশ লেভি। সেটা কমিয়ে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক জানিয়ে দিয়েছে, রাজ্য সরকার চালকলের মালিকদের কাছ থেকে ২৫ শতাংশের বেশি লেভি আদায় করতে পারবে না। এই সিদ্ধান্তে বিপাকে পড়েছে রাজ্যের খাদ্য দফতর। কারণ, সারা বছর রেশন ব্যবস্থা চালাতে রাজ্য যে-পরিমাণ চাল সংগ্রহ করে, তার প্রায় অর্ধেকই আসে চালকলের লেভি থেকে।
এখন রাজ্যে প্রতিটি চালকল যে-পরিমাণ চাল উৎপাদন করে, তার ৫০ ভাগ লেভি হিসেবে দিতে হয় সরকারকে। চলতি বছরেও সরকার চালকলের মালিকদের কাছ থেকে লেভির মাধ্যমে ১১ লক্ষ মেট্রিক টন চাল সংগ্রহ করেছে। রেশন দোকানে এই চালই বিলি হয়। আয়লা-দুর্গত এলাকা এবং জঙ্গলমহলে দু’টাকা কেজি দরে যে-চাল বিলি করা হচ্ছে, তা-ও রাজ্য সরকারের সংগৃহীত চাল থেকেই দেওয়া হয়। এবং সে-ক্ষেত্রেও লেভির চাল বড় ভরসা। কিন্তু কেন্দ্রীয় সরকারের নতুন ফতোয়ার জেরে সেই প্রক্রিয়া বড় ধাক্কা খেতে পারে বলে মনে করছেন খাদ্য দফতরের কর্তারা।
কী বলেছে কেন্দ্র? খাদ্য মন্ত্রকের যুগ্মসচিব (পলিসি অ্যান্ড এফসিআই) ইউকেএস চৌধুরী ৬ মে রাজ্য সরকারকে চিঠি লিখে জানিয়েছেন, ১৯৫৫ সালের অত্যাবশ্যক পণ্য আইন অনুসারে রাজ্যগুলি কেন্দ্রের সঙ্গে আলোচনা করে চালকলগুলির উপরে লেভি বসায়। দেখা যাচ্ছে, বেশ কিছু রাজ্যে লেভির পরিমাণ অনেকটাই বেশি। কোনও কোনও রাজ্য চালকল থেকে ৭৫ শতাংশ লেভি আদায় করে। কেন্দ্র ঠিক করেছে, এখন থেকে কোনও রাজ্যই চালকল-মালিকদের কাছ থেকে ২৫ শতাংশের বেশি লেভি নিতে পারবে না। ১ অক্টোবর থেকে এই ব্যবস্থা চালু করতে হবে।
কেন এমন সিদ্ধান্ত? খাদ্য দফতরের কর্তারা জানান, কেন্দ্র হয়তো চাইছে, রাজ্যগুলি সমবায় সংস্থাকে দিয়ে সরাসরি চাল সংগ্রহে নামুক। তাতে চাষিরা অন্তত সরকার নির্ধারিত মূল্য পাবেন। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, রাজ্যগুলি চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করতে গিয়ে চালকল-মালিকদের থেকে লেভি নিয়ে করে কোটা পূরণ করে দিচ্ছে। ফলে সহায়ক মূল্যের চাল বিক্রির (লেভির মাধ্যমে) সুযোগ পেয়ে যাচ্ছেন চালকল-মালিকেরা। চাষিরা বঞ্চিত হচ্ছেন। সেই ব্যবস্থা ভাঙতেই এই উদ্যোগ।
রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অবশ্য এই ব্যাখ্যা মানতে রাজি নন। তাঁর বক্তব্য, রাজ্যে অধিকাংশ চাল কেনা হয় সমবায় সমিতির কাছ থেকেই। তবে লেভির চাল থেকেও ১১ লক্ষ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়। মন্ত্রী বলেন, “কিছু চালকল-মালিক বদমায়েশি করে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”
মন্ত্রীর মন্তব্য, লেভির কোটা কমিয়ে দেওয়া হলে চাল সংগ্রহ কমতে বাধ্য। এখন কেন্দ্র যে-ব্যবস্থা কায়েম করল, তাতে চালকলগুলি ২৫ শতাংশ লেভি দিয়ে পাশের রাজ্য থেকে সস্তায় ধান কিনে আনবে। |
|
|
|
|
|